ইরানী আর অইরানী নাগরিকেরা অনলাইনে শিল্পকর্ম তৈরি করেই যাচ্ছেন ইরানীদের সমর্থনে যারা ইরানের জুন ১২ এর প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে বিক্ষোভ করছেন।
গত মাসে আমরা কিছু উদাহরণ প্রকাশ করেছিলাম কিভাবে ‘শিল্প বিক্ষোভের সাথে মিলেছে’।
একজন আমেরিকান শিল্পী টিম রেইনস ইরানী বিক্ষোভকারীদের সাথে একাত্মতা প্রকাশ করে একটি ডিজাইন সৃষ্টি করেছেন:
হামেদ পুরাবেদিনের ডিজাইন গত দুই সপ্তাহে ইরানী বিক্ষোভকারীদের মৃত্যুকে তুলে ধরেছে। তিনি বলেছেন যে বিক্ষোভকারীদের হত্যা করলে বিক্ষোভ তাতে আরো শক্তিশালী হয়:
ইরানী ব্লগার এলিকা হেদায়েত তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে তার শিল্পকর্ম তুলে ধরেছেন:
নীচের ডিজাইনটিও এলিকা হেদায়েতের করা। ফার্সী ভাষায় লেখা শব্দগুলো একজন বিক্ষোভকারীর স্লোগান তুলে ধরেছে: ”ভয় পাবে না আমরা সবাই একসাথে।“
নিকু তার বন্ধু প্যাট্রিকের মূল একটি ডিজাইন প্রকাশ করেছেন:
একজন ইরানী শিল্পী পিয়ানো বাজিয়ে আর গান শুনিয়ে সম্মান দেখিয়েছেন ইরানী তরুণী নেদা আগা সোলতানকে, যিনি ২০শে জুন নির্বাচনোত্তর বিক্ষোভের সময়ে তেহরানে গুলিতে নিহত হন। এই ভিডিও লেখার সময় পর্যন্ত ৩৬০০০ এরও বেশী লোক দেখেছেন:
ইরানী নির্বাচন ২০০৯ এর উপরে আরও তথ্যের জন্যে অনুগ্রহ করে গ্লোবাল ভয়েসেস এর বিশেষ পাতা দেখুন।