নাইজেরীয়রা কেন প্রতিদিন মুদ্রাস্ফীতি, আয় হ্রাস ও ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার চ্যালেঞ্জের মুখে

রাষ্ট্রপতি বোলা আহমেদ তিনুবু। ছবি: এরাইজনিউজ, অনুমতিসহ ব্যবহৃত।

লিখেছেন আব্দুলরশিদ ফাদিপে

নজিরবিহীন মুদ্রাস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন ও ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার মুখে ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিক থেকে লক্ষ লক্ষ নাইজেরীয় অশান্তিতে রয়েছে। পণ্য ও খাবারের দাম মারাত্মকভাবে বেড়েছে।

মার্কিন ডলারের বিপরীতে নাইজেরিয়ার মুদ্রা নায়রার অবমূল্যায়ন হচ্ছে। গত ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত ডলার প্রতি ১,৬০০ নায়রা (০.০৭৫টাকা) লেনদেন হচ্ছে। এই পরিস্থিতি লক্ষ লক্ষ নাগরিকের জীবনযাত্রার মানকে ব্যাপকভাবে হ্রাস করে তাদের হতাশার দিকে ঠেলে দিয়েছে।

নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা আহমেদ তিনুবু ২০২৩ সালের মে মাসে দায়িত্ব গ্রহণের পরপরই, জ্বালানি ভর্তুকি সরিয়ে অন্যান্য বৈশ্বিক মুদ্রার বিপরীতে নায়রা ভাসিয়ে দেন। এসব নীতি সংস্কার অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বাড়াতে ভূমিকা রেখেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তারপর থেকে, সারা দেশে পেট্রোলের দাম প্রতি লিটার ২০০ নায়রা (১৫ টাকা) থেকে তিনগুণ বেড়ে প্রায় ৬০০ নায়রা (৪৫ টাকা)) প্রতি লিটার হয়েছে। এটি পণ্য ও পরিষেবার সাধারণ মূল্যকে ক্রমাগত বৃদ্ধির দিকে পরিচালিত করেছে।

মূল্যস্ফীতির এই চাপের মধ্যে সারাদেশে মুক্তিপণের জন্যে গণঅপহরণ ও অপহরণের ঘটনা বেড়েই চলেছে।

গত মাসে একদল অপহরণকারী নাইজেরিয়ার কেন্দ্রীয় রাজধানীর (এফসিটি) বাওয়ারি অঞ্চল পর্ষদের আবুজা সাগওয়ারি এস্টেট আক্রমণ করে ১০ জন বাসিন্দাকে অপহরণ করে। প্রাথমিক সময়সীমায় মুক্তিপণ না দেওয়ায় অপহরণকারীরা আটকদের মধ্যে তিনজনকে হত্যা করে। মুক্তিপণ দেওয়ার পর বাকি সাতজনকে ছেড়ে দেয়।

জানুয়ারির শেষের দিকে সন্দেহভাজন অপহরণকারী বন্দুকধারীরা, একিতি রাজ্যের তিনটি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী শাসকদের অপহরণের চেষ্টা করে। আরা-ইকিতির রাজা ওবা আদেবায়ো ফাতোবা আক্রমণ থেকে রক্ষা পেলেও অন্য দুই রাজা নিহত হয়। এছাড়াও জানুয়ারি মাসে, নাইজেরিয়ার একিতি রাজ্যের এমুরে-একিতিতে অ্যাপোস্টলিক ফেইথ গ্রুপ অব স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ও তিনজন কর্মী অপহৃত হওয়ার পর ৪ ফেব্রুয়ারি মুক্তি পায়।

আন্তর্জাতিক অনুসন্ধানী প্রতিবেদন কেন্দ্রের একটি সংবাদ প্রতিবেদন অনুসারে, ১ ডিসেম্বর, ২০২৩ থেকে ৩ জানুয়ারি, ২০২৪-এর মধ্যে ৩৮০ জনেরও বেশি লোককে অপহরণ করা হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়ার পরিচালক, ইসাহ সানুসি ১৫ জানুয়ারি সমস্যাটির প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “আমরা এখন অপহরণের মহামারীর মুখোমুখি। নাইজেরিয়ার লোকেরা এখন ছুরির ফলার উপরে বসে আছে। ” তিনি বলেছেন ” সশস্ত্র গোষ্ঠীগুলি দেশের গলা চেপে ধরে থাকায়”  নিয়মিত অপহরণের ফলে ব্যাপক নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে। তিনি কর্তৃপক্ষকে “অবিলম্বে অপহরণের এই জোয়ার বন্ধের আহ্বান জানিয়েছেন।”

প্রতিশোধের ভয়ে অনেক পরিবার মুক্তিপণ দেওয়ার পরেও অপহরণের ঘটনা না জানানোর ফলে, অনেক ঘটনা নথিভুক্ত নয় জানিয়ে সানুসি বলেছেন, “অপহরণের বর্তমান মহামারীটি নাইজেরীয় কর্তৃপক্ষের কার্যকরভাবে জীবন রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থতাকে তুলে ধরে।”

কিছু বিক্ষুব্ধ নাগরিক দেশে ক্রমবর্ধমান ব্যয় ও ব্যাপক নিরাপত্তাহীনতার জন্যে বিক্ষোভ করেছে।

আবুজায় ১৭ জানুয়ারি মধ্য-বন্ধনী যুব ফোরামের সদস্যরা কেন্দ্রীয় রাজধানীতে অপহরণের ক্রমবর্ধমান ঘটনা ও দেশের বিভিন্ন অংশের মারাত্মক নিরাপত্তাহীনতার প্রতিবাদ করেছে। নাইজার রাজ্যের মিনাতে ৫ ফেব্রুয়ারি একদল নারী ও যুবক ক্রমবর্ধমান ক্ষুধা ও জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদ করেছে। আকুরেস্থ কেন্দ্রীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৯ ফেব্রুয়ারি শিক্ষার্থী সম্প্রদায়ের জন্যে ধ্বংসাত্মক লাগাতার ডাকাতি হামলার প্রতিবাদ জানিয়েছে

এর আগের দিন ৮ ফেব্রুয়ারি জ্বালানি ভর্তুকি অপসারণের পরে ২ অক্টোবর, ২০২৩-এ উপনীত চুক্তিগুলি বাস্তবায়নে ব্যর্থতার জন্যে নাইজেরীয় শ্রমিক কংগ্রেস এবং ট্রেড ইউনিয়ন কংগ্রেস সরকারকে ১৪দিনের দেশব্যাপী ধর্মঘটের নোটিশ দিয়েছে

গ্লোবাল ভয়েসের সাথে বুধবার একটি হোয়াটসঅ্যাপ কথোপকথনে প্রতিক্রিয়া জানিয়ে, আবুজাতে কর্মরত জাতীয় যুব পরিষেবা কোরের (এনওয়াইএসসি) সদস্য উমাসোয়ে ইগওয়ে বর্ণনা করেছেন পরিস্থিতি কীভাবে তার দৈনন্দিন জীবন ও কাজকে প্রভাবিত করেছে: “এনওয়াইএসসি’র একটি কোম্পানিতে একজন শিক্ষানবিশ হিসেবে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সত্যিই দৈনন্দিন জীবনে আমারজীবন, কাজ, ও প্রিয়জনের সাথে সম্পর্কের উপর প্রভাব ফেলেছে। পরিবহন ভাড়া বেশি হওয়ায় আমি প্রতিদিন কাজে যেতে পারছি না। প্রতিদিন কাজে যেতে হলে আমার আয়ের অর্ধেকের বেশি ব্যয় করতে হবে। আমি আমার পরিবারকে দেখতে যেতে পারি না। ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার কারণে আমাকে সড়ক পথে যাওয়ার আগে দুবার ভাবতে হয়। এর ফলে পরিবারকে দেখভাল করা আমার পক্ষে কঠিন হয়ে পড়েছে। খাদ্যবস্তুর দামও অনেক বেশি। এই সপ্তাহে আপনি বাজারে ১,৫০০ নায়রা মূল্যে যে খাদ্য আইটেম কিনছেন; পরের সপ্তাহে তার দাম বাড়বে। আমি পরিস্থিতি ভাল হওয়ার আশা করছি।”

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমের শহর ইবাদানে বসবাসকারী একজন শিক্ষক ওয়েলে আদেকোলা এই সংকটের কারণে হতাশার কথা বলেছেন। একটি ইমেল সাক্ষাৎকারে তিনি সরকারের প্রতিক্রিয়া নিয়ে তার অসন্তোষ প্রকাশ করেছেন: “আমি ব্যক্তিগতভাবে বলবো নাইজেরিয়ায় জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় আমার স্বাস্থ্যকর জীবনযাপনের লক্ষ্যগুলিকে প্রভাবিত করেছে, কারণ এতে আয়ের উৎসকে বহুগুণ বাড়াতে হবে। অন্তত শুধু নিজের ও পিতামাতার জন্যে হলেও। এই বাস্তবতা আমার দৈনন্দিন রুটিন থেকে বিশ্রামের সময়সূচী বাদ না গেলেও কমে যাওয়ার ফলে কিছুটা স্বাস্থ্যের অবনতি ঘটেছে। আর নিরাপত্তাহীনতা বিবেচনায় আমি বেশিক্ষণ বাইরে থাকা এড়িয়ে যাই এবং বাড়ি থেকেই বেশি কাজ করি।”

নাইজেরীয়দের কষ্ট কমানোর জন্যে রাষ্ট্রপতি বোলা আহমেদ তিনুবু ৮ ফেব্রুয়ারি কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয়কে জনগণকে অবিলম্বে ৪২,০০০ মেট্রিক টন খাদ্য সামগ্রী দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গত বছর ১ অক্টোবর স্বাধীনতা দিবস উদযাপনের সময় রাষ্ট্রপতি তিনুবু তার বক্তৃতায় নাইজেরীয়দের ভর্তুকি অপসারণের কারণে সৃষ্ট কষ্ট সহ্য করার আহ্বান জানিয়ে বলেছেন, “আমি আশা করি আজকের অসুবিধাগুলি আর থাকবে না। তবে আমাদের ভবিষ্যতের ভালো দিকে পৌঁছতে হলে আমাদের সহ্য করতে হবে।”

অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি খারাপ হতে থাকায় নাইজেরীয়দের প্রশ্ন, পরিস্থিতি ভাল না হওয়া পর্যন্ত তাদের আরো কতোদিন সহ্য করতে হবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .