ফার্সি টানে ইংরেজিতে কথা বলা শিখুন

ধারাবাহিক নতুন একগুচ্ছ ভিডিও স্যোশাল মিডিয়া জুড়ে হাস্যরসের সৃষ্টি করেছে।

আমি আর না হেসে পারিনি। এটা অসাধারণ! ফার্সি ঢং-এ ইংরেজি শব্দ উচ্চারণ করা

এই সকল আট থেকে দশ সেকেন্ডের ভিডিও দর্শকদের শেখাবে কি ভাবে ভারী এবং উপভোগ্য ইরানী উচ্চারণে ইংরেজিতে কথা বলতে হয়। এই সব ভিডিওর মাধামে খানিকটা ইরানী স্বরে ইংরেজি শব্দ উচ্চারন করতে শেখানো হচ্ছে, এবং এতে উচ্চারন করা হয়েছে এসকোল (স্কুল) এবং আইজ কেরেম (আইসক্রিম)

এবং যদি আপনি প্রথমে বিষয়টি ধরতে না পারেন, তাহলে নির্দেশক প্রশিক্ষক আপনার জন্য তিনবার ইরানী স্বরে শব্দের স্বরবর্ণ, ব্যাঞ্জনবর্ণ এবং পদাংশ (সিলেবল)-এ জোর দিয়ে পুনরায় শব্দটি উচ্চারণ করবে।

এই ভিডিওর মূল বিষয়টি হচ্ছে কি ভাবে ইরানিরা এক কৌতুকময় বিষয় উদযাপন করতে পারে, বিশেষ করে নিজেদের সম্বন্ধে।

এই হাস্যরসাত্মক নির্দেশনা মূলক সিরিজের পেছেন যে দলটি, তাদের বলা হচ্ছে একসেন্ট কার্ড, যাদের বাস কানাডায়, পাঁচজনের যৌথ এই বাহিনীর ইরানী সদস্য বলছে যে তারা নিজদের পরিচয় লুকিয়ে রাখতে চান। গ্লোবাল ভয়েসেস –এর কাছে পাঠানো এক ইমেইল তারা বলেন, “বিষয়টি আমাদের সম্বন্ধে নয়, আমাদের উচ্চারণ সম্বন্ধে”

দলের একজন সদস্য ব্যাখ্যা করে এই দলে আছেন এক ইরানী, এক রুশ, এক ভারতীয়, এক ইতালীয় এবং এক ইরাকি”।

আমি উচ্চারণ পছন্দ করি। ঘটনা হচ্ছে ভিন্ন ভিন্ন উচ্চারণে নাগরিকেরা কথা বলছে এমন ভিডিও দেখতে দেখতে আমি এগিয়ে যেতে থাকি। আমার চিন্তার পেছনে মূল যে বিষয়টি উৎসাহ যুগিয়েছে সেটি হচ্ছে এই ভিডিও এবং এই ভিডিওটি।

আর তখন আমি উপলব্ধি করলাম ইংরেজি উচ্চারণে কত না বৈচিত্র্যময়তা রয়েছে। ভিন্ন ভিন্ন যে সব উপায়ে ইংরেজি উচ্চারণ করা এবং এই ভাষাটিকে তুলে ধরা যায়, এই বিষয়টিকে সেটিকে সামনে নিয়ে এসেছে। এটা অনেকটা উচ্চারণের ভিডিও উইকিপিডিয়ার মত, যার মধ্যে খানিকটা হাস্যরসাত্মক বিষয় রয়েছে।

একজন ইরানী হিসেবে ইরানের বাইরে বাস করার কারণে, আমি ফার্সি ভাষায় কথা বলতে পারি না। তবে যখন আমি শুনি ফার্সি উচ্চারণে কেউ ইংরেজিতে কথা বলছে সেদিনটি-কে আমি আমার দিন বলে মনে করি। ফার্সি উচ্চারণ একই সাথে সুন্দর, আবেগ প্রবণ এবং মজার, ইরানের নাগরিকেরা যে ভাবে রসিকতা-কে গ্রহণ করতে পারে, আমি তা ভালবাসি, আমরা আমাদের নিজেদের উচ্চারণে হেসে উঠি এবং একই সাথে তাই নিয়ে গর্ব অনুভব করি।

আমি কানাডায় বাস করি এবং আমার নানান ধরণের বন্ধু রয়েছে, কাজে আমার চিন্তাটাকে গ্রহণ করি এবং একটি দল তৈরি করি।

আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করা এবং অন্য উচ্চারণে তাকে নিয়ে আসা ( আরবী, ভারতীয়, রুশ, ইতালীয়, ফার্সি ভাষায়…) আর আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি 

এই সকল ধারাবাহিক ভিডিও অনুসরণ করতে থাকুন এবং শীঘ্রই আপনার শিখবেন “ইরানী” শব্দটির উচ্চারন হচ্ছে “পার-শিহয়ান”।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .