তরুণ নাগারিকদের নিয়ে গঠিত একটি ভিডিও সংবাদ প্রকাশনা গ্রুপ কিবেরা নিউজ নেটওয়ার্ক (কেএনএন) সুপরিচিত ফটোগ্রাফি ব্লগ হিউমেন্স অব নিউইয়র্ক এর আদলে হিউমেন্স অব কিবেরা (কিবেরার মানুষ) প্রকল্পটি তৈরি করেছে। কেনিয়ার নাইরোবিতে অবস্থিত কিবেরার সাংবাদিকেরা একটি টাম্বলার ব্লগে আফ্রিকার বৃহত্তম শহুরে বস্তি কিবেরার অধিবাসীদের জীবন নথিভুক্ত করার প্রকল্পটির কাজ করছে।
হিউমেন্স অব কিবেরা থেকে নির্বাচিত কিছু ছবি এবং গল্প এখানে দেয়া হলঃ
নাইরোবিতে ২০১২ সালে গ্লোবাল ভয়েসেসের সম্মেলন চলাকালীন ম্যাপ কিবেরা ট্রাস্ট এবং কিবেরা নিউজ নেটওয়ার্ক এর সাথে রাইজিং ভয়েসেস অংশীদারিত্বের ভিত্তিতে কাজ শুরু করে। অভিজ্ঞতা শেয়ার করতে এবং একটি যৌথ নাগরিক সাংবাদিকতা বিষয়ক কার্যক্রমে অংশগ্রহণের জন্য কিবেরার বিভিন্ন দল এবং গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের সদস্যদের একত্রিত করতেই এই আয়োজন।