গল্পগুলো আরও জানুন লেবানন মাস এপ্রিল, 2010
লেবানন: আরবনেট ইংরেজীতে আরবী ওয়েবের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছে
আরবনেট ২০১০ একটি প্রযুক্তির কনফারেন্স যা আরব ওয়েব ইন্ডাস্ট্রির জন্য প্রথম আন্তর্জাতিক কনফারেন্স। অনেক অংশগ্রহণকারী এটাকে সফল বলে মনে করেন, তবে বহুল আলোচিত হয়েছে এই ব্যাপারটি যে আরব ওয়েব নিয়ে সম্মিলনে ইংরেজীকে অফিসিয়াল ভাষা হিসাবে গ্রহণ করা হয়েছে এবং ওয়েবসাইট, আলোচনা আর উপস্থাপনা ইংরেজীতে হয়েছে।