ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা বিভিন্ন সংবাদ সাইট এবং ব্লগে [ফার্সী ভাষায়] রিপোর্ট করেছে যে, তাঁরা সেখানে উইচ্যাট ব্যবহার বন্ধ করে দিয়েছে। উইচ্যাট একটি অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা অনলাইন সামাজিক নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হন। যখন ইরানের প্রেসিডেন্ট নিজে এবং তার মন্ত্রীদের অন্তত কয়েকজন অনুগামীদের সাথে যোগাযোগের জন্য বিভিন্ন সামাজিক মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করেন, তখন ইরানি নাগরিকদের জন্য ফেসবুকের মত সাইটে প্রবেশে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।
ইরান ভাতান ডাস্ট এই খবর সম্পর্কে [ফার্সী ভাষায়] টুইট করেছেন:
خسته نباشن.. در مرحله بعدی تو فکرن چطوری افکار ملت رو هم فیلتر کنن #ویچت
— ایران وطن دوست Iran (@vattandoost) December 19, 2013
পরবর্তী পদক্ষেপ হচ্ছে, তারা মানুষের চিন্তাধারা ফিল্টার করার চেষ্টা করবে।
ফার রানাক [ফার্সী ভাষায়] টুইট করেছেন:
اگه از #ویچت استفاده میکنین یا نه اصلا مهم نیست! مگه نمیفهمین این که #فیلتر میکنن مشکل اصلیه!
— Faaar Rannak (@FaaaRRannak) December 19, 2013
আপনি উইচ্যাট ব্যবহার করেন বা করেন না তা কোন ব্যাপার নয়। প্রধান সমস্যা হল, তারা এটি ফিল্টারিং করছে।
ইরানি ব্লগার গিলবোয়গ্রিন লিখেছেন [ফার্সী ভাষায়]:
কেন ইসলামী প্রজাতন্ত্রটি উইচ্যাট ফিল্টার করছে? কারণ, মানুষ যখন একে অপরের সাথে কথা বলে তখন তারা ভয় পায়। আজ সম্ভবত [একটি আবেদন] ফিল্টার করা হবে যার প্রতীক সংলাপ। মানুষ একে অপরের সঙ্গে কথা বলার অনুমতি না দেওয়ার কি কারণ থাকতে পারে? কর্তৃপক্ষকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। যখন সংলাপ, ধারনা এবং যোগাযোগের বিনিময়ের একটি চ্যানেল বন্ধ করা হয়, কিভাবে আপনি সংলাপের মাধ্যমে সমাজে মানুষের সমস্যা সমাধান আশা করতে পারেন? … “চ্যাট” শব্দটি ভয় করবেন না। চ্যাট বিভিন্ন সমাজে গৃহীত একটি সহজ ও মানবিক আইন।
অন্য ব্লগার ১ইরনি [ফার্সী ভাষায়] লিখেছেন:
অলিখিত আইন [ঐতিহ্য] মতে, খাদ্য সহ পণ্য যাই হোক না কেন, বিদেশ থেকে যা ইরানে আসে প্রথমবারের মতো নিষিদ্ধ করা হয়… এই ধরনের বেশ কিছু উদাহরণ রয়েছে, সেসব পণ্য ধীরে ধীরে লক্ষ হয়ে উঠছে, যেমন টমেটো খাওয়া, টিভি দেখা [এগুলো সব হারাম, পাপিষ্ঠ বলে ঘোষণা করা হয়েছে]। উইচ্যাট বন্ধ করতে বহু সংসদ সদস্য সম্প্রতি চাপ দিয়েছেন। কিন্তু আমরা এখনও সাইফনের [সেন্সর এড়ানোর সফটওয়্যার] মাধ্যমে এটি ব্যবহার করতে পারি।
ইরানের নতুন প্রেসিডেন্টের [ফার্সী ভাষায়] একটি আঙুল ইশারা বিদ্রূপের সঙ্গে ইরানের ম্যান-মাসুদ ব্লগ:
রুহানি, আপনাকে ধন্যবাদ।