
গত রবিবার ২১ জুলাই, ২০১৩ তারিখে আক্কারায় প্রতিবাদের সময় রাউলার ছবির সামনে তাঁর মা। ছবিঃ জয় আইয়ুব
পারিবারিক সহিংসতার বিরুদ্ধে মহিলাদের রক্ষার্থে সমস্ত পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করার জন্য গতকাল [২৩,জুলাই ২০১৩] যৌথ সংসদীয় কমিটি দ্বারা একটি আইন লেবাননে অনুমোদিত ও সংশোধিত হয়। রউলা ইয়াকুবের শহর হালবা, আক্কারে একটি প্রতিবাদ অনুষ্ঠিত হওয়ার এক দিন পরে আইনটি তৈরি হল। ৩১ বছর বয়সী রউলা ইয়াকুব কয়েক সপ্তাহ আগে তার স্বামীর পেটানোর ফলে মৃত্যুবরণ করেন। এই প্রতিবাদ ২০০৮ সাল থেকে ঘটে চলা অনেকগুলো প্রতিবাদের একটি যারা সব ধরনের ঘরোয়া নির্যাতনের বিরুদ্ধে নারীদের রক্ষায় একটি সম্পূর্ণ আইন চালুর দাবি জানিয়ে আসছে।
এই আইনটি সংশোধন করতে কোনটির উপর মূল দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে যেমন, বৈবাহিক ধর্ষণ, লিঙ্গ ফোকাসের অভাব, শিশুদের সহগমনকারী এবং জাতিগত সংঘাতের আইন –লেবাননের নেটিজেনরা দ্রুত তাঁদের সেই সংশয়ের কথা জানতে চেয়েছেন।
এরকম অনেকের মতো একজন সুপরিচিত লেবাননের নারীবাদী কর্মী নাদিন ময়াদ, এই আইন সংক্রান্ত ত্রুটিগুলি নির্দেশ করেছেন:
#মহিলাদেরসুরক্ষার আইন গত বছর অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, তাই উদযাপনের আগে কোন সংস্করণটি গৃহীত হয়েছে তা আমাদের জানা প্রয়োজন #লেবানন
— নাদিন মোয়াদ (@এনমোয়াদ) ২২ জুলাই, ২০১৩
আমরা #মহিলাদেররক্ষার আইনে ৪ টি গুরুত্বপূর্ণ পরিবর্তন খুঁজছি: ১) বৈবাহিক ধর্ষণ কে কি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে ? সংসদ সদস্য যে নিবন্ধটি মুছে দিয়েছেন।
— নাদিন মোয়াদ (@এনমোয়াদ) ২২ জুলাই, ২০১৩
২) এখানে কি লিঙ্গ ফোকাস করা হয়েছে ? সংসদ সদস্য এটা থেকে “মহিলা” মুছে ফেলেছেন এবং পুরো পরিবার নিয়ে এটি গঠন করেছেন – ফলে এর উদ্দেশ্য নষ্ট হয়।#মহিলাদেরসুরক্ষা
— নাদিন মোয়াদ (@এনমোয়াদ) ২২ জুলাই, ২০১৩
৩) শিশুদের সঙ্গত ? সুরক্ষার প্রয়োজন হলে নারীরা তাদের শিশুদের নিতে পারবেন বলে অনুমোদন দেওয়া আছে যে ধারায় তা মুছে ফেলেছেন সংসদ সদস্যরা। #মহিলাদেরসুরক্ষা
— নাদিন মোয়াদ (@এনমোয়াদ) ২২ জুলাই, ২০১৩
৪) সর্বাধিক গুরুত্বপূর্ণ: সংসদ সদস্যরা বিবাদের ক্ষেত্রে জাতিগত সংঘাতের ব্যক্তিগত অবস্থা আইন করতে পারবেন বলে যে নিবন্ধটি যোগ করেছেন। #মহিলাদেরসুরক্ষা
— নাদিন মোয়াদ (@এনমোয়াদ) ২২ জুলাই, ২০১৩
যাইহোক, লেবাননে মহিলাদের সম্পূর্ণরূপে রক্ষা করার একটি ভাল আইনের প্রথম পদক্ষেপ হিসাবে এটিকে দেখা হয়। লেবানন.কম এর ব্লগার আহমাদ ইয়াসিন বলেছেন:
#লেবাননে #মহিলাদেরসুরক্ষার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসেবে আইনটি ভাল। কিন্তু, এটাই যথেষ্ট নয়।
— আহমেদ এম. ইয়াসিন (@লেবানন_ব্লগ) ২২ জুলাই, ২০১৩