
বামে অলিম্পিকের জন্য নকশাকৃত ইরানের নতুন ইউনিফর্ম। দেশটির অলিম্পিক কমিটি এই ছবি প্রকাশ করেছে। ডান দিকে রয়েছে অলিম্পিকের জন্য ইরানের নির্ধারিত পুরনো ইউনিফর্ম।
ইরানের ক্রীড়াবিদেরা অলিম্পিক গেমস এর জন্য প্রস্তুতি নেওয়ায় দলের জন্য নির্ধারিত ইউনিফর্ম জনসাধারণের সুবিবেচনায় এসেছে। নতুন এই ইউনিফর্ম উন্মোচিত হওয়ার পর অভিযোগের বন্যা বয়ে যাচ্ছে। কেননা এটি তাড়াহুড়া করে তৈরি করা অথবা কোন মতে নকশা করা একটি স্কুল ইউনিফর্মের মত দেখাচ্ছে। এমনকি একজন জনপ্রিয় ইরানি উপস্থাপক এই ইউনিফর্মটিকে পেন্সিলের দাগ মোছার রবারের মতো দেখতে বলে লক্ষ করেছেন।
আর তাই ইউনিফর্মের এই নকশা পরিবর্তন করতে একজন নতুন ডিজাইনারকে কাজ দেয়া হয়। কিন্তু ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা তাতেও সন্তুষ্ট নন। অনেকের কাছে ইউনিফর্মটিকে এখন একটি রবার অথবা একটি পিৎজার মত দেখাচ্ছে।
নীল এবং কমলা রঙ এর মূল ইউনিফর্মের নকশা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা বিভিন্ন প্রতিক্রিয়া নীচের ভিডিওটিতে তুলে ধরা হয়েছে। নৃশংস জঙ্গি গ্রুপ আইএসআইএস এর পতাকার ছবি দিয়ে ভিডিও ক্লিপটি শুরু হয়েছে এবং ধারাভাষ্যকার বলছেনঃ
দায়েশ [আইএসআইএস] ইরানের অলম্পিক ইউনিফর্মের দায়ভার স্বীকার করে নিয়েছে।
https://youtu.be/KE0KV4Nm7GE
ধারাভাষ্যকার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের বিভিন্ন মন্তব্য উদ্ধৃতি দিয়েছেন।
ইউনিফর্মটি এমনকি একটি স্কুল ইউনিফর্মের মতো যত্ন নিয়েও তৈরি করা হয়নি… এমনকি আমি রাস্তার কোণায় দোকানে দই কিনতে গেলেও এমন একটি পোশাক পড়ে যাব না… এমনকি এটি কাউকে দান করারও উপযুক্ত নয়।
ভিডিওটিতে ইরানের হাসির অনুষ্ঠানের একজন উপস্থাপক রামবোদ জাভানের একটি জনপ্রিয় ইন্সটাগ্রাম পোস্টের উদ্ধৃতি দেওয়া হয়েছে। পোস্টটিতে তিনি ইউনিফর্মটিকে একটি পেলিকান রবারের পাশে রেখেছেন। ফলাফল কি দেখাচ্ছে? আপনি নিজেই তা দেখতে পারেনঃ

“আমি আমাদের অলিম্পিক দলের ধৈর্য এবং সহনশীলতা কামনা করছি… আসলেই, এই নকশাটি পছন্দ করার জন্য কর্তৃপক্ষকে মাশআল্লাহ জানাচ্ছি। আমাদের ক্রীড়াবিদদের কঠোর পরিশ্রম এবং সকল প্রশিক্ষণ…আর এরপর তাদেরকে এই বেশে অলিম্পিকে পাঠানো হচ্ছে?” ইরানের হাসির অনুষ্ঠানের একজন উপস্থাপক রামবোদ জাভান তাঁর ইন্সটাগ্রাম পোস্টে পেলিকান রবারের পাশে ইউনিফর্মটিকে দেখিয়েছেন।
বিরক্তিকর এই ইউনিফর্মটিকে নিয়ে সামগ্রিক অবজ্ঞার পর একজন নতুন পোশাক ডিজাইনার কামরান বখতিয়ারিকে পোশাকটি ফিটফাট করার দায়িত্ব দেয়া হয়েছে। আর ইরানের অলিম্পিক কমিটি নতুন করে গড়া পোশাকটির আরেকটি সংস্করণ টুইটারে ঘোষণা করেছেঃ
لباسهای کاروان #المپیک بر تن #احسان_روزبهانی و #مهسا_جاور pic.twitter.com/wUG1HzRJo0
— Iran Olympic (@Olympic_ir) July 28, 2016
#এহসান_রোউজবাহনি এবং #মাহসা_জাভার পরিহিত অলিম্পিক ইউনিফর্ম।
তবে নতুন পোশাকটিও অনেক সমালোচনার মুখে পড়েছে। ইরানি ব্যঙ্গ-রচয়িতা কিওমারস মারজবান নতুন ইউনিফর্মটিকে ইটালিয়ান খাবারের সাথে তুলনা করেছেনঃ
از #لباس جدید #المپیک رونمایی شد | حالا پیتزا چی میل دارید؟ pic.twitter.com/3C91MJMLJX
— Kioomars Marzban (@kiamarzban) July 28, 2016
নতুন অলিম্পিক ইউনিফর্মটি অবমুক্ত করা হয়েছে। এখন আপনার কোন ধরনের পিৎজা খেতে ইচ্ছে করছে?
ইন্সটাগ্রাম ব্যবহারকারী লেডি আতি শিশুসুলভ কার্টুন চরিত্র হিসেবে কল্পনা করে কোন ইউনিফর্মটিকে প্রাধান্য দেয়া যায়, তাঁর অনুসারীদের সে আহ্বান জানিয়েছেনঃ

ক্যাপশনটি হচ্ছেঃ “#কামরান_বখতিয়ারির_নকশা_করা_অলিম্পিক_ইউনিফর্মের_জন্য_মতামতঃ অলিম্পিক দলটি একটি ভোটের মাধ্যমে অলিম্পিক কমিটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। চলুন দেখি কোন নকশাটি বেছে নেয়া হয়। প্রথমে তৈরি করা অলিম্পিক ইউনিফর্ম, নাকি জনাব বখতিয়ারির নকশা করা ইউনিফর্ম। আমি নিজে প্রথমটি পছন্দ করছি, আপনি? ১ নম্বর অথবা ২?”
মুল নকশাকারী মেহনাজ আরমিন অবশেষে তাঁর নকশা নিয়ে “অপব্যবহারকারীদের” নিয়ে তাঁর নীরবতা ভাঙলেন। ইন্সটাগ্রাম ব্যবহারকারী এনায়েতিআলিরেজা তাঁর মন্তব্যের একটি স্ক্রিন ছবি পোস্ট করেছেন।
এতে আরমিন দাবি করেছেন যে অলিম্পিক কমিটি খরচ কমানোর জন্য তাঁর ডিজাইনটি বদলে ফেলেছে। তিনি লিখেছেন প্রকল্পটি তাঁর কাছ থেকে নিয়ে নেয়া হয় এবং একজন তরুণ এবং অনভিজ্ঞ ডিজাইনারকে দেয়া হয়। এরপর থেকে আরমিনের এ্যাকাউন্টটি অফলাইন দেখাচ্ছে।
এনায়েতিআলিরেজা লিখেছেনঃ “ব্যাপারটিতে একজন পেশাদার ডিজাইনারের দগ্ধ হওয়ার গন্ধ পাচ্ছি – এমন কেউ যার কোন দুর্নীতির কলঙ্ক নেই…”
অবশেষে টুইটার ব্যবহারকারী @আঘাজুন তাঁর টুইটে নতুন নকশাটিকে উপহাস করে তীব্রভাবে ব্যঙ্গ করে একটি শিশুকে তরমুজ পরিহিত অবস্থায় তুলে ধরেছেন।
#کامران_بختیاری نوشت که #لباس_المپیک اصلاح شده. طرح جدید اینه. دیگه کسی ایراد نگیره که آرامش ورزشکارا به هم نخوره. pic.twitter.com/RC9DaBq2YT
— آلِن (@Aghaajoon) July 28, 2016
#কামরান_বখতিয়ারির ঘোষণা দিয়েছেন যে অলিম্পিক ইউনিফর্মটি পুনরায় বদল করা হয়েছে। এখানে নতুন নকশা দেয়া হল। এবার নিশ্চয় আর কোন অভিযোগ থাকবে না – আমরা আমাদের ক্রীড়াবিদদের মনঃক্ষুণ্ণ করতে চাই না।
এই গল্পটি সম্পর্কে আরও কিছু জানতে ইরানওয়ার এবং বিবিসি তে দেয়া কভারেজগুলো দেখতে পারেন।