গল্পগুলো আরও জানুন লেবানন মাস মার্চ, 2015
লেবানিজ-আর্মেনীয় বিক্ষোভকারীরা বৈরুতের এক চলচ্চিত্র প্রদর্শন কেন্দ্রে তুর্কি রাষ্ট্রদূতকে আটকে রেখেছিল
বুধবার তাশাহানগ পার্টির ৬০ জন লেবানিজ-আর্মেনীয় সদস্য লেবাননের এক চলচ্চিত্র প্রদর্শন কেন্দ্রে তুরস্কের রাষ্ট্রদূতকে আটকে রাখে, যারা ১৯১৫ সালে অটোমান সাম্রাজ্যের দ্বারা সংঘঠিত আর্মেনীয় গণহত্যার বিষয়ে তুরস্কের সরকারি অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল।