কপ২৮ দ্বীপ দেশগুলিকে ‘মৃত্যুর সনদ’ প্রদান করেছে

ডিসেম্বর ১১: এক্সপো সিটি দুবাইতে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ২৮ চলাকালীন বৈশ্বিক জলবায়ু কর্মের উচ্চস্তরের অনুষ্ঠান (সমাপনী): ২০৩০ এর পথে এবং বাইরে ঐক্য অধিবেশনের মঞ্চে লিসিপ্রিয়া কাঙ্গুজাম, ১১ ডিসেম্বর, ২০২৩, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। (কপ২৮/ অ্যান্টনি ফ্লেহানের ছবি)
কফির বিশাল চুমুক ও কাশির মধ্যে দুবাইতে জলবায়ু পরিবর্তনের জাতিসংঘের কাঠামোগত কনভেনশন (ইউএনএফসিসিসি) কপ২৮-এর এই পর্যায়ে মজলিস ছিল নতুন শব্দ। এটি সমস্যা নিয়ে আলোচনা করার উন্মুক্ত ও সৎ সমাবেশ “সম্মেলন” এর আরবি শব্দ।
প্রাথমিক মজলিসের সময় কপ২৮-এর সভাপতি সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তি মন্ত্রী এবং আবুধাবি জাতীয় তেল কোম্পানির (এডিএনওসি) প্রধান সুলতান আল জাবের উচ্চাকাঙ্ক্ষা বজায় রাখতে প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করে বলেন গ্লোবাল স্টকটেক (জিএসটি) সবচেয়ে বাস্তবসম্মত ও যৌক্তিক জলবায়ু সমাধান তৈরি করে।
বেশিরভাগ বিড়ম্বনাটি বুঝতে পারলেও সুলতান সীমিত সময় বাকি থাকার এবং ১২ ডিসেম্বরের মধ্যে সভাপতির সিদ্ধান্ত জানানোর উপর জোর দেন। তারপর তিনি মন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানদের সমালোচনামূলক দুটি প্রশ্ন করেন:
১. আমরা কীভাবে ন্যায্য ও যৌক্তিক পরিবর্তন এবং সংশ্লিষ্ট সমর্থনের প্রয়োজনীয়তাগুলিকে মোকাবেলা করে প্রশমনের রূপান্তরমূলক উচ্চাকাঙ্ক্ষা তৈরি করবো?
২. আমরা কীভাবে অভিযোজনের অর্থ ও কর্মের বিচ্যুতির বিশ্বাসযোগ্য মোকাবেলা করতে পারি?
গ্লোবাল স্টকটেকের সরলীকরণ
মূলত জিএসটি জলবায়ু সংকট মোকাবেলায় দেশগুলির বৈশ্বিক প্রচেষ্টার উদ্বোধনী মূল্যায়ন হিসেবে কাজ করে। কপ২৮ ইউএনএফসিসিসি প্রক্রিয়া, প্রতিশ্রুতি ও উচ্চাকাঙ্ক্ষা স্কোর করার প্রথম জিএসটি হওয়ার ভার বহন করে। যেমন এটি এই বছরের জলবায়ু সমঝোতার বড় ফলাফল হতে পারে।
এর মানে হলো দেশগুলির কর্মক্ষমতার এই মূল্যায়নটি ন্যূনতম বিস্ময় ধারণের জন্যে প্রত্যাশিত: প্রচলিত বোঝাপড়া হলো আমরা প্যারিস চুক্তির উদ্দেশ্য অনুসারে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫º সেলসিয়াসে সীমাবদ্ধ করার উদ্দেশ্য থেকে যথেষ্ট সরে গেছি।
জলবায়ু পরিবর্তনের মূল কারণ গ্রিনহাউস গ্যাস নির্গমন মোকাবেলার অপর্যাপ্ত ব্যবস্থা। লেখার সময় পর্যন্ত দেশগুলি বর্তমানে জীবাশ্ম জ্বালানীকে পর্যায়ক্রমে পরিত্যাগ বা কমিয়ে আনার বিষয়ে একমত হতে পারছে না।
তার ওপর, জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলির বিদ্যমান ও অনুমানিত ক্ষতি মোকাবেলার অপর্যাপ্ত প্রস্তুতি ইতোমধ্যে স্পষ্ট এবং ভবিষ্যতে ক্ষতি আরো বাড়বে বলে প্রত্যাশিত।
অভিযোজনে আরো মনোযোগ দরকার
আমি ব্যক্তিগতভাবে মধ্যম সন্তান হতে কেমন লাগে জানি। পারিবারিক নৈশভোজের সময় বলা কথার প্রতি খুব কম মনোযোগ দেওয়া হয়। এবং সেটা আমার থেরাপিস্টের সাথে আরেকটি সাক্ষাতে আলোচনার জন্যে রাখা থাক, অভিযোজন নিয়ে আমার করুণা হয়।
প্যারিস চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে প্রাক-শিল্প স্তরের উপরে ১.৫° সেলসিয়াসের কাছাকাছি যতোটা সম্ভব সীমাবদ্ধ রাখার প্রচেষ্টার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রতি অভিযোজন বৃদ্ধি, সহনশীলতা শক্তিশালীকরণ এবং সংবেদনশীলতা হ্রাসের বৈশ্বিক প্রচেষ্টা নির্দেশক বৈশ্বিক অভিযোজন লক্ষ্যমাত্রা (জিজিএ) অত্যন্ত তাৎপর্য বহন করে। তবে কোথাও কৃতিত্বের জন্যে উদযাপিত কপ-এর এই তারকা সন্তান ক্ষতি ও ক্ষতিপূরণ তহবিলের মতো মনোযোগ দেওয়া হয়নি, যাতে দেশগুলি প্রায় ৭৫ কোটি ডলার (প্রায় ৮,২৫১ কোটি টাকা) প্রতিশ্রুতি দিয়েছে৷
শীর্ষ সম্মেলনে বেশিরভাগ সময় প্রায় সম্পূর্ণ উপেক্ষার পরে এখন কপ-এর শেষ দিনে জিজিএ নিয়ে একটি নতুন পাঠ্য প্রকাশিত হলেও তা দুর্বল।
ক্রন্তিলগ্নের এই পাঠ্যে দলগুলি কিছুটা ভারসাম্য ও মিল খুঁজে পে্লেও এটি জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলিকে পর্যাপ্ত সমর্থনের জন্যে কিছু করে কি?
একটি জয় সবসময় একটি বিজয় নয়?
জিজিএ’র নতুন খসড়া পাঠের প্রতিক্রিয়ায় বৈশ্বিক বন্যপ্রাণী তহবিলের জ্যেষ্ঠ্য বৈশ্বিক জলবায়ু অভিযোজন নীতি উপদেষ্টা সন্দীপ চামলিং রায় বলেছেন: “কিছু উন্নতি সত্ত্বেও অভিযোজনের সাম্প্রতিক খসড়ার বৈশ্বিক লক্ষ্যমাত্রায় এখনো কিছু গুরুত্বপূর্ণ উপাদান অনুপস্থিত। জলবায়ু সঙ্কটের প্রভাবে সহনশীলতা তৈরি করতে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের আরো বেশি অর্থের প্রয়োজন। তবে পাঠ্যটি উন্নত দেশগুলির কাছে আদায়ের একটি সুস্পষ্ট পথচিত্র না দিয়ে শুধু দ্বিগুণ অভিযোজন অর্থায়নের পুরনো আহ্বানের পুনরাবৃত্তি করে।”
ইউএনএফসিসিসি’র নির্বাহী সচিব সাইমন স্টিল যেমন বলেছেন, কপ২৮-কে অবশ্যই একটি বড় পরিবর্তন এনে সরকারগুলিকে কী করতে হবে ছাড়াও কীভাবে কাজটি করতে হবে তাও জানাতে হবে।
তবে কাঠামোর কার্যকরী বাস্তবায়নের জন্যে প্রয়োজনীয় বাস্তবায়নের উপায়ের (এমওআই) উপর জোর দেওয়ার যথেষ্ট অভাব রয়েছে। সুনির্দিষ্ট লক্ষ্য ও এমওআই ছাড়া কাঠামোটির কার্যকারিতাকে বিপন্ন করতে পারে।
বিশ্বাসযোগ্য ফলাফল অর্জন করতে আলোচকদের অবশ্যই অভিযোজনের জন্যে একটি সামগ্রিক অর্থের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং উন্নত দেশগুলি কীভাবে তাদের জলবায়ু অভিযোজন অর্থের দ্বিগুণের পূর্ববর্তী প্রতিশ্রুতি পূরণ করতে পারে, তাতে সম্মত হতে হবে।
তাই মধ্যম সন্তান হিসেবে অন্য সব ভাইবোন ইতোমধ্যে খাওয়ার পরে অভিযোজন মূলত খাবারের একটি থালা পেয়েছে। তবে তার প্রিয় রান্না বা অতিরিক্ত সস চেয়েছিল কিনা তা সম্পর্কে জিজ্ঞেস করা হয়নি।
দ্বীপের দেশগুলোকে আবার বাড়তে থাকা পানিতে ফেলে রাখা হয়েছে।
বন্যার তীব্রতার সময় জলীয় ভাষা
রবিবারের মজলিসে আল জাবের বলেন, “কোন অবস্থাতেই আমরা কোনো স্তম্ভের উপরে জল ঢালা মেনে নেবো না। জিএসটিকে অবশ্যই সবচেয়ে উপযোগী ও বাস্তবসম্পন্ন পদক্ষেপ হতে হবে। পৃথিবী দেখছে, আমাদের অপেক্ষার সময় নেই।”
তবে দুবাইয়ে নাটকীয়তা বেড়েছে। একটি নতুন জিএসটি পাঠ্য ১১ ডিসেম্বর আনুমানিক বিকাল ৫:০০টায়, প্রকাশিত হয়, যাতে দ্বীপ দেশগুলি মোটেই খুশি নয়।
এটি উন্মোচনের সময় আমি শিশু ও যুব প্যাভিলিয়নে একটি নীতি ব্যাখ্যার অধিশনের মাঝে থাকায় সহকর্মীদের সাথে পাঠ্যটি পড়ার সাথে সাথে আমরা সবাই বিষন্নতার ভার অনুভব করেছি।
এসআইডিএস-এর আলোচনার স্বার্থের প্রতিনিধিত্বকারী ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রসমূহের জোট (এওএসআইএস) বলেছে তারা জীবাশ্ম জ্বালানি নিয়ে রসালো ভাষা ও জলবায়ু অভিযোজনে উচ্চাকাঙ্ক্ষার অভাবের প্রতিক্রিয়ায় “যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।”
জীবাশ্ম জ্বালানির ধারাবাহিক অবসান সরে গিয়ে বর্ণনা এখন “অন্তর্ভুক্তির মতো ক্রিয়া” হয়েছে৷
পাঠ্যটিকে আরো দুর্বল করে জাতীয়ভাবে নির্ধারিত অবদানে “উৎসাহ দেয়” এবং “কর্ম বাড়ানোর জন্যে” “কর্মকাণ্ড … আমন্ত্রণ করে” এমন ভাষা এসেছে।
সবগুলিকেই সুনির্দিষ্ট ও দৃঢ় জলবায়ু কর্মের পরিবর্তে একটি পরামর্শের মতো মনে হয়।
৩৫০.অর্গের প্রশান্ত মহাসাগরীয় ব্যবস্থাপনা পরিচালক জোসেফ সিকুলুর মতে, গণমাধ্যম ঘনিষ্ট একটি পাঠ্য-পরবর্তী প্রতিক্রিয়ায় ভাষাটি “অগ্রহণযোগ্য এবং আমাদের দ্বীপগুলিকে ভাসিয়ে রাখার জন্যে প্রয়োজনীয় উচ্চাকাঙ্ক্ষার অনেক নীচে।”
“এই সপ্তাহে আমরা বুঝেছি জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমিক অবসানের লক্ষ্য নাগালের মধ্যে থাকলেও সভাপতি প্রদর্শিত জলবায়ু নেতৃত্বের অভাব এবং ‘ইচ্ছে তালিকা'র প্রতিশ্রুতিগুলিকে নির্লজ্জভাবে জলো করা আমাদের জন্যে অপমানজনক। আমাদের বেঁচে থাকার জন্যে লড়াই করতে এখানে এসেছি। বিশ্ব আমাদের ভবিষ্যত সম্পর্কে যা বলে তা আমরা বাড়ি গিয়ে কীভাবে আমাদের লোকদের বলবো?” সিকুলু বলেন।
অভিযোজন বিষয়ে নতুন পাঠ্য দলগুলিকে ২০২৫ সালের মধ্যে পরিকল্পনা প্রকাশের “আহ্বান জানায়” এবং জলবায়ু অর্থায়ন বৃদ্ধির “আমন্ত্রণ” ও “আবেদন” করে।
দ্বীপ দেশগুলি এসবের জন্যে এখানে আসেনি।
“জলবায়ু পরিবর্তন ও আমাদের দ্বীপগুলিতে এটির বয়ে আনা মারাত্মক পরিণতির বিষয়ে আমাদের দীর্ঘদিনের অবস্থানে আমরা আমাদের বন্দুক তাক করে থাকবো। অবশিষ্ট সময়গুলি গুরুত্বপূর্ণ বলে এই মুহুর্তে আমাদের আলোচকরা আলোচনায় আটকে আছে,” এওএসআইএস ঘোষণা করেছে।
নতুন পাঠ্যটি আমাদের দ্বীপগুলিকে জলের উপর ভাসিয়ে রাখার জন্যে যথেষ্ট নয়।
এটি সত্যিই সভাপতির নেতৃত্ব এবং এই বছরের আলোচনায় এসআইডিএস কণ্ঠগুলি আদৌ শোনা যাওয়াকে প্রশ্নবিদ্ধ করে।
লক্ষ্মণ রেখা আঁকা হয়েছে
এওএসআইএস-এর জন্যে লক্ষ্মণ রেখা হলো “১.৫ºসে উষ্ণতা সীমা বজায় রাখার একটি দৃঢ় প্রতিশ্রুতি,” কারণ “১.৫º এর সাথে আপস করা যেকোনো পাঠ্য প্রত্যাখ্যান করা হবে।”
“আমরা আমাদের মৃত্যুর সনদে স্বাক্ষর করবো না। আমরা পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি বিহীন কোনো পাঠ্যে স্বাক্ষর করতে পারি না,” আলোচক গোষ্ঠী বলেছে।
প্রকৃতপক্ষে ন্যায়সঙ্গত পরিবর্তন ও পর্যাপ্ত সমর্থন নির্ভর উচ্চাকাঙ্ক্ষী প্রশমনের লক্ষ্য পূরণে ব্যর্থতা, অভিযোজনের ব্যবধান পূরণের সম্ভাব্য উপায়ের অভাব এবং উচ্চাকাঙ্ক্ষা বাড়ানোর ব্যর্থতা একটি শক্তিশালী কপ২৮ ফলাফলের দিকে নিয়ে যাবে না।
এরপরে কী?
অপ্রত্যাশিত উন্নয়নের জায়গা রেখে কপ২৮-এর চূড়ান্ত পর্যায়ে দ্রুত রাজনৈতিক গতিশীলতার বিকাশ দেখার প্রত্যাশা করি। আসন্ন পরবর্তী কয়েক ঘন্টা উচ্চাকাঙ্ক্ষার পক্ষে দাঁড়িপাল্লা ধরে লসাগু ভিত্তিক একটি আপোষকামী ফলাফলের ঝুঁকি থেকে দূরে সরে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পন্ন এই নেতাদের সংকল্পকে চ্যালেঞ্জ করবে।
কপ২৮ সভাপতি মজলিসের সময় অবস্থানের গুরুত্বকে কপ২৮-এর শেষ খেলা হিসেবে স্বীকৃতি দিয়ে স্বচ্ছতা ও সততার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তবে দ্বীপপুঞ্জগুলির শিবিরের অনুভূতির ভিত্তিতে মনে হচ্ছে উন্নত দেশগুলি খেলা পরিবর্তনের ফলাফলের পরিবর্তে অগ্রাধিকারের খেলাই খেলছে।
এই পোস্টটি ব্রিজ এর অন্তর্ভুক্ত। এটিতে গ্লোবাল ভয়েসেস কমিউনিটি সদস্য কর্তৃক মৌলিক লেখা, মতামত এবং নিজস্ব মতামত তুলে ধরা হয়। । সবগুলো পোস্ট