ইয়েমেন: এক ব্যক্তির রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন

এই প্রবন্ধটি ইয়েমেন বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।

ইয়েমেনের প্রতিদ্বন্দ্বিতাহীন এবং অভূতপূর্ব “ এক ব্যক্তির নির্বাচনের” এক নির্বাচনের আর মাত্র একদিন বাকি, যা কিনা আগামীকাল (২১ ফ্রেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে, যার মধ্যে দিয়ে রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ সালেহ –এর ৩৩ বছর ধরে চলতে থাকা শাসনের অবসান ঘটাবে এবং এর জন্য ব্যায় হবে ৪৮ মিলিয়ন মার্কিন ডলার

এই নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে থাকা সাংবাদিকদের কিছু মন্তব্য নিচে প্রদান করা হল:

@কাসিনফ: দুই মাসের অবসরের পর মাত্র আবার সানায় এসে হাজির হলাম। হাদির পোস্টারে সব জায়গা ছেয়ে আছে, কোন চেকপয়েন্ট নেই, হাসাবায় কিছু অস্ত্রধারী আদিবাসী বাছবিচারহীন ভাবে ঘুরছে। ভিন্ন এক অনুভূতি অনুভব করছি।

টমফিন২:

এখানে অদ্ভুতভাবে এক নির্বাচনী প্রচারণা এগিয়ে যাচ্ছে। সকল জায়গায় পোস্টার চোখে পড়ছে। এমনকি ইতোমধ্যে আমি হাদির জন্য স্বপ্ন দেখা শুরুর করেছি।# ইয়েমেন

কেলিএমসেভারস:

#ইয়েমেন ফিরে আসতে পেরে ভাল লেগেছে। এখন আর বুলেট উড়ছে না। বিমানবন্দরে গোলাগুলি হচ্ছে না। আগামীকাল নির্বাচন। পুরোনো এই শহর জুড়ে সকাল শান্ত হয়ে রয়েছে।

আইওনাক্রেইগ:

গত আধা ঘণ্টা ধরে আমার জানালার পাশে ঘুরেফিরে জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে । ধন্যবাদ। আমার মাথা পুরোপুরি গেছে।

জামজুম সিএনএন :
সানার চারপাশে হাদির এত ছবি আর পোস্টার দেখে ভাল লাগছে (গতবার যখন আমি ছিলাম তখনকার চেয়ে এখন সালেহ-এর ছবির পরিমাণ এখন কম)। # ইয়েমেন

@হগনাইলর:

ইয়েমেন: মুভেনপিক হোটেল, যেখানে সাংবাদিকরা “নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য” নাম নিবন্ধন করেছে, সেখানকার প্রবেশ পথে পুরোনো রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ সালেহ-এর ছবি ঝুলছে।

এ্যাডামএমবারন:

আমি এই বিষয়ে বাজী ধরতে রাজি যে শীঘ্রই রাষ্ট্রপতি হাদির পোস্টারের সংখ্যা জনতার সংখ্যাকে ছাড়িয়ে যাবে।#সানা# ইয়েমেন

সরকারি নির্বাচনী কর্মকর্তারা “একসাথে আমরা নির্মাণ করব” নামক যে নির্বাচনী প্রচারণা ভিডিও তৈরি করেছে, সেটিকে ব্যাঙ্গ করে @ইজাতওয়াগদি, ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছে যার শিরোনাম “ একসাথে আমরা সব ধ্বংস করব”:

سوا نفنيها | أنميشن عزت وجدي : ‎http://youtu.be/0_YQUFUiMXA‏

برومو من تصميمي لمهزلة الإنتخابات اليمنية شديدة التنافس

এই ভিডিওতে দেখানো হয়েছে যে সালেহ-এর সমর্থক এবং প্রাক্তন বিরোধীরা খুশীতে একসাথে নাচছে এবং সাথে একটা স্লোগান বহন করছে, যেখানে লেখা “ আমরা একসাথে, ২১ ফ্রেব্রুয়ারি তারিখে ক্ষমতা গ্রহণ করব”।

এখানে যে কথাটি লেখা আছে তার ইংরেজী অনুবাদ হচ্ছে এ রকম:

হ্যাঁ, একজন যোগ্য পূর্বসূরির একজন যোগ্য উত্তরসূরি।

অতীতে যা ঘটেছে পরম করুণাময় তা ক্ষমা করুন, হ্যাঁ আমাদের এক নতুন ইয়েমেন গড়তে হবে।

ইয়েমেনের জন্য এক রাষ্ট্রপতি, সরকারে জন্য নয়।

আমরা আমাদের শান্ত (রাষ্ট্রপতি পদপ্রার্থী হাদির নামের আক্ষরিক অর্থ) এবং শান্তিপূর্ণ ব্যক্তির প্রতি আমাদের সমর্থন ঘোষণা করলাম।

একমাত্র আমি আসল, আর বাকীর বিড়াল

নির্বাচনে আমার সৌভাগ্য কামনা করুন…হাদি

@কেটিজিমারম্যানের প্রবন্ধ ক্রিটিকাল থ্রেট (জটিল হুমিক)-এ একটি রেখাঙ্কন বা গ্রাফ পোস্ট করা হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ধারণ করে, যদি ধারনা করি এই তথাকথিত নির্বাচনের মাধ্যমে ইয়েমেন সালেহ- এর শাসনের হাত থেকে মুক্তি লাভ করব, কিন্তু কিভাবে এবং কোনদিন কি তা সালেহ-এর পারিবারিক যে নেটওয়ার্ক, তার হাত থেকে রক্ষা পাবে, যা এখনো ইয়েমেনের শাসনের ক্ষেত্রে কার্যকর।

আমার নতুন প্রবন্ধে গ্রাফটি যাচাই করুন (http://bit.ly/zYBD9P) # ইয়েমেন। @টিমপ্রেসিয়েন্ট-কে ধন্যবাদ

Saleh Family Network

সালেহ-এর পারিবারিক নেটওয়ার্ক

তিনি দেখান যে :

সালেহ–এর সরকার, তার তিন দশকের শাসনের মাধ্যমে তার পরিবার এবং তার ঘনিষ্ঠদের সরকার এবং সামরিক বাহিনীর উচ্চ পদে নিয়োগ দিয়ে দেশে নিজের এক শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে। সালেহ-এর হাত এখন রাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠান পর্যন্ত বিস্তৃত হয়েছে, যার ফলে তার পৃষ্ঠপোষকদের বিস্তৃত জাল থেকে প্রকৃত রাষ্ট্রকে বিচ্ছিন্ন করা প্রায় অসম্ভব ব্যাপারে পরিণত হবে। এই বাস্তবতায়, সালেহ-এর ইয়েমেন, হোসনি মোবারকের মিশরের চেয়ে অনেক বেশী সাদ্দামের সময়কার ইরাকে পরিণত হয়েছে, যে মিশরে সামরিক বাহিনী এক বিশেষ পরিমাণ ক্ষমতা পুনরুদ্ধার করেছে।

এই প্রবন্ধটি ইয়েমেন বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .