
উগান্ডার নারীরা স্বাভাবিক সৌন্দর্যের অধিকারী হতে চান। থাকতে চান প্রকৃতির কাছাকাছি, শান্তিপূর্ণভাবে। ছবি তুলেছেন স্পেন্সার মনটেরো। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।
৮ মার্চ ২০১৭ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দিস ইজ উগান্ডা নামের একটি সংগঠন উগান্ডার নারীদের নিয়ে একটি প্রচারাভিযান পরিচালনা করে। প্রচারাভিযান কার্যক্রমের মূল উদ্দেশ্যে ছিল, উগান্ডার নারীদের দৈনন্দিন যাপনের চিত্র তুলে ধরা। প্রচারাভিযানের জন্য সংগঠনটি শিরানসউগান্ডা নামে একটি হ্যাশট্যাগও ব্যবহারে করে। প্রচারাভিযানে ৮৭ জন নারীকে তুলে ধরা হয়। এর মধ্যে দিয়ে উগান্ডার নারীদের বর্তমান অবস্থার সত্যিকারের চিত্র উঠে এসেছে।
দিস ইজ উগান্ডা সংগঠনটি উগান্ডার লেখকদের একটি প্লাটফর্ম। উগান্ডা এবং উগান্ডার অধিবাসীদের সম্পর্কে বহির্বিশ্বের মানুষদের যে ভুল ধারনা রয়েছে, সেটা ভাঙ্গতেই এই প্লাটফর্মটি কাজ করে থাকে।
উগান্ডার পরিসংখ্যান ব্যুরোর ২০১৪ সালের তথ্যমতে, দেশটির মোট জনসংখ্যার ৫১ শতাংশ-ই নারী। আবার দেশের মোট কর্মসংস্থানে পুরুষের প্রতিনিধিত্বের পরিমাণ অর্ধেকেরও কম ।
আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে উগান্ডার নারীদের যে চিত্র টুইটারের মাধ্যমে তুলে ধরা হয়েছে, সেগুলোর কয়েকটি নিচে দেয়া হলো।
দৈনন্দিনের ঝামেলা:
Here comes the Ugandan woman. 22 #SheRunsUG #WomensDay pic.twitter.com/uTci91CjnT
— This Is Uganda (@ThisIsUganda_) March 8, 2017
এই দেখুন, উগান্ডার নারীর প্রতিচ্ছবি! ২২ #শিরানসউগান্ডা #নারীদিবস
যারা প্রথা ভেঙ্গেছেন:
Here comes the Ugandan woman. 23 #SheRunsUG #WomensDay pic.twitter.com/W9BYJZ2iCI
— This Is Uganda (@ThisIsUganda_) March 8, 2017
এই দেখুন, উগান্ডার নারীর প্রতিচ্ছবি! ২৩ #শিরানসউগান্ডা #নারীদিবস
স্বাস্থ্য খাতে নারী:
Here comes the Ugandan woman. 18 (Photo by @phionapaige) #SheRunsUG #WomensDay pic.twitter.com/v2BxY1I1Ow
— This Is Uganda (@ThisIsUganda_) March 8, 2017
এই দেখুন, উগান্ডার নারীর প্রতিচ্ছবি! ১৮ #শিরানসউগান্ডা #নারীদিবস
উগান্ডার সংসদের বর্তমান স্পিকার রেবেকা কাদাগা। ২০১১ সালের মে মাসে উগান্ডার সংসদে প্রথম নারী স্পিকার নির্বাচিত হন। এরমধ্যে দিয়ে বাধার বড় একটি দেয়াল ভেঙ্গে পড়ে।
Here comes the Ugandan woman. 4 #SheRunsUG #WomensDay pic.twitter.com/i0ZDVkKArD
— This Is Uganda (@ThisIsUganda_) March 8, 2017
এই দেখুন, উগান্ডার নারীর প্রতিচ্ছবি! ৪ #শিরানসউগান্ডা #নারীদিবস
নাম তার ফিওনাহ মুটেছি। উগান্ডার সবচে’ বৃহত্তম বস্তিতে জন্ম নিয়েছিলেন। এখন তিনি উগান্ডার এক নম্বর দাবা খেলোয়াড়। তার জীবনের গল্প নিয়ে সিনেমা বানানো হয়েছে। তাও আবার হলিউডে। সিনেমার নাম দ্য কুইন অব ক্যাটওয়ে।
Here comes the Ugandan woman. 7 #SheRunsUG #WomensDay pic.twitter.com/iqTeeXyZwZ
— This Is Uganda (@ThisIsUganda_) March 8, 2017
এই দেখুন, উগান্ডার নারীর প্রতিচ্ছবি! ৭ #শিরানসউগান্ডা #নারীদিবস
শিক্ষক:
Here comes the Ugandan woman. 29 #SheRunsUG #WomensDay pic.twitter.com/JPqZs4nW2P
— This Is Uganda (@ThisIsUganda_) March 8, 2017
এই দেখুন, উগান্ডার নারীর প্রতিচ্ছবি! ২৯ #শিরানসউগান্ডা #নারীদিবস
মা:
Here comes the Ugandan woman. 39 (Photo by Seyhan Arik) #SheRunsUG #WomensDay pic.twitter.com/Uh71rNox83
— This Is Uganda (@ThisIsUganda_) March 8, 2017
এই দেখুন, উগান্ডার নারীর প্রতিচ্ছবি! ৩৯ #শিরানসউগান্ডা #নারীদিবস
Here comes the Ugandan woman. 44 (Photo by p.a.c.e onlus) #SheRunsUG #WomensDay pic.twitter.com/yq3J13WC94
— This Is Uganda (@ThisIsUganda_) March 8, 2017
এই দেখুন, উগান্ডার নারীর প্রতিচ্ছবি! ৪৪ #শিরানসউগান্ডা #নারীদিবস
পুলিশ কর্মকর্তা:
Here comes the Ugandan woman. 50 (Photo by Kibuubi Media) #SheRunsUG #WomensDay pic.twitter.com/bqkaoW4T9n
— This Is Uganda (@ThisIsUganda_) March 8, 2017
এই দেখুন, উগান্ডার নারীর প্রতিচ্ছবি! ৫০ #শিরানসউগান্ডা #নারীদিবস
ব্যক্তিতাবাদী:
Here comes the Ugandan woman. 42 (Photo by Prossy Babirye) SheRunsUG #WomensDay pic.twitter.com/AngsAfl3Il
— This Is Uganda (@ThisIsUganda_) March 8, 2017
এই দেখুন, উগান্ডার নারীর প্রতিচ্ছবি! ৪২ #শিরানসউগান্ডা #নারীদিবস
অকৃত্রিম সৌন্দর্য:
Here comes the Ugandan woman. 37 (Photo by Spencer Montero) #SheRunsUG #WomensDay pic.twitter.com/J4xS23zuJB
— This Is Uganda (@ThisIsUganda_) March 8, 2017
এই দেখুন, উগান্ডার নারীর প্রতিচ্ছবি! ৩৭ #শিরানসউগান্ডা #নারীদিবস
এবং যে নারী উগান্ডার পতাকাকে অনেক উর্ধ্বে তুলে ধরেছেন:
Here comes the Ugandan woman. 1 #SheRunsUG #WomensDay pic.twitter.com/utuPKhrkC8
— This Is Uganda (@ThisIsUganda_) March 8, 2017
এই দেখুন, উগান্ডার নারীর প্রতিচ্ছবি! ১ #শিরানসউগান্ডা #নারীদিবস