ইরান থেকে সারা বিশ্ব: সিরাজের মানুষ

ইরানের সিরাজের জনগণ কে এবং কি তাদের স্বপ্ন? বিশ্বব্যাপী নন্দিত নিউ ইয়র্কের মানুষের দ্বারা অনুপ্রাণিত হয়ে দুই বছর আগে ফোটোগ্রাফিক গল্প সিরাজের মানুষ ফেসবুকে যাত্রা শুরু করে। এই ফেসবুক পাতাটির সাত হাজার তিন শতেরও বেশি অনুগামী রয়েছে। জীবনের সব পেশার মানুষের গল্পের সঙ্গে এখানে তাঁদের কিছু প্রোফাইল ছবিও রয়েছে।

ইরানের ফার প্রদেশের রাজধানী হচ্ছে সিরাজ এবং এটি কবি ও সাহিত্যের শহর হিসেবে পরিচিত। বিশ্ব বিখ্যাত দুই কবি হাফিজসাদি এখানে জন্মগ্রহণ করেছেন। এছাড়াও অনেক ইরানি এটিকে বাগানের শহর বলেও বিবেচনা করে থাকেন

রিয়াল মাদ্রিদ

“I'm a football player…” “What's your biggest dream as a football player?” “To play in Real Madrid.” Photo by Humans of Shiraz (used with permission)

সিরাজের মানুষ এর ছবি (অনুমতিক্রমে ব্যবহৃত)

“আমি একজন ফুটবল খেলোয়াড় …”

“একজন ফুটবল খেলোয়াড় হিসাবে আপনার সবচেয়ে বড় স্বপ্ন কি ?”

“রিয়াল মাদ্রিদের হয়ে খেলা” 

কারও জন্য হয়ে উঠুন অনুকরণীয় 

Photo by Humans of Shiraz (used with permission)

সিরাজের মানুষ এর ছবি (অনুমতিক্রমে ব্যবহৃত)

“আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন ?”

“ইলেকক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং”

“আপনি সবচেয়ে কি পছন্দ করেন ?”  

“আমি মডেলিং পছন্দ করি এবং কোনও একদিন আমি একজন মডেল হতে চাই …”

“একজন মডেল হতে হলে আপনার জন্য সবচেয়ে কঠিন ব্যাপার কোনটি ?”

“আমার চারপাশের মানুষজন কি আমাকে গ্রহণ করবেন এবং একটি ভাল উপায় হিসেবে এই সমস্যার সঙ্গে মানিয়ে নিতে পারবেন ?” 

হেভি মেটাল (রক সঙ্গীত) 

Photo by Humans of Shiraz (used with permission)

সিরাজের মানুষ এর ছবি (অনুমতিক্রমে ব্যবহৃত)

“আমি একজন হেভি মেটাল সঙ্গীত শিল্পী এবং আমি ইলেকট্রিক গিটার বাজাই …” 

রেডিওলজি থেকে জুতা বিক্রী  

Photo by Humans of Shiraz (used with permission)

সিরাজের মানুষ এর ছবি (অনুমতিক্রমে ব্যবহৃত)

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .