বার্বাডোস দুষ্প্রাপ্য জল সম্পদ রক্ষার প্রচেষ্টা বাড়িয়েছে

ক্যানভা প্রো’র মাধ্যমে নিবন্ধের ছবি।

একটি বিষয়বস্তু ভাগাভাগির চুক্তির অংশ হিসেবে ক্যারি-বয়েস পরিবেশগত সংবাদ নেটওয়ার্কে প্রথম প্রকাশিত এই গল্পটির একটি সংস্করণ নীচে প্রদর্শিত হলো৷

লিখেছেন কাইল ফস্টার

বার্বাডোসে জল ঘাটতির সমস্যা মোকাবেলায় বর্তমানে দেশব্যাপী বার্বাডোসে টেকসই জলখাত সহনশীলতা যোগসূত্র (ডাব্লিউএসআরএন এস বার্বাডোস) প্রকল্পে সহ-অর্থায়ন (প্রায় ৩০৩.২২ কোটি টাকা) করছে সবুজ জলবায়ু তহবিল (জিসিএফ)।

আনুমানিক ৪৯৬.৫৮ কোটি টাকা মূল্যের প্রকল্পটির লক্ষ্য নবায়নযোগ্য জ্বালানি অন্তর্ভুক্ত, বৃষ্টির জল সংগ্রহের প্রচারণা এবং পরিস্থিতিটির জলবায়ু সংকটের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে বার্বাডোসের জল সরবরাহকে আরো টেকসই ও সহনশীল হয়ে উঠতে সাহায্য করা।

দেশের জল সম্পদের সহনশীলতা উন্নত করতে বার্বাডোসের কর্তৃপক্ষ গৃহীত অনেকগুলো প্রচেষ্টার মধ্যে ১৬ এপ্রিল, ২০২৪ তারিখে সমাপ্য প্রকল্পটি একটি।

বার্বাডোসে জলের অভাব বোঝা

স্বাস্থ্য ও সুস্থতার জন্যে স্বাদু জল গুরুত্বপূর্ণ একটি মৌলিক সম্পদ। বিস্তৃত চুনাপাথুরে ভূমিরূপের জন্যে বার্বাডোসে মাটির উপরের মাত্র কয়েকটি স্রোতধারা ও নদী এর স্বাদু পানি সরবরাহের দুষ্প্রাপ্য উৎস।

একারণে দ্বীপের ৮০ শতাংশেরও বেশি স্বাদু জল লবণাক্ত জলের উপরে ভাসমান স্বাদু জলের পাতলা আবরণ নিয়ে গঠিত ভূগর্ভস্থ জলাধার থেকে উৎসারিত হয়। এই স্বাদু জল পাম্প করে কূপে সংগ্রহ করা হয় এবং অতিরিক্ত পাম্প করা ও স্বাদু জলে নোনা জলের অনুপ্রবেশ এড়াতে সাবধানতার সাথে তোলা হয়।

জলের গুণমান খুব লবণাক্ত হয়ে গেলে জলাধারটি আর স্বাদু জলের উৎস হিসেবে ব্যবহার করা যাবে না এবং এমনকি পরিত্যাগ করতে হবে।

বার্বাডোস জল কর্তৃপক্ষ (বিডব্লিউএ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার পানীয় জলের মান অনুসরণ করে – প্রতি লিটারে ২৫০ মিলিগ্রামের বেশি ক্লোরাইডের উপস্থিতি জলকে ব্যবহার অযোগ্য করে তোলে।

জলবায়ু পরিবর্তন ও সীমিত স্বাদু জলসম্পদে লবণাক্ত জলের অনুপ্রবেশ

সাম্প্রতিক দশকগুলিতে জলবায়ু পরিবর্তনের কারণে বার্বাডোস সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, চরম আবহাওয়ার ঘটনা, উপকূলীয় ক্ষয়, উষ্ণতর তাপমাত্রা এবং বৃষ্টিপাতের ধরন পরিবর্তনের সম্মুখীন হয়েছে

স্থানীয় সিদ্ধান্ত গ্রহণকারীদের একটি ভূমিকায় কানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের পরিবেশ বিভাগ উল্লেখ করেছে এই কারণগুলি স্বাদু জলের চাহিদা ও লবণাক্ত জলের অনুপ্রবেশের ঝুঁকি বাড়ায়।

বিডব্লিউএ জল-বিশেষজ্ঞ জেইম পল বলেন বার্বাডোসের পশ্চিম উপকূলে নিম্নভূমির ভূমিরূপের কারণে নোনা জলের অনুপ্রবেশের ঝুঁকি বেশি। এই এলাকার কিছু সম্প্রদায় ইতোমধ্যেই বিভিন্ন মাত্রার লবণাক্ত জলের অনুপ্রবেশের সম্মুখীন হচ্ছে। তবে জলবায়ু পরিবর্তনের হার বাড়তে থাকায় দ্বীপের বেশি জলসম্পদ ক্ষতিগ্রস্ত হবে বলে আশংকা করা হচ্ছে।

জলবায়ু-জনিত খরার কারণে অপর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে দ্বীপের জলাশয় আবার পূর্ণ হওয়ার সম্ভাবনা কম। ভূমি উন্নয়নের কম বৃষ্টিপাতের প্রভাব আরো বৃদ্ধি পায়। বার্বাডোস জুড়ে একসময়ের ভেদ্য উপরিভাগগুলিতে রাস্তা বানানোর ফলে শেষপর্যন্ত জল অভেদ্য হয়ে যাওয়াতে এবং ইতোমধ্যে সীমিত বৃষ্টিপাতের কারণে জলাধারগুলো আর পূর্ণ হচ্ছে না।

সম্প্রদায় পর্যায়ে যা করা হচ্ছে

বার্বাডোস বৃহত্তর লবণাক্ত জলের অনুপ্রবেশ ব্যবস্থাপনায় উন্মুখ বলে কর্তৃপক্ষ টেকসই জল ব্যবস্থাপনা চর্চার জন্যে আরো সচেতনতা তৈরির চেষ্টায় ব্যস্ত৷

সম্প্রদায়গুলির জল সম্পদের আরো ভাল সংরক্ষণ ও ব্যবস্থাপনার উপায় খুঁজে বের করাটাও গুরুত্বপূর্ণ। পল পরামর্শ দিয়েছেন বার্বাডোসবাসীরা তাদের পরিধেয় পোশাক সম্পর্কে সচেতন হয়ে তাদের দৈনন্দিন জীবনে সামঞ্জস্য বিধান করতে পারে। ক্রান্তীয় জলবায়ুর জন্যে বেশি উপযোগী উপকরণ দিয়ে তৈরি পোশাক ব্যবহার করার অর্থ হলো কম ঘাম হওয়া এবং ধোয়ার আগে সেগুলি আরেকটু বেশি পরিধান করা।

বাড়িতে দাঁত ব্রাশ করার সময় কল বন্ধ করা বা আরো জল-সাশ্রয়ী টয়লেট ট্যাঙ্ক ব্যবহারের মতো আরো জল সচেতনতা জল সংরক্ষণে সহায়তা করতে পারে।

জাতীয় পর্যায়ে যা করা হচ্ছে

দেশব্যাপী বার্বাডোসবাসীকে শুধু জল সংরক্ষণ থেকে সঞ্চয় করার গুরুত্ব সম্পর্কে সংবেদনশীল করার চেষ্টা করা হচ্ছে, যা কম বৃষ্টিপাতের সময় উপযোগী হবে।

বিডাব্লিউএ ২০১৭ সালে ক্রয় করতে অক্ষম ব্যক্তিদের ৪০০-গ্যালনের ট্যাঙ্ক সরবরাহ করে ব্যক্তিগত ট্যাঙ্ক কর্মসূচি (পিটিপি) চালু করে। এটি খরায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের জল সংরক্ষণের একটি নির্ভরযোগ্য পদ্ধতি তৈরিতে সহায়তা করে।

জিসিএফের প্রকল্পের অংশ হিসেবে বিডাব্লিউএ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দ্বীপের প্রতিরোধ গড়ে  তুলতে পরিবার, স্কুল ও ব্যবসাগুলিকে সরবরাহের জন্যে বহনযোগ্য ট্যাঙ্ক সরবরাহ করে পুরানো অবকাঠামো উন্নত করতে পেরেছে।

ব্যয়বহুল সমাধান হলেও দ্বীপে অতিরিক্ত লবণমুক্তকরণের প্ল্যান্ট তৈরি বিবেচনা করা যেতে পারে। বন্যা প্রতিরোধ ও পানি প্রবাহিত হয়ে যাওয়া এড়াতে ভবিষ্যত অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে অবশ্যই ব্যবহৃত ভূপৃষ্ঠের ভেদ্যতা বিবেচনা করতে হবে।

জলবায়ু পরিবর্তনের হার বৃদ্ধির ফলে বার্বাডোসের ইতোমধ্যে দুষ্প্রাপ্য জলসম্পদ আরো চাপে পড়ার সম্ভাবনা একটি বাস্তবতা দ্বীপের বিদ্যমান জল সম্পদগুলিকে আরো টেকসই উপায়ে ব্যবহারের আরো বেশি প্রয়োজনীয়তা তৈরি করে৷

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .