ইয়েমেন: #কোনড্রোননয় প্রচারাভিযান

ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোনযুদ্ধের প্রতি নিন্দা জানানোর জন্যে ইয়েমেনীরা টুইটারে একটি প্রচারাভিযান শুরু করেছে। তারা হ্যাশট্যাগ #কোনড্রোননয় ব্যবহার করে টুইট করছে এবং অ-ইয়েমেনীদের প্রতিবাদ করে তাদের প্রচারণায় যোগদানের আহবান জানাচ্ছে।

ইয়েমেন থেকে মাই সালেহ টুইট করেছেন:

@এ৪(ফর)মাই: এক মুহূর্ত ভেবেই আমাদের সঙ্গে চিৎকার করুন: কোনো জঙ্গলের আইন নয়, কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নয়, নয় কোনো নিরপরাধ বেসামরিক জনগণের হত্যাকাণ্ড #কোনড্রোননয়

ড্রোন আক্রমণ বন্ধ কর, প্রতিবাদের প্ল্যাকার্ড।

ড্রোন আক্রমণ বন্ধ কর, প্রতিবাদের প্ল্যাকার্ড। ছবি, ফ্লিকা্রে (সিসি বাই ২.০) মিশাইপ্যান্টস

লন্ডন থেকে ব্রিটিশ-ইয়েমেনী এক্টিভিস্ট তালাল আহবান জা্নিয়েছেন:

@২৫ফেবস্বাধীনতা: “সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ”-এর নামে #ইয়েমেনে #মার্কিন যুক্তরাষ্ট্র বেসামরিক জনগণ হত্যা করছে। খোদার দোহাই #ইয়েমেনে #ড্রোনবন্ধকর #কোনড্রোননয়

প্রচারাভিযানটি ১৩ই মে প্রেসিডেন্ট ওবামার সন্ত্রাসবিরোধী উপদেষ্টা জন ও. ব্রেনান যেদিন আব্দু রাব্বু মানসুর হাদি, ইয়েমেনের প্রেসিডেন্ট সঙ্গে সাক্ষাৎ করেছে সেদিনই শুরু হয়েছে এবং পরের দিনই বাড়িয়ে দেয়া অভিযানে কথিত ১১ জন জঙ্গি নিহত হয়।

ইয়েমেন-ভিত্তিক ব্রিটিশ সাংবাদিক টম ফিন্ টুইট করেছেন:

@টমফিন২: মার্কিন সন্ত্রাসবিরোধী সম্রাট জন ব্রেনান সানা’তে উপস্থিত হলে ইয়েমেনীরা টুইটার একটি #কোনড্রোননয় প্রচারাভিযান শুর করে… #ইয়েমেন

মাই সালেহ ব্রেনানের উদ্দেশ্যে কিছু টুইট করেছেন:

@এ৪(ফর)মাই: সফরকারী জনাব #ব্রেনানের প্রতি জরুরী বার্তা: #ইয়েমেন থেকে আপনার হাত গুটান এবং আমাদের আকাশ থেকে চিরতরে আপনার ড্রোন সরিয়ে নিন। ইয়েমেনী নাগরিক #কোনড্রোননয়

‏@এ৪(ফর)মাই: প্রিয় জনাব ব্রেনান, #পাকিস্তানে আপনার নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে, আবার কেন এটা #ইয়েমেনে পরীক্ষা করছেন? ব্যর্থতাই এর নিশ্চিত পরিণতি, আন্তরিকভাবে #কোনড্রোননয়

ইয়েমেনীরা সন্ত্রাসবাদের নিন্দা করে এবং তারা বিশ্বাস করে মার্কিন ড্রোনের ব্যবহার একে  বাড়াবে মাত্র, ব্লগার আতিয়াফ আলওয়াজির উল্লেখ করেন:

@ইয়েমেনেরনারী: কারণ আমি  #সন্ত্রাসবাদ এবং #চরমপন্থা’র বিরুদ্ধে, আমি #ড্রোন-এরও বিরুদ্ধে। এটা ফলাফল বিরোধী এবং চরমপন্থা আরো উস্কে দিবে। #কোনড্রোননয় #ইয়েমেন #মার্কিন

@ইয়েমেনেরনারী: আমরা বলছি #কোনড্রোননয়, কারণ আমরা #ইয়েমেনে কোন জঙ্গি চাই না। ড্রোন জঙ্গিদের উৎপাটন করে না, (নবরং) তাদের উপস্থিতি প্রবল করে।

ইয়েমেন-ভিত্তিক ফরাসি সাংবাদিক বেঞ্জামিন ওয়াসেক টুইট করেছেন

@নেফেরমা’ত: #মার্কিন ড্রোন এবং বিমান আক্রমণ পরিস্থিতির উন্নয়নের চেয়ে চরমপন্থা এবং অসন্তোষ আরো সৃষ্টি করে: ড্রোনকে না বলুন!! #কোনড্রোননয়

তিনি অবশ্য ইয়েমেনে অসামরিক হতাহত সম্পর্কে বড় একটা উল্লেখ করা হয় না এমন একটি ড্রোন হামলা সম্পর্কিত লিংক টুইট করছেন।

আতিয়াফ আলওয়াজির যোগ করেছেন:

@ইয়েমেনেরনারী: প্রতিটি শিরোনামে আপনি পড়বেন #ইয়েমেনে ড্রোন আক্রমণে “জঙ্গি” নিহত, (তাহলে) উল্লেখ করা হয় না এমন বেসামরিক জনগণ হত্যাকাণ্ডের কথা চিন্তা করে দেখুন #কোনড্রোননয়

সানা২(টু) আল-ইয়েমেন নামে একজন ইয়েমেনি নারী-সাংবাদিক ও কবি তার ঘৃণা টুইট করেছেন:

@সানাসিনো: পৃথিবী জুড়ে মার্কিন কর্মকর্তারা আমাদের #ইয়েমেনের জনগণকে নিয়ে একটি ভিডিও গেম খেলছে, সেটা জেনে মনে ঘেন্না লাগে #কোনড্রোননয়

@সানাসিনো: #ইয়েমেনে একটি #কোনড্রোননয় নীতি দিয়ে #যতদ্রুতসম্ভব সমর্থন এবং ক্ষমতা কমাতে শুরু করতে করতে হবে

এবং সবশেষে, ইয়েমেনের শামস অনেক ইয়েমেনীর ভাগাভাগি করা একটি আশা টুইট করেছেন যে নতুন সরকার মার্কিন ড্রোন হামলা বন্ধ করবে:

@শামসআলশোমোস: আমি আশা করি #হাদি তার জনগণের কল্যাণের পক্ষে কথা বলবেন এবং কাজ করবেন যা #সালেহ কখনো করেননি #কোনড্রোননয় #ইয়েমেনে

প্রচারাভিযানটি সম্পর্কে আরো জানতে হ্যাশট্যাগ #কোনড্রোননয় অনুসরণ এবং এই গল্পায়ন পাঠ করুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .