গত কয়েক বছর ধরে ফুটবল ছিল মিশরীয় নাগরিকদের প্রধান আনন্দের উৎস। মিশরীয় জাতীয় ফুটবল দল সম্প্রতি পরপর ধারাবাহিক ভাবে মিশর, ঘানা এবং এ্যাঙ্গোলায় অনুষ্ঠিত আফ্রিকান কাপ অফ নেশনস নামক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল। এই সব প্রতিযোগিতার সময় স্বাভাবিক দৃশ্য ছিল এরকম যে, এখনকার জনতা চুম্বকের মত. সম্মোহিত হয়ে টিভি সেটের সামনে বসে থাকত, আর প্রতিটি বিজয়ের জন্য তারা তাদের পতাকা নিয়ে তৈরি থাকত এবং বিজয়ের পর তাদের গাড়ি গুলো আওয়াজ করতে থাকত, আর তা উদযাপন করা জন্য রাস্তায় বেড়িয়ে পড়ত।
যাই হোক, মিশর গতকাল (২৬ মার্চ) আফ্রিকান কাপ অফ নেশনসের বাছাই পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলে এবং এই খেলায় শেষ মুর্হূতের গোলে হেরে যায়। এখন এমন এক সম্ভাবনা প্রবল হয়ে দেখা দিয়েছে যে, ইতিহাসে এই প্রথমবারের মত মিশর হয়ত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা নাও অর্জন করতে পারে। কিন্তু আপনারা জেনে থাকবেন যে, মিশরের কেউ এতে আদৌও মন খারাপ করেনি। এমনকি অনেকে এই ঘটনায় বেশ আনন্দিত। সাম্প্রতি অনুষ্ঠিত মিশরীয় বিপ্লবের কি এতে কোন ভূমিকা রয়েছে?
মাজেন এবং ইয়াসির বিশ্বাস করে যে মিশরীয় নাগরিকরা তাদের দৈনন্দিন জীবন থেকে পালানোর জন্য ফুটবলকে ব্যবহার করত:
@
MazenAdel: اول مرة مزعلش ان منتخب مصر اتغلب,زمان كنا بنفرح عشان مفيش غير الكورة يفرحنا,دلوقتى عايشين البديل الاكبر الى بيفرحنا كل يوم ببلدنا
@
মাজেনআদেল: এই প্রথম, খেলায় হেরে যাবার কারণে আমার মন খারাপ হয়নি। অতীতে, ফুটবল ছিল একমাত্র বিষয় যা আমাদের আনন্দে ভরিয়ে রাখত, কিন্তু এখন আমরা তার চেয়ে বড় বিকল্প এক বিষয়ের মধ্যে বাস করছি, যা আমাদের প্রতিদিনের জীবন আনন্দে ভরিয়ে রাখছে।
@
yasser.taha: عندما نفقد الوطن نبحث عنة في مبارة كرة قدم ….وعندما نمتلك الوطن لاتفرق معنا مبارة كرة القدم
@
ইয়াসের. তাহা: যখন আপনি আপনার রাষ্ট্রকে হারিয়ে ফেলেন, তখন এর ফলে আপনি ফুটবল খেলার দিকে তাকান, কিন্তু যখন আপনি আবার তা ফিরে পান, তখন আপনি আর ফুটবল নিয়ে ততটা চিন্তিত নন।
মিশরীয় ট্যাক্সি ড্রাইভাররা মিশরের পতাকা নিয়ে জয়ের আনন্দ উদযাপন করছে, ছবির কপিরাইট ডেমোটিক্সের।
এছাড়াও প্রতিবাদ বিক্ষোভের সময় মিশরের অনেক ফুটবল খেলোয়াড় হোসনি মুবারকের সমর্থনে যে সব শোভাযাত্রা বের হয়েছিল তাতে অংশ নিয়েছিল। এখন থেকে দেড় বছর আগে, মুবারক, তার প্রচার মাধ্যম এবং ফুটবল দলের খেলোয়াড়রা আলজেরিয়া এবং মিশরের বিরুদ্ধে প্রায় এক যুদ্ধ শুরু করে দিয়েছিল এবং এই ফুটবল খেলার কারণে তারা আলজেরীয় জনতার বিরুদ্ধে অজস্র মিথ্যা এবং ঘৃণা সূচক বাক্য ছড়িয়ে দিয়েছিল। সে সময় প্রায় সকল মিশরীয় নাগরিক এই মিথ্যাচারের শিকার হয়েছিল এবং এ কারণে অনেকের কাছে ফুটবল দলটি মুবারক শাসনামলের দূর্নীতির এক প্রতীক।
@
ktarek78: اللي اتغلب ده منتخب مؤيدي مبارك
@
কেতারেক৭৮: যে দলটি এই খেলায় হেরে গেছে, তারা মুবারক সমর্থকের দল।
@
alibrisha:منتخب مصر مازال يعيش في عصر مبارك يتصرف مثله .. بطء في التفكير.. ضعف في التنفيذ.. فساد في إختيار التشكيل طبقا للواسطة والمحسوبية
@
আলিব্রিশা: মিশরীয় ফুটবল দলটি এখনো মুবারকের যুগে বাস করছে এবং সেই মোতাবেক কাজ করছে.. তাদের চিন্তা ভাবনায় খুব ধীর গতির… তারা কোন শক্তিশালী/বুদ্ধিমত্তাপূর্ণ কাজের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না.. দলে খেলোয়াড়র বেছে নেওয়ার ক্ষেত্রে প্রচণ্ড দূর্নীতি করা হয়।
এই ঘটনায় জনগণ মন খারাপ করেনি, শুধু তাই নয় আবার তারা একই সাথে এই ঘটনায় খুশী হয়েছে, কারণ তারা বিশ্বাস করে, এতে লোকজন মিশরে হতে যাওযা রাজনৈতিক সংস্কারের প্রতি আরো বেশি মনোযোগ প্রদান করতে পারবে।
@
Sherifmgdy: شكرا جنوب أفريقيا علي دعم مجهودات التحول السياسي في مصر
@
শেরিফমাগদি: মিশরে এখন যে রাজনৈতিক সংস্কার অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার প্রতি সমর্থন প্রদান করার জন্য দক্ষিণ আফ্রিকাকে ধন্যবাদ।
@
Nourinho82: كده بقى يا وحوش مفيش منتخب حتى 2014 شوفوا بقى هتضحكوا علينا اذاى؟و اللهى الحكومة دى صعبانه عليا
@
নোওরিনহো৮২: ভালো, তাহলে আমাদের জাতীয় ফুটবল দলের সময়সূচি ২০১৪ সাল পর্যন্ত খালি খাকবে। সরকারের প্রতি এখন আমার করুণা হচ্ছে, এখন আমাদের মনোযোগ বিচ্ছিন্ন করার জন্য তাদের হাতে আর কোন কিছু থাকবে না।
এবং সবশেষে, মুহাম্মদ খোঁচা মেরে কিছু মজা করার লোভ সামলাতে পারেনি।
@
m7abib:الثورة المضادة: المنتخب مايروحش أصلا بطولة أفريقيا، الجماهير تطالب بعودة مبارك راعي الرياضة الأول في مصر
@
এম৭আবিব: প্রতি বিপ্লব-এর ঘটনা: মিশরীয় ফুটবল দল পরবর্তী আফ্রিকান কাপ অফ নেশনস নামক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উঠার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে, এবং লোকজন মুবারককে মিশরে ফিরে এসে, মিশরের খেলাকে উদ্ধার করার জন্য আহ্বান জানাচ্ছে।