ফ্যাক্টচেকিংয়ের জন্য গ্রেপ্তার: মিডিয়া কর্মশালা পন্ড পুলিশের, কাজাখ আদালতের ইউক্রেনীয় সাংবাদিককে জরিমানা

আলেকসান্ডার গোরোখভস্কি। রাউল উপোরভের ছবি,উড়ালস্কায়া নেদেলিয়ার জন্য তোলা। অনুমতি সহ ব্যবহৃত।

উত্তর-পশ্চিম কাজাখস্তানে একটি মিডিয়া ফ্যাক্ট-চেকিং ওয়ার্কশপ ১৫ ই সেপ্টেম্বর হঠাৎ তড়িঘড়ি করে সমাপ্ত করা হয়, যখন পুলিশ বাধা দেয়, তারা কর্মশালাটি ভেঙে দেয় এবং কর্মশালার এক নেতা আলেকসান্দ্র গোরোখভস্কিকে গ্রেপ্তার করে।

কর্মশালার আয়োজক লুকপান আখমেদারিভ হলেন স্বাধীন আঞ্চলিক পত্রিকা উরালস্কায়া নেদেলিয়ার সম্পাদক, যে দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় হয়রানির টার্গেটে ছিল।

কাজাখস্তানের অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে কাজাখের একটি আদালত কিয়েভের এক শ্রদ্ধেয় সাংবাদিক এবং মিডিয়া প্রশিক্ষক গোরোখভস্কিকে দোষী সাব্যস্ত করার পরে মোটামুটি ১১০ ডলার জরিমানা করা হতে পারে। পাবলিক প্রসিকিউটর যুক্তি দিয়েছিলেন যে কাজাখস্তানে প্রবেশের সময়, তার অভিবাসন ফর্মে গোরোখভস্কিকে কে এ দেশে আমন্ত্রণ জানিয়েছে তা জানাতে ব্যর্থ হয়েছিল।

ঘটনাস্থলে উপস্থিত দু'জন আইন প্রয়োগকারী কর্মকর্তা বলেছিলেন যে তারা একজন নাগরিকের অভিযোগের ভিত্তিতে তৎপরতা দেখান “অভিযোগ- ইউক্রেনের উপর একটি আলোচনা সভা” উরলস্ক শহরের ছাগালা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে।

আলেকসান্ডার গোরোখভস্কি তার আইনজীবীর সাথে ১ সেপ্টেম্বর আদালতে হাজির হন। লুকপান আখমেদারিভ পিছনে সারিতে বসে আছেন। রাউল উপোরভের ছবি,যা তিনি তোলেন উড়ালস্কায়া নেদেলিয়ার জন্য। অনুমতি সহ ব্যবহৃত হয়েছে।

২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়ার ভূখণ্ডটি আক্রমণ ও অধিগ্রহণের পরে ইউক্রেন মিডিয়া ফ্যাক্ট চেকিংয়ে প্রধান একটি বিষয় হিসাবে পরিণত হয়েছিল। এই আক্রমণটি মস্কোর সাথে এই দেশটির পদক্ষেপকে ন্যায্য প্রমাণ করার জন্য একটি তীব্র আপত্তিকর প্রচারনাও চালানো হয়েছিল।

ইউক্রেনের সাংবাদিকরা যেন ইউক্রেনের অভ্যন্তরে ও বাইরে উভয় দর্শকের উপকারের জন্য রাশিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে প্রকাশিত মিথ্যার জোয়ারকে পিছনে ফেলতে পারে সেজন্য স্টপফেক.অর্গ এর মতো সংগঠনগুলির উত্থান হয়েছিল। গোরোখভস্কির নিজস্ব মিডিয়া প্রকল্প, বেজ ব্রেহনি (যার নামটি মিথ্যা ছাড়া অনুবাদ হয়) একই ধরণের আরও একটি ওয়েবসাইট যা ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্কের সাথে কাজ করে। তিনি ফ্যাক্ট-চেকিংয়ের উপর একটি বইও লিখেছেন।

ইউক্রেনীয় মিডিয়া প্রশিক্ষকের আগমনের ফলে রাশিয়ায় কাজাখস্তানের সীমান্তের নিকটবর্তী শহর উরলস্কে যুক্তিযুক্তভাবে কর্তৃপক্ষের জন্য উদ্বেগ সৃষ্টি হবে। দেশটির নেতৃত্ব ইউক্রেনের যে কোনও আলোচনা এড়ানোর প্রবণতা দেখায়, মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদী সম্ভাবনার প্রতি তার নিজস্ব উত্তরাঞ্চলে (যেখানে রাশিয়ার প্রভাব সবচেয়ে বেশি) তীব্র সংবেদনশীলতা প্রতিফলিতও করে।

তবে পুলিশ আক্রমণের আরও শক্তিশালী উদ্দেশ্য হতে পারে যে যুব-সাংবাদিকতা স্কুলটি ছিল উড়ালস্কায়া নেদেলিয়ার সংবাদপত্রের সম্পাদক আখমেদারিভের মস্তিষ্কেপ্রসুত, যার দুর্নীতির বিষয়ে নিরলস রিপোর্টিং এই অঞ্চলের কর্তৃপক্ষের পক্ষে বছরের পর বছর ধরে একটি কাঁটা হয়ে বিঁধেছিল।

“আমি মনে করি এটি দুটি জিনিসের সংমিশ্রণ ছিল,” আখমেদারিভ গ্লোবাল ভয়েসেসকে পুলিশি হস্তক্ষেপ এবং গোরোখভস্কিকে আটজের কথা জানিয়েছিলেন। “সরকার যেকোন বিষয় ইউক্রেনের সাথে সম্পর্কিত এবং তা অত্যন্ত সংবেদনশীল বলে মনে করে।”

অন্যদিকে, তিনি বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলিতে কর্তৃপক্ষ নতুন সাংবাদিকতার স্কুলটির কার্যক্রম শুরু করা থেকে বিরত রাখতে নাছোড়বান্দা।

“যখন আমরা বিদ্যালয়ের জন্য ভাড়া নেওয়ার জায়গা খোঁজার চেষ্টা করি তখন আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া হয়েছিল। আমাদের কিছু ছাত্রকে তাদের স্কুলের কোর্সে উপস্থিত না হওয়ার জন্য বলা হয়েছিল। তারপরে ফেসবুকে আমার নামে একটি নকল প্রোফাইল ছিল যা কোর্সটি কেবলমাত্র অর্থ ব্যয়ে করছে বলে বিজ্ঞাপন দিয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে ছিল” তিনি যোগ করেছেন।

আখমেদারিভের বর্ণিত প্রার্থনা-সঙ্গীতে বাধা উরালস্কায়া নেদেলার পক্ষে নতুন কিছু নয়, যা কর্তৃত্ববাদী কাজাখস্তানের বাকী কয়েকটি স্বতন্ত্র গণমাধ্যমের একটি। ২০১২ সালে,স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাগজের সম্পর্ক সবসময়ই কম ছিল, তখন একদল লোক আখমেদারিভকে আক্রমণ করেছিল যারা তাকে একাধিকবার ছুরিকাঘাত করে এবং এয়ার পিস্তল দিয়ে গুলিও করে। যদিও এই হামলার সাথে জড়িত থাকার কারণে চারজনকে কারাগারে সাজা দেওয়া হয়েছিল, তবে এর চূড়ান্ত সংগঠকটিকে কখনও চিহ্নিত করা যায়নি।

গোরোখভস্কির শাস্তি নিশ্চিত হওয়ার পরে ফেসবুকে এক সাংবাদিক সহকর্মীকে কৌতুক করে বলেছিলেন, “আপনার বন্ধু হওয়া বিপদজনক, লুকপান, এর জন্যই আপনাকে জরিমানা করা হয়েছে”।

উড়ালস্কে আইনের শাসনের প্রকাশ্য অবজ্ঞার বিষয়টি গোরোখভস্কির বিচারের মধ্য দিয়ে দেখা গিয়েছিল, যা প্রায় সঙ্গে সঙ্গেই প্রহসন হিসেবে বিবেচি হয়েছে।

তালগাত কাটাউভ,সেই ব্যক্তি যার কথা পুলিশ বলেছিল যে সে “ইউক্রেনের সেমিনার” সম্পর্কে তাদেরকে অবহিত করেছিল, একজন সাক্ষী হিসাবে উপস্থিত হয়েছিল, কিন্তু সে বলেছিল যে সে এর পুলিশকে বিষয়টি জানায়নি। তিনি পুলিশের প্রতি মিথ্যা ভান করে তার নাম ব্যবহার করার অভিযোগ এনেছিলেন এবং কাজাখ-রাশিয়ান মিশ্রণে রাগান্বিত স্বরে প্রচণ্ড তিরস্কার করে তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছিলেন

কোর্টরুমের পিছনে,একজন ব্যাক্তিকে উড়ালস্কায নেদেলিয়ার সাংবাদিকরা ধরেছিলেন, যে সোভিয়েত যুগের কেজিবির উত্তরসূরি; কাজাখস্তানের ন্যাশনাল সিকিউরিটির কমিটির একজন তরুণ প্রতিনিধি, তিনি ফটোগ্রাফারদের কাছ থেকে মুখ লুকিয়েছিলেন।

আখমেদারিভ গ্লোবাল ভয়েসেসকে বলেছিলেন যে, কর্তৃপক্ষ প্রশিক্ষককে জরিমানা করে একটি “ভয়ানক নজির” স্থাপন করেছিল। “এখন কাজাখস্তানের এনজিও এবং অন্যান্য সংস্থাগুলি বিদেশি বিশেষজ্ঞদের আমন্ত্রণ করার আগে দুবার চিন্তা করবে,” তিনি বলেছিলেন।

আখমেদারিভ যখন গোরোভস্কিকে বলেছিলেন যে তিনি পরের বছর আবার যুব-সাংবাদিকতা বিদ্যালয়টি চালানোর চেষ্টা করার পরিকল্পনা করছেন, তখন ইউক্রেনীয় সাংবাদিক কোনোমতে তার হাসি নিয়ন্ত্রণ করেছিল।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .