গ্লোবাল ভয়েসেস সামিট ২০১৭: শ্রীলংকার জন্য দিন গণনা শুরু

আফগানিস্তান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, আজারবাইজান, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, কানাডা, চিলি, চীন , কলম্বিয়া, ডেনমার্ক, ইকুয়েডোর, মিশর, ইথিওপিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রীস, গিনি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইতালি, জ্যামাইকা, জাপান, জর্দান, কেনিয়া, লেবানন, মেসিডোনিয়া, মাদাগাস্কার, মালদ্বীপ, মেক্সিকো, মোজাম্বিক, মায়ানমার, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, পেরু, ফিলিপাইনস, রাশিয়া, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, শ্রীলংকা, তাইওয়ান, তাজিকিস্তান, ত্রিনিদাদ ও টোবাগো, তিউনিশিয়া, উগান্ডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা, ভিয়েতনাম

৫০-এর বেশী রাষ্ট্র- এবং আরো অনেক এই গ্লোবাল ভয়েসেস সামিট ২০১৭-এ প্রতিনিধিত্ব করবে।

মাসখানেক-এর ভেতরে এই সামিট শুরু হবে যা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের ২-৩ তারিখের মধ্যে, আর এই ঘটনায় বিশ্বের চারটি প্রান্ত থেকে শত শত নাগরিক শ্রীলংকার রাজধানী কলম্বোর ট্রেস এক্সপার্ট সিটিতে সমবেত হবে, যারা পরস্পরের সাথে সাথে দুইদিন কাটাবে আর আবিস্কার করবে উন্মুক্ত ইন্টারনেটের মাঝে সম্পর্ক, মত প্রকাশের স্বাধীনতা এবং সারা বিশ্বের অনলাইনে নাগরিক আন্দোলন সমূহকে।

২০০৬ সাল থেকে গ্লোবাল ভয়েসেস-এর সামিট সারা বিশ্বের সবচেয়ে চিন্তাশীল এবং উদ্দীপক ডিজিটাল একটিভিস্ট ও নাগরিক মিডিয়া সম্প্রদায়কে একত্রিত করে। এই সকল সামিট চিন্তার এক সমৃদ্ধ মঞ্চ এবং সীমান্তহীন সহযোগিতার এক ক্ষেত্রে হিসেবে প্রমাণিত হয়েছে, আর ২০১৭ সালের সামিটে আমরা সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।

রাতের পটভূমিতে কলম্বোর বেইরা হ্রদ । ছবি সামলিও৭১-এর, উইকিমিডিয়া কমন্সের মাধ্যমে প্রাপ্ত

এই বছর বিভিন্ন অনুষ্ঠান সূচিতে থাকবে প্যানেল, স্বল্প প্রকল্পের অনুষ্ঠান মালা, উন্মুক্ত গোল টেবিল বৈঠক এবং ডিজিটাল অধিকার নিয়ে আলোচনা, সাথে আরো থাকবে আন্তর্জাতিক সিটিজেন মিডিয়ার নেতৃস্থানীয় কয়েকটি কণ্ঠস্বর-এর মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। আর এই প্রক্রিয়ার অংশ হিসেবে থাকছে রিয়েল টাইমে (তৎক্ষনাৎ) অনলাইনে অংশগ্রহণের সুবিধা, সাথে এই সামিটে যে সমস্ত জ্ঞানগর্ভ উপস্থাপনা ও আলোচনা হবে সেগুলো ধারণ, অনুবাদ এবং প্রকাশের সুবিধা।

যদি আপনি কলম্বোতে আমাদের সাথে যোগ দিতে ইচ্ছুক থাকেন তাহলে সামিটের ওয়েব সাইটের মাধ্যমে দয়া করে নিবন্ধন করুন । আর আপনি যদি ব্যক্তিগত ভাবে উপস্থিত থাকতে না পারেন তাহলে আপনার জন্য ডিসেম্বরে ২ থেকে ৩ ডিসেম্বর ২০১৭-এ এই সামিটের কিছু অনুষ্ঠানের কিছু আংশিক অংশ সরাসরি স্ট্রিমিং করা হবে।
আর তাজা সংবাদের জন্য চোখ রাখুন সামিটের সামিটের ওয়েব সাইটে, টুইটারে এবং ফেসবুকে!

যাদের বিশেষ সমর্থনের কারণে গ্লোবাল ভয়েসেস সামিট ২০১৭-এর আয়োজন-সম্ভব হয়েছে ধন্যবাদ জানাই সেই ম্যাকআর্থার ফাউন্ডেশন , ফোর্ড ফাউন্ডেশন , মোজিলা ফাউন্ডেশন, গ্রাউন্ড ভিউজ , গুগল, ক্যালসেই টেকনোলজিস, লঙ্কা বেল এবং হ্যাশট্যাগ জেনারেশনকে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .