উৎসবের মরসুমে অজ্ঞাত ট্যাংকারের ছড়ানো তেল নিয়ে টোবাগোর লড়াই

ক্যানভা প্রো’র মাধ্যমে ফিচার ছবি।

বহু প্রত্যাশিত ত্রিনিদাদ ও টোবাগো কার্নিভালের দীর্ঘ সপ্তাহান্তের ঠিক আগে ৭ ফেব্রুয়ারি বুধবার উৎসবে অংশ না নেওয়া অনেক ত্রিনিদাদীয় পার্স্ববর্তী দ্বীপে সৈকত যাত্রার জন্যে রওনার সময় একটি উল্টে যাওয়া জাহাজে তেল ছড়িয়ে টোবাগোর নীলচে-সবুজ অন্ধকার করে ফেলেছে। জল, কাদা (সম্ভবত ডিজেল) দিয়ে দূষিত করে এটি পরিবেশগত বিপত্তি ঘটিয়েছে।

দ্বীপের দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে দূরবর্তী ট্যাঙ্কারের বের হওয়া তেল প্রাথমিকভাবে আনুমানিক ১৫ কিলোমিটার (৯ মাইল) উপকূলরেখা প্রভাবিত হলে টোবাগো জরুরি ব্যবস্থাপনা সংস্থা (টিইএমএ), পরিবেশ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ইএমএ) এবং অন্যান্য স্বেচ্ছাসেবকরা তেলের ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করতে প্রতিরক্ষামূলক ভাসমান বাধা স্থাপন করে এবং শারীরিকভাবে তেলে ভেজা সারগাসাম পিট মস সরিয়ে পরিষ্কারের চেষ্টা শুরু করেছে।

গত বুধবার একটি জাহাজ উল্টে যাওয়ার পরে টোবাগোতে ছড়িয়ে পড়া তেল পরিষ্কারের কার্যক্রম অব্যাহত রয়েছে।

হেরিটেজ পেট্রোলিয়াম আজ এই ভিডিওটি ভাগাভাগি করেছে।

তবে ১১ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত, উপচানোটি আরো অনেক বেশি ছড়িয়ে পড়ে বলে জানা গেছে:

#টোবাগোতেলউপচানো হালনাগাদ: উপগ্রহ ডেটার ইঙ্গিত অনুসারে তেল ছড়িয়ে পড়া রবিবার (গতকাল) বিকেল পর্যন্ত টোবাগো থেকে ৮৮ কিলোমিটার পশ্চিমে বিস্তৃত হয়েছে।

ত্রিনিদাদ ও টোবাগো উপকূল রক্ষীকে জাহাজে পাঠানো হলে জানা যায় জাহাজ থেকে কোনো দুর্যোগের আহ্বান জানানো হয়নি এবং জাহাজেও কোনো নাবিক নেই। পরে ডুবুরিরা “গাল্ফস্ট্রিম” নামের জাহাজটি আবিষ্কার করে। এই পর্যন্ত তদন্তকারীরা দুর্বল দৃশ্যমানতা ও সারাক্ষণ নড়াচড়ার কারণে জাহাজের নিবন্ধন নম্বর এবং এটির নাম আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) নিবন্ধনে খুঁজে পায়নি। তবে অনলাইন অনুসন্ধানে  এটির তেল পণ্য পরিবহনের জন্যে নিবেদিত ট্যাঙ্কারের একটি বহরের অংশ হওয়ার সম্ভাবনার দিকে ইঙ্গিত করেছে

ডুবুরিরা আরো জানিয়েছে ট্যাঙ্কারটি নিকটবর্তী ক্যানো উপসাগরে প্রবাল প্রাচীরের ক্ষতি করেছে। প্রধান ডুবুরি অ্যালভিন ডগলাস ৯ ফেব্রুয়ারি একটি ডুব দেওয়ার পরে বলেছেন জাহাজের ধ্বংসাবশেষের চিহ্নের পাশাপাশি এটির উপরিকাঠামোটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে মনে হয়েছে প্রাচীরের সংস্পর্শে আসার আগেই এটি উল্টে গিয়েছিল। দলটি জাহাজের সম্মুখভাগের সাথে যুক্ত একটি তারের সন্ধান পাওয়ার ফলে তারা মনে করে এটি হয়তো শেকলে বাঁধা ছিল।

এখনো জাহাজটিকে সনাক্ত করতে না পারায় অনেক সামাজিক গণমাধ্যম ব্যবহারকারীর মন খারাপ:

কেউ কি কোনো জাহাজ হারাননি? অথবা ত্রিনিদাদ ও টোবাগো এই দুর্যোগ মোকাবেলা করছে দেখে তারা চুপ করে আছেন।
এগিয়ে এসে নিজের জাহাজ দাবি করুন। 😠#ত্রিনিদাদ এবং টোবাগো #টোবাগোতেলছড়ানো

উপচে পড়াটিকে প্রাথমিকভাবে একটি ২য় স্তরের দুর্যোগ হিসেবে শ্রেণীবদ্ধ করা হলেও এটিকে দুর্যোগের ৩য় স্তরে উন্নীত হওয়ার সম্ভাবনার সাথে সাথে সম্ভবত আন্তর্জাতিক সাহায্যের অনুরোধ করা হতে পারে। প্রধানমন্ত্রী কিথ রাউলি পরে ঘটনাটিকে “একটি জাতীয় জরুরি অবস্থা” অভিহিত করে বলেছেন কয়েকটি দেশ (এখনো নাম প্রকাশ করা হয়নি) ইতোমধ্যে সহায়তার প্রস্তাব দিয়েছে।

টোবাগো সংসদের (টিএইচএ) মুখ্য সচিব ফার্লি অগাস্টিন নিশ্চিত করেছেন ডুবুরিরা এখনো ছিদ্র চিহ্নিত করতে না পারলেও জাহাজ থেকে অবশিষ্ট তেল সরানোর প্রক্রিয়া নির্ধারণের চেষ্টা করছে।

#টোবাগো: টোবাগো সংসদের মুখ্য সচিব ফার্লি অগাস্টিন বলেছেন যে তিনি আজকের মধ্যে দ্বীপে তেল ছড়িয়ে পড়াকে একটি স্তরের বিপর্যয় ঘোষণা করতে পারেন। অগাস্টিন বলেছেন তার দল আনুষ্ঠানিকভাবে ঘটনার তীব্রতা একটি উচ্চ স্তরে শ্রেণিবদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে।

ইতোমধ্যে সৈকত ভ্রমণকারীদের দক্ষিণ-পশ্চিম উপকূলের গর্ব করার মতো জনপ্রিয় স্থান স্টোর বে ও পিজিয়ন পয়েন্ট থেকে দূরে থাকার জন্যে সতর্ক করা হয়েছে। তবে কিছু পর্যটন নৌকা পরিচালক জোর দিয়ে বলেছে তেল ছড়িয়ে পড়া সত্ত্বেও অপ্রভাবিত এলাকায় “স্বাভাবিকভাবে ব্যবসা” হলেও এটি বছরের সবচেয়ে জনপ্রিয় সময়ে দ্বীপের পর্যটনকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। এছাড়াও তেল কাছাকাছি প্রাচীরের উপর ও তার বাইরে সামুদ্রিক জীবনকে দূষিত এবং মাছ-ভিত্তিক খাদ্যের উপর খুব বেশি নির্ভরশীল একটি দ্বীপের খাদ্য সরবরাহকে বিষাক্ত করা নিয়ে উদ্বেগ রয়েছে।

টোবাগোতে তেল ছড়িয়ে পড়ার ঘটনা এই প্রথম নয়। প্রবীণ সাংবাদিক ডমিনিক কালিপারসাদ উল্লেখ করেছেন ১৯ জুলাই, ১৯৭৯ একটি গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে দুটি ট্যাঙ্কারের সংঘর্ষের ফলে একটি দ্বীপের উপকূলে বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে মারাত্মক তেল ছড়ানোর ঘটনায় সমুদ্রে ৮.৮৩ কোটি গ্যালন অপরিশোধিত তেল ছড়িয়ে পড়ে।

রবিবার, ১১ ফেব্রুয়ারি পরিবেশবাদী কেভিন কেনি দ্বীপের দক্ষিণ-পূর্বে অবস্থিত পেটিট ট্রু লেগুনের উপকূলের চারপাশে কায়াক চালিয়ে দেখে জানিয়েছেন “উচ্চ জোয়ারে প্রচুর পরিমাণে তেল এসেছে মনে হচ্ছে বলে এই অঞ্চলগুলিতে উপরে উঠে আসা ভারী ঘনত্বের তেল ভাটার সময় পরিষ্কার করা যেতে পারে।” তিনি সৌভাগ্যের কথা ভেবেছেন সাধারণত সারগাসাম জমা হওয়া পকেটগুলিতে উপকূলের এই ধরনের “কঠিন” অংশে “আগাছাতে জমা তেল পরিষ্কার সহজ।” উল্লিখিত “তেল-জাতীয় পদার্থে” আটকে থাকা যেকোনো সারগাসামকে স্টাডলি পার্কের একটি বদ্ধ এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি রিফ ক্রেস্টের জলে “অল্প পরিমাণে তেলের দলা ভাসতে” দেখেছিলেন “সেগুলি ভারী নয়এবং সামান্য উদ্বেগের বিষয়।” এদিকে রিফ ক্রেস্ট বরাবর তার দেখা বুদবুদগুলি – “হয় তেল পরিষ্কারের কোনো ধরনের পরিষ্কারক বস্তু বা তেলের কোনো আনুবীক্ষণিক স্তর থেকে সৃষ্ট যা আপনি দেখতে বা গন্ধ পাচ্ছেন না।”

তার অনুমান অনুসারে আসল চ্যালেঞ্জটি প্রাচীরের নয় যেখানে তিনি সম্ভবত জাহাজটিকে অনুৎপাদনশীল বাইরের ক্রেস্ট বরাবর টেনে নিয়ে যাওয়ার ফলে সামান্য ক্ষতি দেখেছেন, বরং বেশি ক্ষতি হয়েছে “সম্পূর্ণরূপে তেলে আচ্ছাদিত অভ্যন্তরীণ ম্যানগ্রোভ শিকড়ে।” এই ম্যানগ্রোভগুলি বিশেষভাবে জলবায়ু সংকটের মুখে ছোট দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রসমূহের (এসআইডিএস) উপকূল সুরক্ষার জন্যে অত্যাবশ্যক৷

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .