
বার্তাগুলিতে লেখা ছিল: “এটা খরা নয়, এটা লুটপাট” এবং “সান্তিয়াগো মেক্সকুইট্লানের জনগণের দাবি আর নয় পানি লুণ্ঠন। চুক্তি জনগণের জন্যে জনগণের দ্বারা হতে হবে।” লেখক প্রদত্ত ছবি, অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।
মেক্সিকো ক্রমবর্ধমানভাবে সারা দেশে তীব্র খরা, বন্যা এবং দাবানলসহ তীব্রতর জলবায়ু সংকটের প্রভাবের মুখোমুখি। গত এক দশক ধরে জনগণ জলের ঘাটতিতে ভোগার পাশাপাশি দেশে জলের জন্যে সংগ্রাম বেড়েই চলেছে।
উচ্চ হারের জলের চাপ ও ঝঁকি বিশিষ্ট মধ্য মেক্সিকোর রাজ্য কেরেতারো একমাত্র রাজ্য যেখানে সুনির্দিষ্ট স্থানীয় জল আইন নেই। বর্তমানে রাজ্যটির সমগ্র অঞ্চল খরা প্রভাবিত, এবং এক তৃতীয়াংশেরও বেশি এলাকা মারাত্মক খরায় ভুগছে । তাছাড়া, কেরেতারোর ২৬টি প্রধান বাঁধ শুকিয়ে যাচ্ছে।
৩১ মার্চ তারিখে প্রস্তাবিত দু’টি খড়া আইন জনসাধারণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
🔴 #Atentos | Advierten privatización del agua en #Querétaro; pretenden aprobar iniciativa en fast track.
Alrededor de 30 organizaciones, activistas y ambientalistas protestaron en rechazo a las dos iniciativas presentadas ante la @Legislatura_Qro. https://t.co/y8RdSwIih6
— Vía Tres | Periodismo (@viatresmx) May 5, 2022
#সাবধান: তারা #কেরেতারোর জল বেসরকারিকরণের বিষয়ে সতর্ক করছে; তারা উদ্যোগটির দ্রুত অনুমোদন করাতে চায়।
প্রায় ৩০টি পরিবেশবাদী ও সক্রিয় কর্মীদের সংগঠন @কেরেতারো_সংসদে উপস্থাপিত উদ্যোগ দু’টি প্রত্যাখ্যান করার জন্যে প্রতিবাদ করেছে।
নাগরিক সমাজের সংগঠনগুলি প্রস্তাব দু’টিকেই পরিবেশগত স্থায়িত্ব, গ্রামীণ প্রেক্ষাপট এবং জলবায়ু পরিবর্তনের উপর প্রভাবের মতো জল নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ দিকগুলি বিবেচনা না করা এবং মানুষের পানির অধিকারের উপর নেতিবাচক প্রভাবের জন্যে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ একটি মডেল পরিষেবাগুলির বেসরকারী ব্যবস্থাপনা প্রতিষ্ঠার জন্যে ঝুঁকিপূর্ণ বলে সমালোচনা করেছে।
El relator de @onu_es @SRWatSan ya advirtió los riesgos de privatizar los servicios públicos de agua para los #DerechosHumanos, ¿por qué seguimos insistiendo? #AguasConLaLeyDeAguas💧⚠️ https://t.co/GQD2CrS62M
— Federico Orozco – Líder Climático – (@Fomouret) May 3, 2022
জাতিসংঘের @জল-পয়ঃনিষ্কাশন_বিশেষ দূত সরকারি জল পরিষেবাকে বেসরকারিকরণের #মানবাধিকার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন; কেন আমরা এটার উপর এতো জোর দিই?
কেরেতারো রাজ্যের গভর্নর, রাজ্য জল কমিশন এবং কিছু বিধায়ক যুক্তি দেখিয়েছে প্রস্তাবিত আইনটি রাজ্যের জল বেসরকারিকরণ নয়, বরং বেসরকারি সংস্থাগুলিকে সরকারি পরিষেবার জন্যে চুক্তিবদ্ধ করার চেষ্টা করেছে। তবে বিভিন্ন সুশীল সমাজের গোষ্ঠী এবং সক্রিয় কর্মীরা উল্লেখ করেছে যে জাতিসংঘের বিশেষ দূতের মতে নিরাপদ পানীয় জল এবং পয়ঃনিষ্কাশনের মতো মানবাধিকারের “পরিষেবার জন্যে চুক্তিবদ্ধ করা” হলো একধরনের বেসরকারিকরণ।
সরকারি জল পরিষেবা প্রতিরক্ষায় শ্রমিকদের জোট, সবার জন্যে জলের জাতীয় জোট, মেক্সিকোর জলপরিবহণ নেটওয়ার্ক, জলের জন্যে মানবাধিকারের মেক্সিকীয় সংস্থা এবং মেক্সিকোর সুপেয় জল আন্দোলন (ফ্যানমেক্স)সহ সারাদেশের নেটওয়ার্কগুলি গত দুই দশকে মেক্সিকোর অন্যান্য রাজ্যে, বিশেষ করে কেরেতারোতে বেসরকারিকরণের বিভিন্ন প্রভাব বিবেচনা করে উদ্যোগগুলি অনুমোদনের সম্ভাব্য প্রভাব সম্পর্কে সতর্ক করেছে।
Osc identifican 3 riesgos en #aguasconlaleydeaguas de #Queretaro:
⚖️Sin inclusión real de #DerechosHumanos ni justicia hídrica
🌎Sin bases para la Gestión integral en #EmergenciaClimática
⛔#ConcesiónEsPrivatización y #PrivatizaciónNoEsOpciónApoya👇https://t.co/YAQM10Lten
— FAN MEX (@FANMex) May 4, 2022
ওএসসি #জল_নিয়ে #কেরেতারোর জল আইনের ৩টি ঝুঁকি চিহ্নিত করেছে:
⚖️ #মানবাধিকার বা জল ন্যায়বিচারের প্রকৃত কোন অন্তর্ভুক্তি নেই
🌎 #জলবায়ুর_জরুরি_বিষয়ের সামগ্রিক ব্যবস্থাপনাগত কোন ভিত্তি নেই
⛔ #বেসরকারিকরণ_চুক্তি_বাতিলকরণ এবং #বেসরকারিকরণ_সমাধান_নয়
একাডেমিক ও সাংবাদিকতাভিত্তিক গবেষণা অনুসারে বর্তমান স্থানীয় জল সংকটের অন্যতম প্রধান কারণ এই মডেলটির আনুষ্ঠানিক অনুমোদন বর্তমানে রাজ্যটির রাজধানীতে পরিষেবার জন্যে ব্যবহৃত চুক্তিবদ্ধতা স্বাভাবিক করার দরজা খুলে দেবে। সাম্প্রতিক বছরগুলিতে জল দখলের কারণে সৃষ্ট বিভিন্ন সংঘাত আমেয়ালকো, ক্যাদেরেটাসহ কোয়েরতারোর অন্যান্য শহরে বিক্ষোভের জন্ম দিয়েছে।
বিভিন্ন সংস্থা এবং অধিবাসীরা #আগুয়াস_কন_লা_লে_দে_আগুয়াস (জল আইনের সাথে জল) হ্যাশট্যাগ ব্যবহার করে ঝুঁকি রোধ করতে এবং নাগরিকদের প্রস্তাবগুলি অন্তর্ভুক্ত করতে জন্যে একটি উন্মুক্ত সংসদের আহ্বান জানিয়েছে।
মেক্সিকো স্বাক্ষরিত লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে পরিবেশগত বিষয়ে তথ্যে প্রবেশাধিকার, জনগণের অংশগ্রহণ এবং ন্যায়বিচারের অধিকার নিয়ে কাজ করা এস্কাসু চুক্তির অনুসারে বাধ্যবাধক হওয়া সত্ত্বেও স্থানীয় সংসদ এখনো জনগণের অংশগ্রহণের জন্যে স্থান খুলে দেওয়ার কথা ভাবেনি।
#ParlamentoAbierto no es un foro ni unos días para enviar opiniones por correo, es un proceso amplio, oportuno, transparente, incuyente y suficiente acorde con obligaciones y estándares de #EscazúAhora y del derecho humano al agua. #AguasConLaLeyDeAguas ⚠️💧de #Querétaro pic.twitter.com/ZNmXDNyk2P
— BajoTierra Museo del Agua (@BajoTierraMu) May 3, 2022
#মুক্ত_সংসদ কোনো ফোরাম বা কয়েকদিনের মধ্যে মতামত পাঠানোর নয়, বরং এটি একটি বিস্তৃত, সময়োপযোগী, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং #এস্কাসু_এখনি এর বাধ্যবাধকতা এবং মান এবং জল মানবাধিকারের সাথে সঙ্গতিপূর্ণ পর্যাপ্ত প্রক্রিয়া। #কেরেতারোর #জল_আইনের_সাথে_জল ⚠️💧