
টোগোর রাজধানী লোমে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ। ছবি: জাঁ সোভঁ। অনুমতিসহ ব্যবহৃত।
বৃহত্তর নাইজার-কঙ্গো ভাষা পরিবারের অন্তর্গত ইওয়ে ও কাবায়ে সাংবিধানিকভাবে মনোনীত টোগোর দুটি জাতীয় ভাষা। আপাতবিরোধী হলেও জেন বলে পরিচিত আরেকটি ভাষা মিনা দেশটির সবচেয়ে বেশি কথ্য ভাষা বলে প্রমাণিত।
অন্তত ৯০ লক্ষেরও বেশি জনসংখ্যার দেশ টোগোতে ৫০টিরও বেশি ভাষায় কথা বলা হলেও ১৯৭৫ সালে দুটি ভাষা দক্ষিণাঞ্চলে কথিত ইওয়ে এবং উত্তরাঞ্চলে কথিত কাবায়ে টোগোর জাতীয় ভাষা হিসেবে গৃহীত হয়। ঔপনিবেশিক ইতিহাসের কারণে ফরাসি ভাষাকে টোগোর সংবিধানে একটি সরকারি ভাষা হিসেবেও মনোনীত করা হয়।
দাসত্ব ও স্বাধীনতার অন্তর্বর্তী ১৪৭০ থেকে ১৯৬০ সালের মধ্যে ঔপনিবেশিক যুগ জুড়ে টোগোর দক্ষিণ উপকূলীয় এলাকাটি পর্তুগিজ বণিক এবং ব্যবসায়ীরা; জার্মান, ইংরেজি এবং ফরাসি অভিযাত্রীর মতো বিভিন্ন বিদেশী প্রভাবাধীন ছিল। এসব লোকের কথ্য বিভিন্ন ভাষা স্থানীয় ভাষা বিশেষভাবে ইওয়ের উপর যথেষ্ট প্রভাব ফেলে। এটি শেষ পর্যন্ত রাজধানী থেকে ৪৫ মিনিট দূরে দক্ষিণ-পূর্বের শহর আনেহোতে জনগণের কথ্য ভাষা মূল মিনার সাথে মিশে একটি ভাষার জন্ম দেয়। অন্তর্বর্তী ভাষায় পরিণত এই ভাষাটি অন্য ভাষাভাষীদের জন্যে শিখতে সহজ ছিল এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে যোগাযোগের সুবিধা তৈরি করে।
ইন্টারনেট ব্যবহারকারীদের মিনা পড়তে, লিখতে ও বলতে শেখানোর মঞ্চ মিনালিঙ্গো মিনা ও ইওয়েকে মিশিয়ে নতুন ভাষা মিওয়ে প্রস্তাব করেছে। ভাষাটির বিশ্লেষণে মঞ্চটি ব্যাখ্যা করেছে:
Si on me donnait l’autorité de nommer cette langue si imposante qui resserre les ficelles de l’union nationale, je l’appellerai le MIWE (miwé), car il est composé d’un grand pourcentage du vrai mina, un moyen degré d’éwé qui est férocement concurrencé par le français et un faible degré d’anglais, d’allemand et du portugais.
আমাকে জাতীয় ঐক্যের সুতোগুলিকে একত্রিত করা এই প্রভাবশালী ভাষাটির নাম দিতে বলা হলে আমি এটিকে এমআইডাব্লিউই (মিওয়ে) বলবো, কারণ এটি সত্যিকারের মিনার একটি বড় অংশসহ গড় পরিমাণ ফরাসির সাথে তীব্র প্রতিযোগিতারত সামান্য ইংরেজি, জার্মান ও পর্তুগিজ ভাষা সম্বলিত ইওয়ে নিয়ে গঠিত।
বিশ্লেষণের লেখক আসলে দেশে সবচেয়ে বেশি কথ্যএই ভাষার নথি না থাকার জন্যে দুঃখ প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন:
Ce qui me tracasse, ce n’est guère la fausse identification du dialecte (MIWE) au mina, mais plutôt la quasi absence de documentation et de recherche concernant ce dernier.
মিনার সাথে উপভাষার (মিওয়ে) মিথ্যা সনাক্তকরণের চেয়ে বরং পরবর্তী বিষয়ে নথি ও গবেষণার ভার্চুয়াল অনুপস্থিতি আমাকে বেশি বিরক্ত করে।
ভাষাটির সরকারি স্বীকৃতির জন্যে অপেক্ষা করার সময়, ২০২৩ সালে নির্মিত টোগোর একটি ওয়েব ধারাবাহিক টোগোতে খুব জনপ্রিয় এই ভাষাটিকে প্রচার করছে।
গণঅর্থের মাধ্যমে জুলিও টেকো পরিচালিত ও অ্যাঞ্জেলা আকুয়েরেবুরু রাবেটেল প্রযোজিত আহোয়ে (মিনা ভাষায় “দেশ”) নামের ওয়েব ধারাবাহিকটির অর্থায়ন করা হয়। স্থানীয় ভাষা ছাড়াও এটি পশ্চিম থেকে দেশে ফেরা টোগোবাসীর মুখোমুখি হওয়া বাস্তবতার কথাও তুলে ধরেছে। ফরাসি টেলিভিশন নেটওয়ার্ক ফ্রান্স২৪ ধারাবাহিকটির একটি সংবাদ প্রতিবেদন করেছে:
এই ১০-পর্বের ধারাবাহিকটিতে দুর্নীতি, বিশ্বাসঘাতকতা ও বেকারত্বের মতো বিষয়গুলিকে মোকাবেলা করে৷ প্রথম পর্বটি নিচে দেখানো হলো। বাকি পর্বগুলো দেখা যাবে ধারাবাহিকটির ইউটিউব চ্যানেলে।
সামাজিক গণমাধ্যম ব্যবহারকারীরা ওয়েব সিরিজের প্রযোজনা দলের প্রশংসা ও তাদের চালিয়ে যেতে উৎসাহিত করে মন্তব্য করেছে। এক্সে (আগের টুইটার) কিছু প্রতিক্রিয়া প্রতিবন্ধী ব্যক্তিদের কলঙ্কিতকরণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির ধারাবাহিকটির উপর দৃষ্টি নিবদ্ধ করে। এক্স ব্যবহারকারী মাওউসি কমলান ল্যাবের কথা হলো:
#Aris a rendu par son intervention justice à #Adjo et réaffirmé aux autres ces compétences.
Merci à @ahoewebserie pour ce message fort d'inclusion, de reconnaissance et de lutte contre la discrimination des personnes handicapées en milieu de travail. https://t.co/cSx9R45IM5
— MAWOUSSI Komlan Laba (@MawoussiL) January 14, 2024
#এরিস তার হস্তক্ষেপের মাধ্যমে #আজো’র প্রতি ন্যায়বিচার এবং অন্যদের কাছে এই দক্ষতাগুলি পুনঃনিশ্চিত করেছে।
কর্মক্ষেত্রে অক্ষম ব্যক্তিদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে অন্তর্ভুক্তির স্বীকৃতি এবং লড়াইয়ের এই শক্তিশালী বার্তার জন্যে @আহোয়েধারাবাহিককে ধন্যবাদ।
ওয়েব ধারাবাহিকের নতুন পর্ব তৈরিতে অর্থায়নের জন্যে আহোয়ে দল একটি নতুন গণঅর্থের আবেদন শুরু করে কমপক্ষে ২০ কোটি সিএফএ ফ্রাঙ্ক (প্রায় ৩.৬২ কোটি টাকা) সংগ্রহ করতে চাইছে। লেখার সময়, গণঅর্থের সাইটটি দলটির ইতোমধ্যে ১.২ কোটিরও বেশি সিএফএ ফ্রাঙ্ক সংগ্রহের ইঙ্গিত দিয়েছে:
Objectif : 200 millions FCFA ⚡
À ce jour :
💰 Site: 12 250 410 FCFA
💰 Tmoney : 502 361 FCFA
💰 Flooz : 126 563 FCFAMerci du fond du cœur à tous nos contributeurs ! 🙌
Pour soutenir Ahoé : https://t.co/T3sbjD2EAb T-money : 70 50 00 00 Flooz : 96 01 01 96 pic.twitter.com/3W8lxij5Kj
— AHOÉ | La web-série (@ahoewebserie) February 12, 2024
লক্ষ্য: ২০ কোটি সিএফএ ফ্রাঙ্ক ⚡
আজ পর্যন্ত সংগৃহীত:
💰 সাইট: ১,২২,৫০,৪১০ সিএফএ ফ্রাঙ্ক (প্রায় ২২,২৫,৬১৫ টাকা)
💰 টিঅর্থ: ৫,০২,৩৬১ সিএফএ ফ্রাঙ্ক (প্রায় ৯১,২৬৭ টাকা)
💰 ফ্লুজ: ১,২৬,৫৬৩ সিএফএ ফ্রাঙ্ক (প্রায় ২২,৯৯৩ টাকা)সকল দাতাদের আমাদের হৃদয়ের অন্তস্থল ধন্যবাদ! 🙌
লেখার সময় পর্যন্ত ওয়েব ধারাবাহিক আহয়ের ১০টি পর্ব ইউটিউবে সম্মিলিতভাবে ৪৫ লক্ষ ভিউ পেয়েছে।