সৌদি আরবে প্রাণিকুলের তুষারপাত উদযাপন!

Saudi camels enjoying the snow in Tabouk, Saudi Arabia, tweets Aysha bint Abdulaziz (@ayosh70)

সৌদি আরবের তাবুকের উটগুলো তুষারপাত উদযাপন করছে। টুইট করেছেন আয়েশা বিনতে আবদুলআজিজ।

সৌদি আরবে তুষারপাতের ঘটনা খুব একটা ঘটে না। তবে এবার ব্যতিক্রম হয়েছে। দেশটির বিভিন্ন অংশে তুষারপাতের ঘটনা ঘটেছে। নেটিজেনরা তুষারপাতের অভিজ্ঞতার কথা অনলাইনে তুলে ধরেছেন। ছবি থেকে ভিডিও, টুইটার থেকে ফেসবুক, ইনস্ট্রাগ্রাম থেকে স্ন্যাপচ্যাট সবখানেই মিনিটে মিনিটে তুষারপাতের ছবি, ভিডিও, অভিজ্ঞতার বিবরণী উঠে এসেছে।

তবে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুকে ফি বছর তুষারপাত হয়ে থাকে। এটি জর্ডানের খুব কাছে অবস্থিত। দু'তিন বছর পরে পরেই এখানে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়ে থাকে।

স্টর্ম সেন্টার তুষারপাতের কিছু ছবি শেয়ার করেছেন:

সৌদি আরব: তাবুকের ধাহর রিজের তুষারপাত। ছবি তুলেছেন তুর্কি আলহুয়াইতি।

মুসলেহ এলহারবি টুইট করেছেন:

আলধাহর রিজে তুষারপাত হচ্ছে। পুরো এলাকা সাদা বরফে ঢেকে গেছে। ফুটেজ দেখতে আমার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে ঢুঁ মারুন।

আয়েশা বিনতে আবদুলআজিজ তুষারপাতের সময়ে ডট এবং ভেড়ার কিছু ছবি শেয়ার করেছেন। যদিও ছবিগুলো আগের দিনে নেয়া:

তুষারপাতের মধ্যে মরুভুমির উট। অন্যদিকে ভেড়ার পাল কী সুন্দরই না লাগছে!

ফাহাদ আলধোরফারি তার গাড়ির উইন্ডশিল্ডে তুষার পড়ার ভিডিও শেয়ার করেছেন। এই পোস্ট লেখার সময় ভিডিওটি ৭০ বারের বেশি রিটুইট করা হয়েছে:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .