ব্রিটিশ সাংবাদিক মিরিয়াম ফ্রাঁসোয়া হুথিদের বোমা হামলা ও লোহিত সাগরের সংঘাতের বিষয়ে পাল্টা আঘাত করেছেন

স্কাই নিউজে তার সাক্ষাৎকারে ব্রিটিশ সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা ও লেখিকা মিরিয়াম ফ্রাঁসোয়া। টুইটে স্কাই নিউজের একটি ভিডিও থেকে গৃহীত পর্দাছবি। ন্যায্য ব্যবহার।

মূলত ২৪ জানুয়ারি, ২০২৪ নিউ আরবে প্রকাশিত এই নিবন্ধটির একটি সম্পাদিত সংস্করণ একটি বিষয়বস্তু অংশীদারিত্ব চুক্তির অংশ হিসেবে গ্লোবাল ভয়েসসে পুনঃপ্রকাশিত হয়েছে।

স্কাই নিউজে হুথিদের বোমা হামলার বিষয়ে জিজ্ঞাসিত একটি প্রশ্নের “পাগলাটে” ভিত্তির সমালোচনা করে বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক ও তথ্যচিত্র নির্মাতা মিরিয়াম ফ্রাঁসোয়ার একটি ভিডিও ক্লিপ সামাজিক গণমাধ্যমে চাউর হয়েছে।

ইয়ালদা হাকিমের সাথে টেলিভিশন অনুষ্ঠান “দ্য ওয়ার্ল্ড” এর অতিথি হিসাবে নেটওয়ার্কে উপস্থিত হয়ে ফ্রাঁসোয়া ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক পদক্ষেপের একটি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি প্রদান করেছেন। এই কর্মকাণ্ডের পেছনের যুক্তিকে চ্যালেঞ্জ করে, তিনি ইয়েমেনের মানবিক সংকটবিশ্বের অন্যতম দরিদ্র দেশে সামরিক হস্তক্ষেপের প্রভাবের ওপর জোর দেন।

ফ্রাঁসোয়া এছাড়াও এই বোমা হামলার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে বেসামরিক নাগরিকদের দুর্ভোগের কথা তুলে ধরেন। অনুষ্ঠানের  অন্য অতিথি ছিলেন এই অঞ্চলের অর্থনৈতিক প্রভাব ও কৌশলগত গুরুত্বের উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি বিপরীত দৃষ্টিভঙ্গি উপস্থাপনকারী  মার্কিন-ব্রিটিশ লেখক বিল ব্রাউডার

ফ্রাঁসোয়ার মন্তব্যটি মানবিক উদ্বেগের সাথে ভূ-রাজনৈতিক স্বার্থের ভারসাম্য বজায় রেখে সংঘাতের জটিল গতিশীলতার ওপর জোর দিয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .