সৌদি আরবে তুষারপাতের ঘটনা খুব একটা ঘটে না। তবে এবার ব্যতিক্রম হয়েছে। দেশটির বিভিন্ন অংশে তুষারপাতের ঘটনা ঘটেছে। নেটিজেনরা তুষারপাতের অভিজ্ঞতার কথা অনলাইনে তুলে ধরেছেন। ছবি থেকে ভিডিও, টুইটার থেকে ফেসবুক, ইনস্ট্রাগ্রাম থেকে স্ন্যাপচ্যাট সবখানেই মিনিটে মিনিটে তুষারপাতের ছবি, ভিডিও, অভিজ্ঞতার বিবরণী উঠে এসেছে।
তবে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুকে ফি বছর তুষারপাত হয়ে থাকে। এটি জর্ডানের খুব কাছে অবস্থিত। দু'তিন বছর পরে পরেই এখানে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়ে থাকে।
স্টর্ম সেন্টার তুষারপাতের কিছু ছবি শেয়ার করেছেন:
#السعودية: تساقط الثلوج قبل قليل على مرتفعات الظهر في منطقة تبوك ، بعدسة تركي الحويطي #عواصف_تبوك #مركز_العاصفة pic.twitter.com/iyi2xLkk0d
— مركز العاصفة (@Storm_centre) January 26, 2016
সৌদি আরব: তাবুকের ধাহর রিজের তুষারপাত। ছবি তুলেছেন তুর্কি আলহুয়াইতি।
মুসলেহ এলহারবি টুইট করেছেন:
الثلوج الان تتساقط بشكل متوسط على هضبه الظهر ،، والارض اكتست بالبياض
#تبوك #عواصف_تبوك
المقاطع بحسابي بسناب شات pic.twitter.com/lxNV8hbiLu
— مصلح الحربي (@maslh10) January 26, 2016
আলধাহর রিজে তুষারপাত হচ্ছে। পুরো এলাকা সাদা বরফে ঢেকে গেছে। ফুটেজ দেখতে আমার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে ঢুঁ মারুন।
আয়েশা বিনতে আবদুলআজিজ তুষারপাতের সময়ে ডট এবং ভেড়ার কিছু ছবি শেয়ার করেছেন। যদিও ছবিগুলো আগের দিনে নেয়া:
جمال #الثلج ❄️☁️
فى صحراء #تبوك والاجمل قطيع الخرفان
pic.twitter.com/X9JT7Bdk94
— عايشه بنت عبدالعزيز (@ayosh70) January 26, 2016
তুষারপাতের মধ্যে মরুভুমির উট। অন্যদিকে ভেড়ার পাল কী সুন্দরই না লাগছে!
ফাহাদ আলধোরফারি তার গাড়ির উইন্ডশিল্ডে তুষার পড়ার ভিডিও শেয়ার করেছেন। এই পোস্ট লেখার সময় ভিডিওটি ৭০ বারের বেশি রিটুইট করা হয়েছে:
ثلوووووج الظهر ماشاء الله #تبوك
#ثلوج
#عواصف_تبوك pic.twitter.com/MNwY7LDFTL
— فهد الطرفاوي (@500_fofo) January 26, 2016