গল্পগুলো আরও জানুন লেবানন মাস জুন, 2010
ফ্রিডম ফ্লোটিলা ত্রাণ বহরের সমর্থনে বিক্ষোভ চলছে বিশ্বব্যাপী
এমভি মাভি মারমারা জাহাজে ইজরায়েলি বাহিনীর হামলার ফলে নয়জন নিহত আর অনেকে আহত হয়েছেন, এবং এর ফলশ্রুতিতে বিশ্বব্যাপী গাজার জন্য সমর্থনের জোয়ার দেখা গেছে। হাজারো লোক রাস্তায় বিক্ষোভে নেমেছেন ইজরায়েলের সহিংসতা আর গাজায় চলতে থাকা অবরোধের বিরুদ্ধে।