গ্লোবাল ভয়েসেস ঘোষণা
আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি: কথা বলার এবং কথা শোনার অধিকার রক্ষায় সচেষ্ট। আমরা বিশ্বাস করি কথোপকথনের টুলগুলো ব্যবহারের সার্বজনীন বাধাহীন অধিকারে।
এই লক্ষ্যে আমরা চাই যারা বলতে চায় তাদের বলার সুযোগ করে দিতে – এবং যারা তা শুনতে চায় তাদের শোনার মাধ্যম ব্যবহার করতে দিতে। নতুন মাধ্যম ও টুলগুলোকে ধন্যবাদ – তাদের জন্যেই কথোপকথন আর সেইসব লোকের নিয়ন্ত্রনের মধ্যে নেই যারা প্রকাশনা ও বিতরণের মাধ্যম গুলোর মালিক বা দখলদার; সেইসব সরকারের নিয়ন্ত্রনে নেই যারা চিন্তা ও কথোপকথনে বাধা আরোপ করে। এখন যে কেউ প্রেস এর শক্তিকে ব্যবহার করতে পারে। যে কেউ তাদের গল্প পৃথিবী জুড়ে লোকের কাছে বলতে পারে।
আমরা চাই বিভিন্ন দেশের মানুষের ভেতরকার ব্যবধান গুলো ঘুঁচাতে সেতুবন্ধন রচনা করতে, যাতে তারা একে অপরকে ভালভাবে বুঝতে পারে। আমরা আরও কার্যকরী ভাবে এবং আরও শক্তি নিয়ে কাজ করতে চাই।
আমরা বিশ্বাস করি সরাসরি যোগাযোগের শক্তিতে। বিশ্বের বিভিন্ন অন্চলের লোকদের মধ্যকার বন্ধন ব্যক্তিগত, রাজনৈতিক এবং শক্তিশালী। আমরা বিশ্বাস করি সীমা গুলো ভেদ করে কথোপকথন হওয়া ভবিষ্যতের জন্যে দরকারী। যে ভবিষ্যত হবে মুক্ত, ন্যয়পরায়ণ, উন্নয়নশীল এবং স্থিতিশীল – বিশ্বের সব মানুষের জন্যে।
আমরা এককভাবে কথা বলি এবং কাজ করি কিন্তু আমরা আমাদের যৌথ ইচ্ছা এবং লক্ষ্যগুলোকে চিন্হিত করে এগিয়ে নিতে চাই। আমরা প্রতিজ্ঞা করি একে অপরকে সম্মান করতে, সহায়তা করতে, শিখতে, শেখাতে এবং একে অপরের কথা শুনতে।
আমরা গ্লোবাল ভয়েসেস।