গল্পগুলো আরও জানুন লেবানন মাস জুলাই, 2012
লেবানন: “ব্রোফেশনাল পর্যালোচনা”র সঙ্গে সাক্ষাৎকার
নয় মাস আগে কয়েকজন স্নাতক নকশা সম্পর্কিত সবকিছু মোকাবেলা করার একটি ব্লগ শুরু করার জন্যে একটি দল বাঁধেন তারা যার নাম দিয়েছেন "ব্রোফেশনাল পর্যালোচনা।" বর্তমানে তাদের আর্কাইভের ১০০টিরও বেশি পর্যালোচনা রয়েছে। বাজারে নতুন একটি ব্র্যান্ড, বিজ্ঞাপনী প্রচার অভিযান বা প্রমো এলেই পাঠকেরা তাদের পোস্ট/ মতামতের দিকে তাকিয়ে থাকে। গ্লোবাল ভয়েসেস অনলাইন তারা কী করে সে সম্পর্কে আরও জানতে তাদের সাক্ষাৎকার নিয়েছে।