আইলান কুর্দিকে ভুলে না যেতে বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছেন একজন তাজিক সঙ্গিতশিল্পী

A screenshot grabbed from Jonibek Murodov's video clip "Aylan" used from drawings widely shared online

জনিবেক মুরোদভ-এর ভিডিও ক্লিপ ‘আইলান’ থেকে স্ক্রীনসটটি নেওয়া হয়েছে যেটি অনলাইনে ব্যপকভাবে বিনিময় করা অংকন থেকে নিয়ে ব্যবহৃত হয়েছে।  

অভিবাসন, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং গৃহবিবাদ-এর সাথে সংশ্লিষ্ট বেদনা সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা আছে এমন একটি দেশের স্থানীয় পপ শিল্পী প্যারিসে মারাত্মক আক্রমণের পর শরণার্থীদের লক্ষ্য করে যে সন্দেহ পোষণ করা হচ্ছে তা খন্ডন করছেন এবং যুদ্ধের ফলে মানুষের বিপর্যয়ের দিকে পুনরায় সকলের দৃষ্টি আকর্ষণ করছেন।

প্রতি বছর ১৮ই ডিসেম্বর উদযাপন করা আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রাক্কালে তাজিক তারকা জনিবেক মুরোদভ সেই ছোট সিরীয় বালক আইলান কুরদির জন্য একটি গান রচনা করেছেন, যাকে সেপ্টেম্বর মাসে একটি তুর্কী সৈকতে ভাসমান পাওয়া গিয়েছিল এবং সেই ছবি তোলা হয়েছিল।

কুর্দির ছবিটি যেমন সেইসময় সারা বিশ্ব থেকে সমবেদনার বর্ষণ ঝড়িয়েছিল, তেমনি সন্ত্রাসী ঘটনাগুলোতে অভিবাসিরা আবারও অন্তর্ভূক্ত হয়ে পড়ায় খুব দ্রুতই আবার তা মানুষ ভুলেও যায়।

জনিবেক গাইছেন:

Номам ба ҳама забони олам Айлон
Рӯҳам ба ҳама макони олам нолон
Дар синаву дар нигоҳи ман ханҷари кист?
Хоки сари бепаноҳи ман кишвари кист?

পৃথিবীর সকল ভাষাতেই আমার নাম আইলান,
পৃথিবীর সকল স্থানেই আমার আত্মা ফুপিয়ে কাঁদে,
কার ছুরি আমার হৃদয় ও দৃষ্টি ভেদ করে?
কোন দেশে আমার এই একাকী দেহটি কবরস্থ হবে?

এই গানটি তাজিকিস্তান, উজবেকিস্তান, এবং ১০লক্ষেরও বেশী তাজিকের বাস ও কর্মস্থল রাশিয়াতে তাজিক ভাষাভাষী গোষ্ঠীর মধ্যে বেশ তারিফ অর্জন করেছে।

লায়লা আব্দুল্লাএভা লিখেছিন:

Чонибек, поклон тебе. Лежу в слезах. Пока по новостям все это видела, как-то не было тех эмоций, что после просмотра твоего клипа. О Господи, что произошло с этим миром???

কাঁদছি: এই ভিডিওটি দেখার পর আমার যে অনুভূতি হয়েছে ঠিক সেই অনুভূতি এটি যখন আমি খবরে দেখেছি তখন আমার হয় নি। হা ঈশ্বর, এই পৃথিবীর হলোটা কী?

যদিও সকলেই এই শ্রদ্ধাজ্ঞাপন করাকে যথার্থ মনে করছেন না, যেখানে তাজিকিস্তানের নিজেরই উল্লেখ করার মতো এরকম অনেক দুঃখজনক ঘটনা রয়েছে।

অনেকেই প্রশ্ন করছেন এই গায়ক কিছুটা সময় ব্যয় করে সেন্ট পিটারস্‌বুর্গে রুশীয় কতৃপক্ষের দ্বারা তার মায়ের কাছ থেকে পৃথক করার কয়েক ঘন্টা পরেই যার মৃত্যু তাজিকিস্তান ও রাশিয়া উভয় জায়গাতেই নিন্দার ঝড় তুলেছিল, সেই উমারেইল নাজারভ নামের পাঁচ মাস বয়েসের তাজিক শিশুকে স্মরণ করতে পারে কি না।

নজিমজন বোবোয়েভ:

Это хорошо даже супер. А образ Умарали Назарав 5-месячный ребенок, отняты у мамы и умер в доли от мать, не говорит а чем-то и не заставляет вас творит что нибудь.

এই গানটি খুবই ভাল। কিন্তু আপনি কি মায়ের কাছ থেকে ছিনিয়ে নেয়া সেই উমারেইল নাজারভ সম্পর্কে জানেন যার মৃত্যু হয়েছিলো তার মায়ের কাছ থেকে অনেক দূরে? তার ঘটনাটি কি আপনাকে কিছু একটা সৃষ্টি করতে অনুপ্রাণিত করে না?

মুরোদভ যথাযথভাবেই তার ভক্তদেরকে বলেছেন যে তিনি উমারেইল সম্পর্কে গান গাওয়ার বিষয়টি বিবেচনা করেছেন, যার মৃত্যুকে তাজিক ইন্টারনেট ব্যবহারকারীরা সক্রিয়ভাবে আইলান কুর্দির মৃত্যুর সাথে তুলনা করেছে।

অসংখ্য ভালবাসা গাথার সাগরে ক্রমবর্ধমান হারে তাজিক পপ শিল্পী ও র‍্যাপ তারকারা দারিদ্র, শ্রম অভিবাসন এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগসহ আরও বেশী মাত্রায় সামাজিক বিষয় তুলে ধরার দিকে এগিয়ে আসছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .