তুরস্কের আংকারাতে বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৮ জন নিহত

Ankara. Wikimedia image.

আংকারা। উইকিমিডিয়া থেকে নেয়া ছবি।

তুর্কি সামরিক কর্মীদের বহনকারী গাড়িকে লক্ষ্য করে আক্রমণ করা একটি বোমা বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, একটি গাড়ি থেকে বোমাটি ছোড়া হয়েছে।

তুরস্কের সেনাবাহিনী ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) জঙ্গিদের মধ্যে মারাত্মক যুদ্ধ চলাকালীন বিস্ফোরণের এই ঘটনাটি ঘটল। কেননা তাঁরা দেশটির পূর্বাঞ্চলের কুর্দি-অধ্যুষিত এলাকায় সরকারকে নিয়মিত এবং সুদূরপ্রসারী অভিযান পরিচালনা করতে দেখেছে।

তুর্কি সংসদ থেকে অল্প দূরত্বে সংঘটিত বিস্ফোরণটির ফলে ক্ষতির ব্যাপারটি শহরটির গভর্নর নিশ্চিত করেছেন।

সরকার এখনও এই আক্রমণের জন্য কাউকে দায়ী করেনি।

#তুর্কিঃ #আংকারা বিস্ফোরণ, সেনা সদস্যদের বহনকারী গাড়িকে লক্ষ্য করে বোমা হামলা করা হয়।

যেখান থেকে আমি কিজিলেতে এসেছি সেখানে, #আংকারার আকাশে আমি এক মিনার উঁচু ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাই।

দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আংকারাতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এটি দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা।

তুরস্ক এবং পিকেকে'র মধ্যে চলমান সহিংসতার প্রতিবাদে অনুষ্ঠিত একটি মিছিলে দুইটি বোমা নিক্ষেপের ফলে ২০১৫ সালের অক্টোবর মাসে একশ জনেরও বেশী লোক মারা যায়।

সরকার মনে করছে, ইরাক ও সিরিয়ার সুবিশাল সোয়াত অঞ্চল নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া আইএসআইএস জঙ্গি গ্রুপটি এই জঘন্য আত্মঘাতী হামলার জন্য দায়ী।

আবারও আংকারা

এই বছরের শুরুর দিকে, ইস্তানবুলে সুলতানাহমেতের ঐতিহাসিক জেলাতে আত্মঘাতী বোমা নিক্ষেপকারীদের কবলে পড়লে সরকার আইএসআইএস এই ঘটনায় জড়িত বলে দাবি করে। এই হামলায় ১২ জন নিহত হয়।

পিকেকে’র সঙ্গে সম্পর্কের অবনতি এবং গত বছর সিরিয়া ও ইরাকের মধ্যকার সংঘাতে আংকারা হস্তক্ষেপ করার পর থেকে তুরস্কে বোমা হামলা একটি বিঘ্নকারী নিয়মিত দুর্ঘটনায় পরিণত হয়েছে। অনেক তুর্কি গত ১৭ ফেব্রুয়ারি রাত থেকে আরো দুঃসংবাদ শোনার জন্য মানসিকভাবে তৈরি হয়ে রয়েছেন।

আংকারায় সকল নিরাপত্তা কর্মী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, কারণ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, গোয়েন্দারা নতুন করে হামলার আশংকা করছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .