গ্লোবাল ভয়েসেস লিঙ্গুয়া প্রকল্প মূল গ্লোবাল ভয়সেস এর লেখাগুলোকে স্বেচ্ছাসেবক অনুবাদকদের দ্বারা অনুবাদ করিয়ে অন্যভাষা ভাষীদের কাছে ছড়িয়ে দেবার চেষ্টা করছে। এটি ৩৫টিরও বেশী ভাষায় গ্লোবাল ভয়েসেস এর লেখাগুলোকে অনুবাদ করে ইংরেজি ছাড়া অন্য ভাষাভাষীদের সাথে যোগাযোগ প্রতিষ্ঠায় সচেষ্ট।
আমরা সেইসব অনুবাদকদের আহবান করছি যে আমাদের মূল যে কোন ভাষায় প্রকাশিত লেখাগুলো থেকে বাংলায় অনুবাদ করতে আগ্রহী।

২০১৭ সালের কলম্বো সামিটে লিঙ্গুয়া সম্প্রদায়ের সদস্যরা
সারাবিশ্বে আমাদের ৮০০ জনেরও বেশী স্বেচ্ছাসেবক রয়েছে। আপনারা যোগদান করতে চাইলে এই ফর্মটি পুরন করবেন। সংশ্লিষ্ট সম্পাদক আপনার সাথে যোগাযোগ করবেন পরবর্তী পদক্ষেপ এর জন্যে।
"*" indicates required fields