গল্পগুলো আরও জানুন লেবানন মাস অক্টোবর, 2012
লেবাননঃ গোয়েন্দা প্রধান উইসসাম আল হাসানকে কে হত্যা করেছে?
বোমা বিস্ফোরনে নিহত লেবাননের গোয়েন্দা প্রধান উইসসাম আল হাসানের মৃত্যুর জন্য সিরিয়া, ইরান, হিজবুল্লাহ এবং ইসরাইলকে সন্দেহ করা হচ্ছে। গতকাল [২০ অক্টোবর] বৈরুতে এ হামলায় আট জন হত ও প্রায় ৮০ জন আহত হয়েছে।