গল্পগুলো আরও জানুন লেবানন মাস আগস্ট, 2013
লেবাননের নতুন পারিবারগুলো কি যথেষ্ট আইন ভঙ্গ করেছে ?
পারিবারিক সহিংসতার বিরুদ্ধে মহিলাদের রক্ষার্থে সমস্ত পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করার জন্য গতকাল [২৩,জুলাই ২০১৩] যৌথ সংসদীয় কমিটি দ্বারা একটি আইন লেবাননে অনুমোদিত ও সংশোধিত হয়। নেটিজেনরা বলছেন, এটিই যথেষ্ট নয়।