· আগস্ট, 2011

গল্পগুলো আরও জানুন লেবানন মাস আগস্ট, 2011

সিরিয়ার শাসক বিরোধী বিক্ষোভে শাসকের অনুগতদের হামলা

২রা আগস্ট ২০১১- তারিখে লেবাননে অবস্থিত সিরীয় দূতাবাসের সামনে এক ক্ষুদ্র বিক্ষোভ সমাবেশ এক সংঘর্ষের মধ্যে দিয়ে শেষ হয়। সে সময় সিরিয়ার সরকার-পন্থী একদল ব্যক্তি এই বিক্ষোভে হামলা চালায়। সিরিয়া তার এই ক্ষুদ্র প্রতিবেশী দেশের উপর এক রাজনৈতিক প্রভাব তৈরি করে থাকে, যা এক মেরুকরণের সৃষ্টি করে এবং লেবাননের রাজনীতি প্রায়শ সিরিয়া-পন্থী এবং সিরিয়া বিরোধী এই দুটি অংশে বিভক্ত।

22 আগস্ট 2011

লেবানন: গানে রাষ্ট্রপতিকে উপহাস করার পর গায়ককে গ্রেফতার করা হয়েছে

২০১০ সালের এক গানে রাষ্ট্রপতি মাইকেল সুলেইমানকে নিন্দা করার অভিযোগে লেবাননের গায়ক জেইদ হামদানকে গ্রেফতার করা হয়েছিল। লেবাননের পত্রিকা আসাফির সংবাদ প্রদান করেছে যে এই ঘটনার পর গায়ককে ছেড়ে দেওয়া হয়েছে, তবে টুইটারকারী এবং ব্লগাররা তার প্রাথমিক গ্রেপ্তারের সংবাদ ঝড়ের মত এই ঘটনার সংবাদ প্রকাশ করার পরই তাকে মুক্তি প্রদান করা হয়।

4 আগস্ট 2011