সিরীয় সামাজিক গণমাধ্যম নিয়ে গেল তাদের ক্ষোভ প্রকাশ করার পর দেশের সংখ্যাগরিষ্ঠ সিরিয়ার সুন্নি মুসলমানদের জন্যে ব্যক্তিগত অবস্থার বিভিন্ন সমস্যা দেখাশুনা করার ধর্মীয় আদালতগুলোর প্রধান দামেস্কের প্রথম শরিয়া বিচারক মাহমুদ মারাভি ‘আইবুড়ো ‘(عنوسة) – একজন অবিবাহিত নারীকে বেশিরভাগ সময় নির্দেশ করতে ব্যবহৃত অবমাননাকর একটি শব্দ – সমস্যার সমাধানের জন্যে সিরিয়ার পুরুষরা দ্বিতীয় একজন স্ত্রীকে বিয়ে করতে পারে বলে প্রস্তাব দিয়েছেন।
৫ ফেব্রুয়ারি, ২০১৭ তারিখে রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকা তিশরিনের সঙ্গে কথা বলার সময় মারাভি বলেছেন ক্ষমতাসীন সরকার-অধিকৃত এলাকাগুলোতে সিরীয় নারী জনসংখ্যা পুরুষদের চেয়ে অনেক বেশি বেড়ে যাওয়ার বাস্তবতায় এটা একটা সমাধান; কিছু কিছু হিসাব অনুসারে, নারীরা মোট জনসংখ্যার ৬৫% গঠন করেছে (যদিও এটাকে যাচাই করা যাবে না)।
কিন্তু উদাহরণস্বরূপ অনেক পর্যটক দামেস্কে পুরুষদের আপেক্ষিক অনুপস্থিতি লক্ষ্য করেছেন এবং সাধারণভাবে পতন ঘটেছে বিবাহের হারের। হোমসের একজন এক্টিভিস্ট ২০১৬ সালের মে মাসে সিরীয় অবজার্ভারকে বলেছেন যে:
লোকজন বিশ্বাস করে আইবুড়োত্ব বিদেশে পালিয়ে গিয়ে বা দেশে চলা যুদ্ধে সামরিক বাহিনীতে যোগ দেয়ার পাশাপাশি একটা বিরাটসংখ্যক নিহত হয়ে কমে যাওয়া যুবকদের সংখ্যার সঙ্গে সম্পর্কযুক্ত। এটা সমস্যাটিকে আরো বাড়িয়ে দিয়ে অবিবাহিত নারী, তালাকপ্রাপ্তা বা এমনকি বিধবাদের কালিমা লেপন করার সামাজিক বিভিন্ন প্রথার মাধ্যমে অল্প-বয়েসী নারী এবং পরিবারগুলোকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে।
গল্পটিকে সঙ্গে সঙ্গেই লুফে নেয় এনাব বালাদি’র মতো বিরোধীপন্থী ওয়েবসাইট:
القاضي الشرعي الأول بدمشق يقترح الزواج بثانية للقضاء على العنوسة#عنب_بلدي #سوريا #دمشقhttps://t.co/qw5hhhKm3O
— عنب بلدي (@এনাববালাদি) ফেব্রুয়ারি ৬, ২০১৭
দামেস্কের প্রথম শরিয়া বিচারক একজন দ্বিতীয় স্ত্রী বিয়ে করার মাধ্যমে আইবুড়ো সমস্যাটি মোকাবেলা করার প্রস্তাব দেন
আসাদ সরকারের সমর্থকরাও তার বিবৃতিকে ব্যঙ্গ করেছে:
انا مستعد حقق مطالب القاضي الشرعي بدمشق بس بدي بيت بالمزة فيلات غربية و محل بشام سنتر و دبابة টি৯০
— العميد (@লায়নজেনারেল১৯) ফেব্রুয়ারি ৭, ২০১৭
আমি দামেস্কের শরিয়া প্রথম বিচারকের সঙ্গে একমত হলেও আমি মাজ্জাহ-তে একটি ঘর [একটি সমৃদ্ধিশালী প্রতিবেশী এলাকা] এবং শাম শপিং সেন্টারে একটি দোকান এবং একটি টি-৯০ ট্যাংক চাই।
من لم تقتله الحرب ، قتلته زوجته بعد فتوى القاضي الشرعي بدمشق .
— যুহের মাহমুদ (@আবু_মাহমুদ১৯৭৭) ফেব্রুয়ারি ৮, ২০১৭
যুদ্ধটি আর কোন পুরুষকে হত্যা না করলে তার দ্বিতীয় স্ত্রী অবশ্যই তা করবে, বিচারকের ফতোয়াটিকে ধন্যবাদ
একজন ফেসবুক ব্যবহারকারী ঘাসান মাকদসি যুক্তি দেখান যে মধ্যপ্রাচ্যের অধিকাংশ সাধারণ জনগোষ্ঠী দৈনন্দিন জীবনে মোল্লাদের ‘সাধারণ নাগরিকদের জড়িয়ে পড়া’ নিয়ে ভুগছে:
مشكلة الوطن العنوسة والحلّ هو النكاح !!؟؟
المشكلة أنه مازل هناك رجال دين تتدخل في الحياة العامة للمواطن بل بالحياة المنزلية لابل بالحياة الشخصية ..
المشكلة أنه لا يزال هناك رجال دين في السلطة تفكر كما يفكر رجال الدين لدى داعش ..
المشكلة أننا نعتبر من يتولى إدارة زمام الدولة هم من الطبقة المثقفة العلمانية المدنية ..
المشكلة الأكبر للأن لم يخرج أحد للإعلام السوري ويقول له ,,سكر تمك,, فأشكالك هم من دمروا الوطن ..
المشكلة إن فتواه ليست لسد رمق المواطن السوري ولا لسد جشع التجار ولا لكبح جماح العفيشة والسارقيين ولا لمن يخطف لقاء مال .. ولا للأولاد التي تنام في شوارع البرد والموت ولا للمهجريين الذين يموتون في العراء
فتواه فقط لأجل النكاح .. القاضي لا يشغل باله إلا بالنكاح ..
দেশের সমস্যা হলো আইবুড়োত্ব, আর আপনার সমাধান হচ্ছে সেক্স?
সমস্যাটি হলো নাগরিকদের দৈনন্দিন জীবনে, তাদের ঘরের এমনকি একান্ত ব্যক্তিগত জীবনটির ভিতরে হস্তক্ষেপ করা মোল্লারা এখনো রয়ে গেছে।
সমস্যাটি হলো দায়েশ (আইএসআইএস)-এর মতো ধর্মীয় লোকেরা এখনো ক্ষমতায় রয়ে গেছে।
সমস্যাটি হলো আমরা মনে করি যারা রাষ্ট্রটির প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছেন তারা শিক্ষিত ধর্মনিরপেক্ষ শ্রেণীর অংশ।
সবচেয়ে বড় সমস্যাটি হলো আমাদের দেশকে যারা মানসিকভাবে ধ্বংস করছে সিরিয়ার মিডিয়া থেকে কেউ বেরিয়ে এসে তাদেরকে ‘চুপ’ করতে বলে না।
সমস্যাটি হলো যে তার ফতোয়াটি সিরিয়ার নাগরিকদের খাওয়ানোর জন্যে নয়, কিংবা লোভী ব্যবসায়ীদের থামানোর জন্যে নয় এমনকি চোরদের সংখ্যা কমানোর জন্যেও নয়। মারাত্মক রাস্তাগুলোতে ঠান্ডায় ঘুমিয়ে থাকা বাচ্চাদের জন্যে নয় অথবা বাইরে মরতে থাকা শরণার্থীদের জন্যেও নয়।
তাঁর ফতোয়া শুধুই সহবাস নিয়ে.. এই বিচারক কি এটাই গ্রাহ্য করেন।
সিরিয়ার মহিলাদের ধর্মীয় ‘সমাধান’ থেকে দূরে গিয়ে বাশার আল আসাদের চাচাতো ভাই এবং সিরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি, সিরিয়ার প্রধান মোবাইল (ফোন) সেবাদানকারী সিরিয়াটেল–এর মালিক রামি মাখলুফ ৩০ জানুয়ারি, ২০১৭ তারিখে দামেস্কে ৩০টি দম্পতিকে নিয়ে চতুর্থ গণবিয়ের আয়োজন করেছে।