অংশগ্রহণ করুন

ফিলিপাইনের সেবুতে গ্লোবাল ভয়েসেস ২০১৫ শীর্ষ সম্মেলনে জানুয়ারী ২৫, ২০১৫ এ অংশ নেয়া সম্প্রদায়ের সদস্যরা। চিত্রটি গ্লোবাল ভয়েসেস এবং পিআর ওয়ার্কসের একটি ভিডিওর স্ক্রিন থেকে নেয়া।

ফিলিপাইনের সেবুতে গ্লোবাল ভয়েসেস ২০১৫ শীর্ষ সম্মেলনে জানুয়ারী ২৫, ২০১৫ এ অংশ নেয়া সম্প্রদায়ের সদস্যরা। চিত্রটি গ্লোবাল ভয়েসেস এবং পিআর ওয়ার্কসের একটি ভিডিওর স্ক্রিন থেকে নেয়া।

আমাদের শক্তি আমাদের সম্প্রদায়ে নিহিত। স্বেচ্ছাসেবী লেখক বা অনুবাদক হিসাবে আমাদের দলে যোগদানের মাধ্যমে বিশ্বব্যাপী কথোপকথনে একটি ব্যবধান তৈরি করুন। আপনি যদি কোনও সংস্থা হন তবে গ্লোবাল ভয়েসেসকে অংশীদার হিসাবে যোগ করার বিষয়টি বিবেচনা করুন।

লেখক

বিশের প্রায় ১৬০টিরো অধিক দেশজুড়ে শত শত স্বেচ্ছাসেবক লেখক রয়েছেন আমাদের। আপনি কি একটি নির্দিষ্ট অঞ্চলের সোশ্যাল মিডিয়া, স্বাধীন মিডিয়া বা ব্লগের আগ্রহী বিশ্লেষক যেখানের ঘটনাবলী প্রচলিত মিডিয়া কর্তৃক তীব্রভাবে উপেক্ষিত বা ভুলভাবে উপস্থাপিত হয়? অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের স্বেচ্ছাসেবক লেখক দলে যোগদানের জন্য আবেদন করুন।

অনুবাদক

আসুন আমাদের সম্মানজনক আন্তর্জাতিক অনুবাদকদের দলে যোগদান করুন এবং এই ফর্মটি পূরণ করুন! আমাদের গল্প কয়েক ডজন ভাষায় অনুবাদ করা হয়! আপনার ভাষা এখানে নেই? আপনার ভাষায় একটি নতুন সাইট তৈরি করতে আবেদন করুন!

অংশীদার

২০০৪ সাল থেকে আমরা বিশ্বব্যাপী কথোপকথনকে ছড়িয়ে দিতে কয়েক ডজন সংস্থার সাথে অংশীদার হয়েছি। আমাদের বর্তমান কয়েকটি অংশীদারদের মধ্যে দ্য গার্ডিয়ান, পিআরআই.অর্গ, ডয়চে ভেলে, স্লেট, লা স্ট্যাম্পা, মিডান, ৩৫০.অর্গ, উইটনেস এবং সিরিয়া ডিপলি অন্তর্ভুক্ত রয়েছে। অতীতে, আমরা বিবিসি, রয়টার্স এবং দ্য ইকোনমিস্টের সাথে সহযোগিতা করেছি। আরও তথ্য পাবেন এখানে

কন্ট্রিবিউটর টুলকিট