সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকাপারসাদ সান্তোখির সাম্প্রতিক দেশে দুর্নীতি সংক্রান্ত একটি প্রকাশনার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আইন বাক স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর একটি অশুভ ছায়াপাত করেছে। আর নির্বাচনের প্রাক্কালে কেউ আন্তর্জাতিক অবস্থান বজায় রেখে এই রাষ্ট্রপতির পুনঃনির্বাচনের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলতেই পারে।
সরকারের সমালোচনা করা বই কেনা ও পড়া বন্ধ করার জন্যে আইনি ব্যবস্থার এই পদক্ষেপটি শুধু একটি স্থানীয় সমস্যার থেকে বেশি কিছু। এটি ক্ষমতাসীনদের দায়বদ্ধ রাখতে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা মূল্যায়নকারী গণতান্ত্রিক স্বাধীনতায় বিশ্বাসীদের একটি বৈশ্বিক উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।
উল্লেখ্য, সুরিনামের বৃহত্তম সংবাদপত্র দেওয়ারে ট্যাড (সত্য সময়) তাদের ওয়েবসাইট থেকে রাষ্ট্রপতি সান্তোখির বইয়ের প্রচ্ছদের একটি চিত্র প্রত্যাহারের দাবির কাছে মাথা নত না করার সিদ্ধান্তে অটল থেকে এই দ্বন্দ্বটিকে সূচিত করেছে, যার আলোচনা জাতীয় সীমানা অতিক্রম করেছে। “সর্বোচ্চ স্তরে দুর্নীতি” শিরোনামের বইটিতে রাষ্ট্রপতি, কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্যমন্ত্রী পরমানন্দ সিউডিয়ান এবং উদ্যোক্তা বিজয় কিরপালানিকে নিয়ে অভিযোগ রয়েছে।
সংবাদমাধ্যমের চিত্রটি প্রত্যাহারের ব্যর্থ প্রচেষ্টা স্বত্ত্বেও সুনির্দিষ্ট বৈশিষ্ট্যে অনন্য এটি বিধি-নিষেধ ও দুর্নীতির বিরুদ্ধে গাজা, অস্ট্রিয়া বা এমনকি নেদারল্যান্ডসে অভিজ্ঞতালব্ধ বৃহত্তর একটি বৈশ্বিক যুদ্ধকে প্রতিফলিত করে। গাজায় জাতীয় নিরাপত্তার অজুহাতে স্বাধীন মতপ্রকাশকে খর্ব করা হয়েছে; অস্ট্রিয়ায় দুর্নীতির গভীরতার প্রকাশ রাজনৈতিক ক্ষেত্রে ধাক্কা দিয়েছে; এবং নেদারল্যান্ডসে রাজনৈতিক ব্যক্তিত্বদের সততা প্রশ্নবিদ্ধ। প্রতিটি উদাহরণ একটি মৌলিক সত্যকে তুলে ধরে: প্রশ্ন করা এবং সমালোচনা ও অন্যায়কে প্রকাশের স্বাধীনতা যেকোনো সমাজের স্বাস্থ্যের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমানে সুরিনামে উদ্ঘাটিত হতে থাকা দৃশ্যটি গুরুত্বপূর্ণ প্রয়োজনের উদাহরণ হিসেবে এই স্বাধীনতাকে তুলে ধরে। সুরিনামের সাংবাদিক সমিতির সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি অবিচল প্রতিশ্রুতি কর্তৃত্ববাদী নিয়ন্ত্রণের আগ্রাসনের বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য প্রতিরোধের প্রতীক। এই সংগ্রাম আমাদের মনোযোগ দাবি করা একটি বৃহত্তর আখ্যানের অংশ।
আন্তর্জাতিক সম্পর্কে কাজ করা একজন মানুষ হিসেবে বিধি-নিষেধ ও দুর্নীতির ফলে সরাসরি প্রভাবিত হওয়ার ফলে আমার কাছে সুরিনামের গতিপথকে গভীরভাবে বিভ্রান্তিকর মনে হয়েছে। আমি আন্তর্জাতিক সরকারি কর্মকর্তাদের ম্যান্ডেট না মেনে মাথা গুঁজে আমার ন্যায্য অংশ করেছি; কখনো কখনো ব্যক্তিগত নৈতিকতা প্রকল্পের ঘোষিত নৈতিকতার সাথে মিলে গেলেও প্রাতিষ্ঠানিক নীতিমালা বা দায়িত্বরত ব্যক্তিদের চর্চার সাথে সংঘর্ষ হয় – এবং প্রায়শই অভ্যন্তরীণ সিস্টেমগুলি এই বিষয়গুলি সমাধানে আমার প্রচেষ্টার কণ্ঠরোধের চেষ্টা করে৷ আমার নিজের দেশ নেদারল্যান্ডসে প্রাতিষ্ঠানিক অবিচার ও বৈষম্যের সরকারি কেলেঙ্কারিতে সৃষ্ট ক্ষতি সরাসরি আমার মতো নাগরিকদের প্রভাবিত করে।
বাকস্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকার সাংবিধানিক আনুষ্ঠানিকতা ছাড়াও তারা গণতান্ত্রিক অংশগ্রহণের ভিত্তি। বিরোধী মত দমনের চেষ্টা করে সরকারি কর্মকর্তারা আস্থা ও জবাবদিহিতার অপরিহার্য ভিত্তিকে দুর্বল করে দেয় যা সুশাসনের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সুরিনামে বইয়ের নিষেধাজ্ঞা গণতন্ত্রের যে গুরুতর চ্যালেঞ্জ তুলে ধরে তা সুরিনাম বা ক্যারিবীয় ছাড়াও বিশ্বব্যাপী স্বচ্ছতা ও স্বাধীনতার চলমান প্রয়োজনীয়তার উপর জোর দেয়। এটি বলে দেয় এই জাতীয় সমস্যাকে উপেক্ষা করা তাদের সমর্থন করার সমান।
আমাদের অবশ্যই সাহসের সাথে জবাবদিহিতার ক্ষমতা রাখা সাংবাদিক, লেখক ও বৈশ্বিক নাগরিকদের পাশে দাঁড়াতে হবে। আমাদের স্বাধীনতা আমাদের সম্মিলিত ক্রিয়াকলাপ এবং সতর্কতার উপর নির্ভর করে যা আমাদের প্রতিটি শক্তিকে একটি একক যৌথ শক্তিতে পরিণত করে।