
দিস্তিন্তাস ল্যাতিতুদেসের অলংকরণ। অনুমতিসহ ব্যবহৃত।
দিস্তিন্তাস ল্যাতিতুদেস (ভিন্ন অক্ষাংশ) লিখিত ৬ ফেব্রুয়ারি, ২০২৪ প্রকাশিত এই নিবন্ধটির একটি সম্পাদিত সংস্করণ একটি গণমাধ্যম অংশীদারিত্বের আওতায় গ্লোবাল ভয়েসসে পুনঃপ্রকাশিত হয়েছে।
দুটি মেয়াদ ২০১০ থেকে ২০১৪ এবং ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত চিলির প্রাক্তন রাষ্ট্রপতি রাজনৈতিক নেতা সেবাস্তিয়ান পিনেরা ৬ ফেব্রুয়ারি, ২০২৪ একটি বিমান দুর্ঘটনায় মৃত।
সহিংসভাবে ২০১৯ সালে ছাত্র বিক্ষোভ দমনের জন্যে কঠোরভাবে সমালোচিত পিনেরাকে বহণকারী একটি হেলিকপ্টার দক্ষিণ চিলির রাঙ্কো হ্রদে বিধ্বস্ত হলে চিলির নৌবাহিনী তাকে মৃত উদ্ধার করে।
চিলির স্বরাষ্ট্র ও জননিরাপত্তা মন্ত্রী ক্যারোলিনা তোহা দুর্ঘটনাটি নিশ্চিত করে আরো জানিয়েছেন এই ব্যবসায়ীর নিজস্ব রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হবে।
[1/2] Hondo pesar por el fallecimiento del expresidente Sebastián Piñera. Envío mi abrazo a su familia, amigos y colaboradores, y también a todos los chilenos y chilenas que reciben con dolor este trágico hecho.
— Carolina Tohá (@Carolina_Toha) February 6, 2024
[১/২] সাবেক রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিনেরার মৃত্যুতে গভীর শোক। এই দুঃখজনক ঘটনাটি বেদনার সাথে গ্রহণকারী তার পরিবার, বন্ধুবান্ধব ও সহযোগীসহ সকল চিলিবাসীর জন্যে আমার সহানুভূতি।
তার মৃত্যুর পর দিস্তিন্তাস ল্যাতিতুদেসের লাতিন আমেরিকায় নতুন সাংবাদিকতা প্রতিভা উন্নীতকারী একটি উদ্যোগ রেদ লাতাম দে হোভেনেস পেরিওদিস্তাস (তরুণ সাংবাদিকদের লাটাম নেটওয়ার্ক) এর সদস্যরা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতির উত্তরাধিকার বুঝতে সাহায্য করার জন্যে পাঁচটি সংবাদ কর্ম সুপারিশ করেছে৷
নির্বাচিত নিবন্ধগুলি হলো:
১. লা বট লিখিত প্যান্ডোরা পেপারস: পিনেরা ও ডেলানো পরিবারের ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে ডোমিঙ্গা খনি প্রকল্পের কোটি ডলারের বিক্রয় স্বাক্ষরিত
প্যান্ডোরাপত্রে ফাঁস হওয়া নথিগুলি ২০১০ সালে কর-সুবিধা অঞ্চল ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে পরিচালিত ডোমিঙ্গা খনি প্রকল্পের অনিয়ম প্রকাশ করে।
এই অনুসন্ধানী প্রতিবেদনটি কীভাবে সেবাস্তিয়ান পিনেরার নিজ সরকারের গৃহীত সিদ্ধান্তের উপর নির্ভরশীল নিয়ন্ত্রণে (এবং মূল অর্থ প্রদানের শর্ত) থাকা একটি খনি কোম্পানি কিনে প্রাক্তন রাষ্ট্রপতির পরিবার ১৮ মাসে ১,০০০ শতাংশ মুনাফা অর্জন করে তা প্রকাশ করে। চিলির অভিশংসক কার্যালয় তৎকালীন ক্ষমতাসীন রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
২. সিপের চিলি লিখিত পিনেরা মোরেলের পরিবারের সৌভাগ্য প্রতিষ্ঠিত করেছে যেসব কোম্পানি
বিদেশী কোম্পানির একটি ধারাবাহিকসহ প্রাক্তন রাষ্ট্রপতির পারিবারিক সম্পদের কর ঘোষণায় অনিয়মের গভীর কভারেজ। পিনেরার ব্যক্তিগত ও পারিবারিক সৌভাগ্য সম্পর্কে স্বচ্ছতার অভাব বোঝার জন্যে একটি আকর্ষণীয় পাঠ।
৩. সিপের চিলি লিখিত কোটি টাকার কর বাঁচাতে পিনেরা যেসব “জীবন্মৃত কোম্পানি” কিনেছিলেন
কর ফাঁকি দিতে বা এমনকি পূর্ববর্তী বছরগুলিতে প্রদত্ত কর পুনরুদ্ধারের জন্যে অযৌক্তিক ক্ষতি ঘোষণা করে কীভাবে প্রাক্তন রাষ্ট্রপতি একগুচ্ছ কোম্পানির মালিক হয়েছিলেন।
৪. নিউ ইয়র্ক টাইমসের সংবাদ ‘এটা অঙ্গহানি’: চিলির পুলিশ বিক্ষোভকারীদের অন্ধ করছে
এটি ২০১৯ সালের বিক্ষোভের সহিংস দমন-পীড়নের পর বিক্ষোভকারী অনেক শিক্ষার্থীর চোখে গুরুতর আঘাতের একটি তদন্ত। চিলিতে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর হাতে ৩০ জন নিহত, ২৫,০০০ গ্রেপ্তার, ৩,৫০০ আহত এবং ৩৪৭ জন চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত। সামাজিক অভ্যুত্থানের সময় চোখের আঘাত এতোটাই সাধারণ ছিল যে তারা দেশে গণতন্ত্রের জন্যে লড়াই ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধার প্রতীক হয়ে ওঠে।

নিউ ইয়র্ক টাইমস ওয়েবসাইটের ৭ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে নেওয়া পর্দাছবি। ন্যায্য ব্যবহার।
৫. দায়রিও ইউচিলি লিখিত আলেহান্দ্রা মাতুস এবং #এনজয়গেট: “যেকোনো সংংবাদকক্ষে এটি সাংবাদিকতার আগ্রহ সৃষ্টি করবে”
এখানে সাংবাদিক আলেহান্দ্রা মাতুস পিনেরার ট্রাস্ট সম্পর্কে তার তথ্য ভাগাভাগি করে জানিয়েছেন পৌরসভার ক্যাসিনো বিক্রি সংক্রান্ত একটি ডিক্রিতে প্রাক্তন রাষ্ট্রপতির স্বাক্ষর ক্যাসিনো কোম্পানি এনজয় এস.এ-কে দেউলিয়াত্ব থেকে বাঁচাতে চেষ্টা করে৷ সাবেক রাষ্ট্রপতি ও তার পরিবার কোম্পানিটির মালিকানার অংশীদার ছিল।