‘গিরগিটি কোথায়?’ ক্যারিবীয়রা কেন তাদের প্রতি মুদ্ধ

frog

These little creatures have different meanings in other cultures. Ancient Romans believed that the lizard symbolized death and resurrection, because it sleeps during winter and reawakens in Spring.

For the Greeks and Egyptians, the lizard represented divine wisdom and good fortune.

অন্যান্য সংস্কৃতিতে এই ছোট ছোট প্রাণীগুলোর ভিন্ন ভিন্ন মানে আছে। প্রাচীন রোমীয়রা গিরগিটিকে মৃত্যু এবং পুনরুত্থানের প্রতীক হিসেবে বিশ্বাস করতো, কারণ এগুলো শীতের সময় ঘুমাতো এবং বসন্তের সময় পুনর্জাগরিত হতো।

গ্রীক এবং মিশরীয়দের কাছে গিরগিটি স্বর্গীয় বিজ্ঞতা ও সৌভাগ্যের প্রতিনিধিত্ব করতো।

ক্যারিবীয় অঞ্চলেও গিরগিটির একটি বিশেষ গুরুত্ব আছে। স্থানীয় লোককাহিনী এবং ঠাকুরমার কাহিনীতে গিরিগিটি কতো রকমভাবে স্থান পেয়েছে তা জ্যামাইকীয় ব্লগার নাদিন টমলিনসন পরীক্ষা করে দেখেন:

In Jamaica, old-time people say, ‘If a lizard jump on a woman, it mean she pregnant, or soon pregnant. […]

Old-time people say, ‘If you dream ’bout lizard, it mean you have an enemy.’

জামাইকাতে প্রচীন লোকেরা বলে, ‘কোন গিরগিটি যদি একজন নারীর উপর লাফিয়ে ওঠে, তবে তার মানে সে গর্ভবতী, বা শীর্ঘই গর্ভবতী হবে। […]

প্রাচীন লোকেরা বলে, ‘আপনি যদি টিকটিকির বিষয়ে স্বপ্ন দেখেন তার মানে হবে আপনার একজন শত্রু আছে।’

‘সারা আফ্রিকা মহাদেশে গিরিগিটি লোক সাংস্কৃতির একটি বিষয়বস্তু হিসেবে বারংবার উঠে এসেছে’ উল্লেখ করে তিনি মনে করেন যে এই অঞ্চলের আফ্রিকীয় ঐতিয্যের সাথে গিরিগিটি নিয়ে মোহ-এর মধ্যে অনেক মিল আছে। পশ্চিম আফ্রিকায় দরজার উপর গিরগিটির অবয়ব খোদাই করার বিষয় উল্লেখ করে বলেন যে কোন কোন গোত্রের কাছে এটি গৃহস্থের শান্তির প্রতিনিধিত্ব করে; ক্যামেরুনে এটি পুরুষত্বের প্রতিনিধিত্ব করে।

মজার ব্যাপার হলো ত্রিনিদাদ ও টোবেগো'র সবচেয়ে প্রিয় ক্যালিপ্সোকার দ্যা মাইটি স্প্যারো ‘দ্যা লিজার্ড’ (গিরগিটি) নামের একটি জনপ্রিয় গান গেয়েছে যটিতে খুব একটি রসাত্মকভাবে যৌনতা বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে:

Playing in class with a lizard in a glass
The lizard get away from Ruth and run by the teacher foot!
Oh Lord, the children frightened hmmm…wonder what gon’ happen,
But the teacher laughing out ‘kee kee kee’, only watching everybody.

The lizard run up she foot and it disappear…
Everybody still searching everywhere.
Where mih lizard, teacher Mildred?
Under she dress, taking a rest.
The way she jolly and happy, I swear the lizard must be tickling she!

গিরগিটি নিয়ে গ্লাসে খেলছে শ্রেণীকক্ষে
রুথের কাছ থেকে ছুটে যায় গিরগিটি শিক্ষিকার পায়ের কাছে!
হে প্রভু, শিশুরা ভীত হুমম…ভাবছে কী হবে
কিন্তু শিক্ষিকা হাসছে ‘খী খী খী’, দেখছে সবাইকে,

গিরগিটি শিক্ষিকার পা বেয়ে উঠে অদৃশ্য হয়ে গেল…
সবাই এখনো খুঁজছে সর্বত্র।
আমার গিরগিটি কোথায় শিক্ষিকা মিল্ড্রেড?
তার জামার নীচে, বিশ্রাম করছে।
যেভাবে সে প্রফুল্ল ও সুখী, আমি হলফ করতে পারি গিরগিটিটি অবশ্যই তাকে সুড়সুড়ি দিচ্ছে!

বেশীরভাগ ক্যারিবীয়বাসীর মতো টমলিনসন গিরগিটির উপস্থিতিকে তাদের সাথে সাদৃশ্য আছে বলে ধরে নেয় এবং একধরনের সাদৃশ্য অনুভব করে, তার কাছে এই নিয়মের দু'টি ব্যাতিক্রম আছে: জামাইকার গৃহস্থ টিকটিকি এবং কাঙলাস, এ দু'টোর উভয়ই ‘[তাকে] ভীতসন্ত্রস্ত করে':

Normally, the former tends to be pale, although I’ve seen some in darker hues, and one with spots a couple of times. Yes, they croak, yes, they’ve kept me up at night, and yes, they can be brazen. […] Once, one fell off the ceiling, and almost dropped on my head. Never mind that it didn’t. Just the thought of it stuck in my hair, and the sound of its sticky plop! on the floor was enough for me to start hollering.

As for the latter, as its name suggests, you would be hard-pressed to find it in a tree. This kind is large and long, with an even longer tail, and slithers. They’re fast, too. One chased me when I was a little girl, so I’m convinced they bite. […]

I wonder what old-time people have to say about those two.

সাধারণত, প্রথমটি বেশীরভাগই ফ্যাকাশে ধরনের হয়, যদিও আমি কয়েকটি গাঢ় রঙের, এবং একটি ছোপ ছোপ দাগওয়াকে বেশ কয়েকবার দেখেছি। হ্যাঁ, এগুলো কর্কশ শব্দ করে, হ্যাঁ, এগুলো আমাকে সারা রাত সজাগ রেখেছে, এবং হ্যাঁ, এগুলো বেহায়াও হতে পারে। […] একবার একটি ছাদ থেকে খসে প্রায় আমার মাথার উপর পড়েছিল। বাদ দিন, কারণ ওটা শেষ পর্যন্ত মাথায় পড়ে নি। এটি আমার চুলে আটকে আছে শুধুমাত্র এই ভাবনাটি, আর মেঝের উপর এটির আঠালা টুপ টুপ শব্দই! আমার ত্রাহী চিৎকার শুরু করার জন্য যথেষ্ট।

আর এর নামের মতোই শেষেরটিকে আপনি সহজেই কোন গাছে খুঁজে পাবেন না। এই ধরনেরটি বড় আর লম্বা হয়, এর লেজটিও হয় এর থেকে আরও লম্বা, এবং এঁকেবেঁকে চলে। এগুলো খুব দ্রুতও চলে। আমি যখন ছোট ছিলাম তখন একবার আমাকে ধাওয়া করেছিল, তাতেই আমি বদ্ধপরিকর যে এগুলো কামড় দেয়। […]

আমি ভেবে পাইনা প্রাচীন লোকেদের এ দু'টো সম্পর্কে কী বলার আছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .