গল্পগুলো আরও জানুন লেবানন মাস জানুয়ারি, 2012
আরব বিশ্বঃ আমাদের লেখকদের নির্বাচিত ছবিতে একটি বছর
যখন আমরা ২০১১ সালকে বিদায় দিয়েছে এবং ২০১২ সালকে স্বাগত জানাচ্ছি, সেই প্রেক্ষাপটে আমরা আমাদের লেখকদের আহ্বান জানিয়েছিলাম, যেন তারা তাদের চোখে নিজ নিজ দেশের গত বছরের সেরা ছবিকে চিহ্নিত করে তা আমাদের প্রদর্শন করে। নিচে তাদের নিজেদের নির্বাচিত পছন্দের ছবিসমূহ প্রদান করা হল।