তুরস্কে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বরের মধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে সংগঠিত অপরাধের তদন্তকারী বিশিষ্ট সাংবাদিকসহ কয়েক হাজার সাংবাদিককে আটক করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার প্রবক্তারা “সংবাদপত্রের স্বাধীনতার উপর রাষ্ট্রীয় দমনাভিযানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।” এক ডজনেরও বেশি আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা “গণমাধ্যমের স্বাধীনতার উপর তুর্কি সরকারের আক্রমণের নিন্দা করে” একটি বিবৃতিতে স্বাক্ষর করেছে।
সাংবাদিক তোলগা সার্দানকে স্বাধীন অনলাইন সংবাদ মঞ্চ টি২৪-এ ৩১ অক্টোবর প্রকাশিত বিচার বিভাগের মধ্যেকার দুর্নীতির মাত্রা তুলে ধরা “জাতীয় গোয়েন্দা সংস্থার রাষ্ট্রপতির কাছে উপস্থাপিত ‘বিচারিক প্রতিবেদনে’ কী আছে?” নিবন্ধের জন্যে ১ নভেম্বর, ২০২৩ গ্রেপ্তার করা হয়। সার্দানকে ৫২৩৭ নং আইনের ২১৭/ক ধারায় “প্রকাশ্যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করার” অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। সার্দানের গ্রেপ্তারের কিছুক্ষণ পরে নিবন্ধটি অবরুদ্ধ করা হয়।
গত অক্টোবরে মাসে সাংবাদিক তৈমুর সোয়কানের ঘুষের বিনিময়ে ইস্তাম্বুলের আনাতোলীয় শান্তির ৪র্থ ফৌজদারী বিচারকের প্রবেশ নিষেধাজ্ঞা জারির তদন্তের নিবন্ধটিতে প্রবেশাধিকার অবরুদ্ধ করা হয়েছে। ইস্তাম্বুলের আনাতোলীয় শান্তির ৪র্থ ফৌজদারী বিচারকের করা প্রবেশ নিষেধাজ্ঞা সম্পর্কিত সকল সিদ্ধান্তের নথিভুক্ত করা ফ্রি ওয়েব তুরস্কের একটি নিবন্ধও অবরুদ্ধ করা হয়েছে। এক্সের (পূর্বের টুইটারের) একটি থ্রেডে ফ্রি ওয়েব তুরস্ক প্রবেশ নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত আদালতের সিদ্ধান্তের বিশদ বিবরণ দিয়েছে: “[আদালতের] সিদ্ধান্ত [অবরোধ করার] সুযোগের মধ্যে সোয়কানের প্রাসঙ্গিক নিবন্ধ, নিবন্ধটিতে উদ্ধৃত সংবাদ, এবং পরে সোয়কানের নিবন্ধ সম্পর্কিত সকল সংবাদ ও সামাজিক গণমাধ্যমের পোস্ট অবরুদ্ধ করা হয়েছে।” ফ্রি ওয়েব তুরস্ক জানিয়েছে, একই সিদ্ধান্তে সামাজিক গণমাধ্যমের পোস্ট ও ভিডিওসহ সকল প্রকাশিত মঞ্চ থেকে সকল ধরনের কভারেজ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে, যা এই বিষয়ে ১৭১টি পৃথক প্রতিবেদনকে প্রভাবিত করেছে।
“সার্দানের সংবাদ নিবন্ধটি তুরস্কের বিচার ব্যবস্থায় দুর্নীতিকে মারত্মক আঘাত করা অভিযোগের অনুসন্ধানী প্রতিবেদনের একটি ধারাবাহিকের সর্বশেষ যা জনসাধারণের বৈধ উদ্বেগের মধ্যে পড়ে। এসব প্রতিবেদন আদালতের আদেশে অনলাইনে অবরোধ করা হয়েছে,” জানিয়েছে ১৮টি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার যৌথ বিবৃতি।
এই অপসারণগুলি ২০২২ সালের অক্টোবরে গৃহীত “বিভ্রান্তি আইন” এর মাধ্যমে বৈধ করা হয়েছে।
সীমান্তবিহীন প্রতিবেদকের মতে, আইনটি কার্যকর হওয়ার পর থেকে কুখ্যাত বিলটি ইতোমধ্যে কমপক্ষে ২০ জন সাংবাদিকের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। সংস্থাটির দেশীয় প্রতিনিধি এরোল ওন্দারোগ্লু বলেছেন:
এক বছরের ব্যবহার প্রমাণ করার জন্যে যথেষ্ট যে বিভ্রান্তিমূলক আইনটি শুধু সাংবাদিকতার প্রতিবেদন ও তদন্তকে আরো দুর্বল করার জন্যে প্রণীত। ফেব্রুয়ারির ভূমিকম্প ও ১৪ থেকে ২৮ মে অনুষ্ঠিত সংসদীয় ও রাষ্ট্রপতি নির্বাচন পরবর্তী সঙ্কট নিয়ে লেখা সাংবাদিকদের বিরুদ্ধে সর্বোপরি এই দমনমূলক হাতিয়ার ব্যবহার করা হয়েছে। এটি ইতোমধ্যে বিচারিক হয়রানির শিকার সাংবাদিকদের জন্যে ভীতিকর পরিবেশকে শক্তিশালী করতে সাহায্য করেছে। এটির অপব্যবহার বন্ধ করতে হবে।
একই দিনে ও সার্দানের মতো একই অভিযোগে আটক আরেক কলামলেখক চেঙ্গিজ এরদিন। তার সর্বশেষ নিবন্ধটি ছিল সাম্প্রতিক বছরগুলিতে অর্থ পাচারের ক্ষেত্রে কম দোষী সাব্যস্তের হার সংক্রান্ত।
তুরস্কে আঘাত করা বিধ্বংসী ভূমিকম্পের একদিন পরে ৭ ফেব্রুয়ারি তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ান রাষ্ট্রীয় তথ্য সমন্বয় কেন্দ্র থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। তার ভাষণে তিনি রাষ্ট্র তাদের অনুসরণ করছে “যারা ভুয়া খবর এবং বিকৃতি দিয়ে আমাদের জনগণকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাতে চায়। এটি বিতর্কের দিন নয়। যখন দিন আসবে তখন আমরা আমাদের রাখা নোটবুকটি খুলবো” বলে সতর্ক করেন। বিবৃতিটির পরে সাংবাদিকসহ অনেক ব্যক্তিকে তিরস্কার করা হলেও, সম্প্রতি ২ নভেম্বর স্বাধীন মঞ্চ বিয়ানেটের এভরিম কেপেনেক অভিসংশকের দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি পান যাতে তাকে তার ৬ ফেব্রুয়ারির ভূমিকম্প সম্পর্কিত সামাজিক গণমাধ্যম পোস্ট গুলি নিয়ে একটি বিবৃতি দিতে হবে বলে জানানো হয়েছে।
“একটি সন্ত্রাসী গোষ্ঠীর জন্যে প্রচারণা ছড়ানোর” অভিযোগে আরেক সাংবাদিক দিলসাহ কায়া স্বাধীন অনলাইন সংবাদ মঞ্চ ওজগুর গুন্দেমে প্রকাশিত একটি নিবন্ধের জন্যে ২ নভেম্বর গ্রেপ্তার হয়েছেন।
ক্ষমতাসীন ন্যায়বিচার ও উন্নয়ন পার্টি একটি পৌরসভার জমি বিক্রির বিষয়ে বিরগুন প্রকাশিত একটি প্রতিবেদনে “প্রকাশ্যে বিভ্রান্তিকর তথ্য প্রচারের” অভিযোগে বিরগুন পত্রিকার তিন সাংবাদিক উগুর শাহিন, ইসমাইল আরি ও উগুর কোকের বিরুদ্ধে একটি পৃথক তদন্ত শুরু করেছে।
আটককৃতদের মধ্যে সার্দানের মতো একই অভিযোগে স্বাধীন হাল্ক টেলিভিশনের একজন সাংবাদিক দিনসার গোকেও রয়েছেন। বিচার বিভাগীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার অধীনে গোকসেকে সেদিনই মুক্তি দেওয়া হয়। অভিযুক্ত দুই গ্যাং নেতার মুক্তির একটি সংবাদের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
এক্সে একটি পোস্টে তুরস্কের প্রধান বিরোধী দলের নেতা কেমাল কিলিকদারোগলু তিন সাংবাদিকের আটককে “মুক্ত গণমাধ্যমের প্রতি বৈরিতা” বলে অভিহিত করেছেন।
গত ২ নভেম্বর ছয় সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে।
অবরুদ্ধ সংবাদ
তুরস্কে দুর্নীতি বা যথাযথ প্রক্রিয়ার অনিয়ম সম্পর্কিত বিষয়বস্তু প্রায়শই অবরোধ করা হয়। কিছু অনুমান অনুসারে অবরোধ করা খবরের প্রায় অর্ধেকই সরাসরি এরদোয়ান, তার পরিবার বা একেপি বিভিন্ন মেয়র ও কর্মকর্তাদের সম্পর্কিত।
মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বিচারের মুখোমুখি সাংবাদিক ও ব্যক্তিদের আইনি সহায়তা প্রদানকারী একটি সংস্থা গণমাধ্যম ও আইন শিক্ষা সমিতির (এমএলএসএ) সাম্প্রতিকতম ইন্টারনেট সেন্সর প্রতিবেদন অনুসারে, “২০২২ সালে অন্তত ৩৫,০৬৬টি ডোমেন নাম, ৩,১৯৬টি সংবাদ নিবন্ধে প্রবেশাধিকার, ২,০৯০টি সামাজিক গণমাধ্যমের পোস্ট ও ১৮৪টি সামাজিক গণমাধ্যম অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়।”
প্রতিবেদনটিতে দেখা গেছে অবরুদ্ধ ডোমেন নামের মধ্যে ৫৩টি ওয়েবসাইট তাদের স্বাধীন বা বিরোধী মতামতের জন্যে পরিচিত।
সংবাদ নিবন্ধগুলির মধ্যে প্রবেশাধিকার অবরোধের সবচেয়ে সাধারণ বিষয়বস্তু হলো ক্ষমতাসীন ন্যায়বিচার ও উন্নয়ন পার্টি, রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও তার পরিবার এবং সরকার, দল বা রাষ্ট্রপতির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও সংস্থা। এই কারণে ৩,১৯৬টি সংবাদ নিবন্ধের মধ্যে ১,৭৭০টি অবরোধ করা হয়েছে। সংবাদ নিবন্ধগুলি অবরোধের অন্যান্য সাধারণ কারণের মধ্যে রয়েছে ” প্রথম স্থানে রয়েছে ব্যক্তিগত অধিকার লঙ্ঘন (২০২২ সালে ব্লক করা ৩,১৯৬টি সংবাদ নিবন্ধের মধ্যে, ৩,১৯১টি এই কারণে অবরুদ্ধ হয়েছিল), জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষা, এবং সীমাবদ্ধতার সংবিধি এবং সেই সময়ে সংবাদ নিবন্ধটির ‘সত্য এবং নির্ভুলতার’ মানদণ্ড পূরণ না করা।”
সীমান্তবিহীন প্রতিবেদকের ২০২৩ দেশভিত্তিক প্রতিবেদন অনুসারে, ১৮০টি দেশের মধ্যে ১৬৫তম স্থানে থাকা তুরস্কে “কর্তৃত্ববাদের বিস্তৃতি গণমাধ্যমের বহুত্ববাদকে চ্যালেঞ্জ করছে” এবং “সমালোচকদের দুর্বল করতে সম্ভাব্য সকল উপায় ব্যবহৃত।”