গণতন্ত্র ও ধর্মীয় উগ্র-ডানপন্থার মধ্যে দোদুল্যমান ইসরায়েল

তেল আবিবে বিক্ষোভ, ফেব্রুয়ারি, ২০২৩। উইকিমিডিয়া সাধারণ সৃজনী সাধারণ ৪.০ অনুমতি।

এই গল্পটি গ্লোবাল ভয়েসের নাগরিক গণমাধ্যম মানমন্দির নিউজলেটার আন্ডারটোনসের অংশ। আন্ডারটোনসের সদস্য হোন

আন্ডারটোনসে আবারো স্বাগতম, এই সপ্তাহে আমরা ইসরায়েলকে কাঁপিয়ে দেওয়া রাজনৈতিক আখ্যানের সন্ধান করছি। আমি আপনার নিউজলেটার লেখিকা মেলিসা ভিদা নাগরিক গণমাধ্যম মানমন্দি্র টিমের সাথে কাজ করছি এবং আমাদের গবেষক কল্পিত “আনা” বেনামেই থাকবেন৷

ইসরায়েলকে প্রায়শই মধ্যপ্রাচ্যের একমাত্র গণতন্ত্র হিসেবে চিহ্নিত হলেও দ্রুত সেই ধারণা ভেঙে পড়ছে, আনা বলেছেন। দেশের ধর্মীয় অতি-ডানদের সাথে নেতানিয়াহুর নতুন জোট সরকার সর্বোচ্চ আদালতের ক্ষমতা সীমিত করার চেষ্টা করায় জানুয়ারি ২০২৩ থেকে সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বিক্ষোভকারীদের কাছে এই সংস্কারগুলি ইসরায়েলে গণতন্ত্রের সমাপ্তি ঘটাবে। তারা পরিবর্তনগুলি বাতিল করে “বিবি”কে (বেঞ্জামিন নেতানিয়াহুর অনানুষ্ঠানিক নাম) পদত্যাগ করতে বলছে। আনুষ্ঠানিক কোনো সংবিধান না থাকা এবং সরকার এক-কক্ষের সংসদ নেসেটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ন্ত্রণ করে বলে ইসরায়েলের ভারসাম্য ইতোমধ্যে তুলনামূলকভাবে দুর্বল।

ইসরায়েলে অতি-ডানপন্থীদের উত্থান

প্রতিষ্ঠার ৭৫ বছরের মধ্যে ইসরায়েলের বর্তমান সরকার সবচেয়ে ডানপন্থী ও ধর্মীয় জোট। বছরের পর বছর ধরে অস্থিতিশীল সরকার ও  স্বল্প-মেয়াদে নির্বাচনী ধারায় ২০২২ সালের নভেম্বরে নির্বাচনে জোটটি গঠিত হয়। বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ অন্য পাঁচটি রক্ষণশীল ও ইহুদি আধিপত্যবাদী দল: ইউনাইটেড তোরাহ ইহুদিবাদ, শাস, ধর্মীয় ইহুদিবাদী পার্টি, ওৎজমা এহুদিত ও নোয়ামের সাথে টেবিল ভাগাভাগি করেছে।

বিচার বিভাগীয় সংস্কারে একাধিক পরিবর্তন জড়িত। জুলাই মাসে সরকার “অত্যন্ত অযৌক্তিক” পরিগণিত আদালতের সরকারি সিদ্ধান্ত বাতিলের কর্তৃত্ব সীমিত করার একটি খসড়া আইন পাস করেছে। উপরন্তু, তারা অন্যান্য পরিবর্তনের পাশাপাশি সর্বোচ্চ আদালতের বিচারকদের নিয়োগের সময় রাজনীতিবিদদের আরো প্রভাবিত এবং মন্ত্রীদের আইনি পরামর্শ উপেক্ষা করার ক্ষমতা প্রদানের পরিকল্পনা করেছে।

তবে বিচার বিভাগীয় সংস্কারগুলি এমনিতেই ঘটছে না। এই বছর আইনিভাবে সংযুক্ত বিবেচিত পশ্চিম তীরের কর্মকাণ্ড সামরিক থেকে বেসামরিক শাসনে স্থানান্তরিত করা হয়। সরকার আরো ইসরায়েলি বসতি স্থাপনের চাপ বাড়িয়েছে, ধর্মীয় আদালত ও আইন প্রণয়নে আরো ক্ষমতা প্রদানের চেষ্টায় জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ইতামার বেন-গভিরের সরাসরি নিয়ন্ত্রণে একটি নতুন আধাসামরিক জাতীয় রক্ষীবাহিনী তৈরি করেছে।

আখ্যান

বিক্ষোভকারী পক্ষ: “ইসরায়েলের বর্তমান সরকার দেশকে একনায়কতন্ত্রে পরিণত করছে

ইহুদি জনগোষ্ঠীর নানা ধরনের লোক বিচার বিভাগীয় সংস্কারের সমালোচক। রাজনৈতিক বিরোধীদল (যেমন ইসরাইল বেইতিনুইয়েশ আতিদ দল) ছাড়াও ইসরায়েলের সেনাবাহিনীর শীর্ষকর্তা, সংরক্ষক, প্রাক্তন প্রধান বিচারপতি, ইসরায়েলি নোবেল পুরস্কার বিজয়ী এবং বিশেষ করে মূল্যবান প্রযুক্তি শিল্পের ব্যবসায়ী নেতারা বিরোধিতা করছে।

তেল আবিব একটি প্রধান হটস্পট হলেও রাস্তার বিক্ষোভকারীরা সারাদেশে সকল প্রজন্মে বিস্তৃত। তারা পুলিশের জলকামান ও গ্রেপ্তারের মুখোমুখি হচ্ছে। প্রতিবাদকারীদের একটি শক্তিশালী উপ-আখ্যান হলো, “নেতানিয়াহু বিচারিক সংস্কার বন্ধ না করা পর্যন্ত আমরা প্রতিবাদ করবো।”

এই বিক্ষোভগুলি ইসরায়েলি ইহুদি সমাজে ধর্মীয় ও ধর্মনিরপেক্ষতাবাদী আন্দোলনের মধ্যে বিভাজনের উপর আলোকপাত করে। নতুন সরকার বাজেট ও দেশে রক্ষণশীল ইহুদি জীবনের উপস্থিতির পাশাপাশি বিতর্কিত জমিতে বসতি বৃদ্ধির পরিকল্পনা করেছে। এই উত্তেজনার একটি উদাহরণ হলো জনসংখ্যার একটি বড় অংশের জন্যে বৈষম্যমূলক সাবাতের সম্মানে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ রাখা একটি সদ্য টানা ট্রামলাইনের বিরুদ্ধে জনগণের সাম্প্রতিক প্রতিবাদ।

প্রতিবাদকারীদের মূল বার্তা প্রকৃতিগতভাবে দেশপ্রেমমূলক, তারা ইসরায়েলকে ভালোবাসে এবং নেতানিয়াহুর “অভ্যুত্থান” থেকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে রক্ষা করতে চায়। স্বঘোষিত “ইহুদিবাদী নাগরিক” যুব কর্মী ওমরি রনেন একটি প্রকাশ্য বক্তৃতায় বলেছেন: “আমরা প্রতিষ্ঠাতা প্রজন্মের কাছ থেকে রূপার থালায় একটি দেশ পেয়েছি এবং এখন আমাদের দায়িত্ব পালন করা আমাদের কর্তব্য।”

জুলাই মাসে সরকারকে সংস্কারের প্রথম দফা সংস্কার পাস থেকে বিরত করার চেষ্টায় কয়েক হাজার বিক্ষোভকারী গ্রীষ্মের উত্তাপে তেল আবিব থেকে জেরুজালেম পর্যন্ত পাঁচ দিনের জন্যে ট্রেক করে। এটি ইসরায়েলি জনগণের অসন্তোষের সবচেয়ে আকর্ষণীয় প্রদর্শনী হলেও সরকার ছিল প্রতিক্রিয়াহীন।

কীভাবে এই আখ্যান অনলাইনে প্রদর্শিত

বিখ্যাত ইসরায়েলি রুশ-ভাষী সাংবাদিক ক্সেনিয়া সভেৎলোভা উদার দৃষ্টিভঙ্গি দিয়ে ইসরায়েলিদের মধ্যেকার সংহতির গভীরতা প্রদর্শনের একটি সুযোগ হিসেবে মিছিলটিকে ব্যবহার করেন।

বিক্ষোভকারীদের নিয়ে অনলাইনে প্রচারিত বিভ্রান্তির কথাও তুলে ধরে তিনি দাবি করেন: তারা “কয়েক শতাধিক পেনশনভোগী” বা মগজ ধোলাই করা জীবন্মৃত নয় যারা “ইলুমিনাতি” বা “লিজার্ড ম্যান” মেনে চলে।

এই আইটেমটির সম্পূর্ণ বিশ্লেষণ এখানে দেখুন।

ফিলিস্তিনি কন্ঠের কী হবে?

ফিলিস্তিনের দৃষ্টিকোণ থেকে সত্যিকার অর্থে কখনোই ইসরায়েলি গণতন্ত্র অস্তিত্বশীল ছিল না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরাইলকে একটি ‘বর্ণবাদী’ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে, যেখানে ফিলিস্তিনিরা পদ্ধতিগত বৈষম্য ও অধিকার বঞ্চনার সম্মুখীন।

ইসরায়েলি বিক্ষোভ আন্দোলন ও গণমাধ্যম কভারেজের একটি সাধারণ সমালোচনা হলো স্থানীয় ফিলিস্তিনি অঞ্চলগুলিতে ইসরায়েলি দখলদারিত্বের প্রতি তাদের প্রায়শই অবহেলা কারণে কারো কারো যুক্তিতে ইসরায়েলে চলমান দখলদারিত্বের পাশাপাশি প্রকৃত গণতন্ত্র সহাবস্থান করতে পারে না।

ইসরায়েলের জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব নাগরিকরা এই বিক্ষোভ থেকে বিরত রয়েছে।

ফিলিস্তিনি আইনজীবী ও রাজনৈতিক কর্মী রাজা শেহাদেহের মতে আইন প্রয়োগের অনুপস্থিতি ও অধিকৃত অঞ্চলে নিপীড়ন ইসরায়েলি জীবনধারা ও আইনের শাসনকে নষ্ট করে দেয়। সাপ হয়তো নিজের লেজই কামড়াচ্ছে।

“আমি মনে করি সাধারণভাবে ইসরায়েলিরা সচেতন নয় যে পশ্চিম তীর ও গাজা উপত্যকায় তাদের নিয়ন্ত্রণাধীন লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের জন্যে কোনো গণতন্ত্র ছাড়া ইসরায়েলে গণতন্ত্র থাকতে পারে না,” শেহাদেহ নিউ ইয়র্কারকে বলেছেন।

নেতানিয়াহুর উগ্র-ইহুদিবাদী সরকার বসতি স্থাপনকারীদের সহিংসতা ও স্থানচ্যুতি বৃদ্ধি পাওয়ায় প্রস্তাবিত বিচারিক সংস্কার ফিলিস্তিনিদের জন্যে উদ্বেগজনক কারণ একটি দুর্বল সর্বোচ্চ আদালত তাদের আইনি আশ্রয় গ্রহণের ক্ষমতা হ্রাস করে।

সরকার পক্ষ: “নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীরা রাষ্ট্রের শত্রু

একসময় প্রান্তসীমায় থাকা ইতামার বেন-গভিরের মতো রাজনীতিবিদরা এখন উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব বিস্তার  করছে এবং নেতানিয়াহু সরকারের নেতৃত্ব দিচ্ছে। বেন-গভিরের ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদ উস্কে দেওয়ার অপরাধ এবং চরমপন্থী ধর্মীয় ইহুদিবাদী মতাদর্শ সমর্থনকারী নিষিদ্ধঘোষিত কাচ পার্টির সাথে যোগসূত্রের মতো অপরাধমূলক রেকর্ড রয়েছে।

তাকে ২০২২ সালে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোনীত করে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বর্ডার পুলিশ বিভাগের তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিচারিক সংস্কারের সমর্থনে জোটের যুক্তি তারা আদালতকে ইসরায়েল রাষ্ট্রের তুলনায় সংখ্যালঘু অধিকারকে অগ্রাধিকার দেওয়া “বাম-ঝোঁক ও অভিজাত পক্ষপাত” প্রবণ মনে করে। তবে কার কারো অনুমান আদালতের ক্ষমতা সীমিত করা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দুর্নীতির অভিযোগ এড়ানোর সুবিধাজনক একটি উপায়।

নেতানিয়াহু তার জোটের আকাঙ্ক্ষার বিরোধিতা করলে সরকারের পতন হয়ে সম্ভাব্যভাবে আরেকটি দ্রুত নির্বাচনের সূত্রপাত হতে পারে। সরকারের সদস্যরা বিক্ষোভকারীদের জাতিকে অস্থিতিশীল করতে চাওয়া “সন্ত্রাসী” চিহ্নিত করে তাদের কঠোর শাস্তির দাবি করেছে।

সংস্কার পাস হলে ইসরায়েলের শক্তিশালী সেনাবাহিনীর মূল অঙ্গগুলি দায়িত্ব পালন না করার ঘোষণা দিলে একটি শক্তিশালী উপ-আখ্যানের উদ্ভব হয় – “ইসরায়েলে একটি অভ্যুত্থানে প্ররোচণা দিতে জনগণ বিক্ষোভ করছে।” হাজার হাজার সংরক্ষিত (প্রয়োজনের সময় সেনাবাহিনীকে শক্তিশালী করা সৈন্যদের স্থিতি) ও বিমান বাহিনীর সদস্যরা সংস্কারের সমালোচনা করেছে। এতে ইসরায়েলের শক্তিশালী সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়েছে।

প্রভাবশালী সরকারি সদস্যরা এই বর্ণনাটিও প্রচার করে যে এই বিক্ষোভগুলি ভিত্তিহীন ও “ইসরায়েলের শত্রুদের মদদপুষ্ট।” এই “শত্রু” বলতে বিভিন্ন ইসলামি দেশ (ইরান) এবং ইসলামিক গোষ্ঠীকে (হিজবুল্লাহ) নির্দেশ করতে বা কখনো কখনো যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যকোনো “সেমেটিকবিরোধী গোষ্ঠী”কেও বোঝাতে পারে।

এই আখ্যান যেভাবে অনলাইনে প্রদর্শিত

ইসরায়েলে বেশিরভাগ গণমাধ্যম বিক্ষোভকে সমর্থন করে। সরকার বিচার বিভাগীয় সংস্কারের প্রথম গুচ্ছ পাস করার পরের দিন ২৫ জুলাই সংবাদপত্রগুলি শোকের চিহ্ন হিসেবে কালো প্রথম পৃষ্ঠা প্রকাশ করে।

জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী বেন-গভির ফেসবুকে এগুলোর একটি ছবি পুনঃপ্রকাশ করে দাবি করেছেন কালো পৃষ্ঠাগুলি বিদেশী হস্তক্ষেপের প্রমাণ।

তার ক্যাপশনে বলা হয়েছে: “এটি ‘জনপ্রিয় প্রতিবাদ’-এর মতো নয়,” আর এই প্রথম পৃষ্ঠাগুলি “দেশকে ধ্বংস করার প্রচার চালানো বিদেশী সংস্থাগুলির কেনা।”

মন্তব্য বিভাগটি তাকে সমর্থন করে সেই সংবাদপত্রগুলি আর কখনো না কিনতে সম্মত হয়ে শুধু ডানপন্থীদের সমর্থনকারী “চ্যানেল ১৪” দেখার প্রতিশ্রুতি দেয়। এই আখ্যানগুলি কট্টরপন্থী সমর্থকদের একটি ঘাঁটির দিকে ধাবিত।

এই আইটেমটির সম্পূর্ণ বিশ্লেষণ এখানে দেখুন।

লেখা পর্যন্ত সর্বোচ্চ আদালত বিচার বিভাগীয় পরিবর্তন নিয়ে শুনানি চালাচ্ছে। আপাতত বিচারকরা কোন দিকে ঝুঁকবে তা কেউ জানে না।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .