প্রতিবাদ করায় ফিলিস্তিনি লেখিকা রান্দা জারারকে পেন আমেরিকা অনুষ্ঠান থেকে বল্পূর্বক বহিস্কার

দানিয়েল হোসে ওল্ডারের ছবি। এটি গাজায় শহীদ ১৩ জন লেখকের নাম উল্লেখ করে প্রতিবাদ করার জন্যে রান্ডা জারারকে অনুষ্ঠান থেকে টেনে বের করার চিত্র তুলে ধরেছে। চিত্রের শীর্ষে নামের তালিকাটি স্পষ্টভাবে প্রদর্শিত। অনুমতিসহ ব্যবহৃত।

একটি বিষয়বস্তু অংশীদারিত্ব চুক্তির অংশ হিসেবে মূলত ২ ফেব্রুয়ারি, ২০২৪ নতুন আরবে প্রকাশিত এই নিবন্ধের একটি সম্পাদিত সংস্করণ গ্লোবাল ভয়েসসে পুনঃপ্রকাশিত হয়েছে।

বাকস্বাধীনতার জন্যে নিবেদিত সংস্থা পেন আমেরিকা সুপরিচিত ইহুদিবাদী ব্যক্তিত্বকে মঞ্চ প্রদান করা একটি অনুষ্ঠানে বিঘ্ন ঘটালে ফিলিস্তিনি-মার্কিন লেখিকা রান্দা জারারকে বের করে দেয়

ঝুঁকিপূর্ণ লেখক ও সাংবাদিকদের রক্ষার দিকে মনোযোগ দেওয়া সত্ত্বেও, ১০০+ দেশে বিস্তৃত পেন আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ হিসেবে পেন আমেরিকা ৭ অক্টোবর থেকে গাজায় ১৩০ জনেরও বেশি শব্দশিল্পীকে হত্যা স্বীকার করতে ব্যর্থ হয়েছে।

অতি সম্প্রতি সংস্থাটি স্বঘোষিত ইহুদিবাদী ও যুদ্ধবিরতি বিরোধী মায়িয়াম বেইলিককে লস অ্যাঞ্জেলেসের পেন আউট লাউড অনুষ্ঠানে কৌতুক অভিনেতা মোশে কাসেরের নতুন স্মৃতিকথা সম্পর্কে তার সাথে একটি কথোপকথনের আয়োজনের জন্যে আমন্ত্রণ জানিয়েছে। বেইলিক তার  ১,১৩৯ জন ইসরায়েলির সাথে ৭০ শতাংশ নারী ও শিশু মিলিয়ে ২৭,৮৪০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা গাজার যুদ্ধকে তুচ্ছ করা সামাজিক গণমাধ্যম পোস্টের জন্যে “তীব্র” সমালোচিত। বেইলিকের পোস্টটির প্রতি সাংবাদিক ডেভিড এহরলিচের মন্তব্য: “এই বা যেকোনো ওয়েবসাইটে আমার দেখা সত্যিকারের সবচেয়ে অযৌক্তিক কোনো কিছু ***।”

পেন আমেরিকার সিদ্ধান্ত সাহিত্যিক সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের জন্ম দিলে দু’জন বিশিষ্ট লেখক অনুষ্ঠানের আগে সংগঠনের সাথে সম্পর্ক ছিন্ন করে। জাতীয় গ্রন্থ পুরস্কারের চূড়ান্ত পর্বের অ্যাঞ্জেলা ফ্লোরনয় এবং ও. হেনরি পুরস্কার বিজয়ী ক্যাথলিন অ্যালকট উভয়েই বেইলিকের জড়িত থাকার প্রতিক্রিয়ায় তাদের সমর্থন প্রত্যাহার করে নেন।

বিতর্ক সত্ত্বেও সংগঠনটি অনুষ্ঠান চালিয়ে গেছে।

পেন আউট লাউড অনুষ্ঠানে অংশ নেওয়া লেখিকা রান্দা জারারসহ গাজা যুদ্ধবিরোধী লেখকবৃন্দের (ওয়াওগ) সাথে যুক্ত ছয়জন লেখক লাউডস্পিকার ব্যবহার করে ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হাতে নিহত ১৩ জন লেখক ও কবির নাম বাজিয়ে অনুষ্ঠানটি ব্যাহত করে বেইলিককে মঞ্চ প্রদানে আপত্তি জানায়।

প্রতিবাদকারীদের স্থানত্যাগ করতে বলার পর জারার তা অস্বীকার করলে তাকে অনুষ্ঠান থেকে টেনে বের করা হয়। ভিডিও ফুটেজে ঘটনাটি ধরা পড়লে তা সামাজিক গণমাধ্যমে চাউর হয়। ভিডিওতে চেয়ারে বসে থাকা জারারকে অনুষ্ঠান থেকে জোর করে টেনে নিয়ে যেতে দেখা যায়।

অনুষ্ঠানের পরে অনুষ্ঠান চালিয়ে যেতে প্রতিবাদকারীদের সরিয়ে দেওয়ার জন্যে পেন আমেরিকা একটি বিবৃতি জারি করে তাদের “দুঃখ” প্রকাশ করলেও সংগঠনটি এখনো অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত সেই ১৩ জন লেখকসহ ১২২ সাংবাদিক১০০ শিক্ষাবিদ সম্পর্কে প্রকাশ্য বিবৃতি দেয়নি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .