ল্যানটার্ন একটি অনলাইন টুল, যা বিনামূল্য এবং চীন ও ইরানের মতো দেশগুলোতে ইন্টারনেট ব্যবহারকারীদের ফায়ারওয়াল-শৈলীতে চালানো সেন্সরশিপ পাশ কাটিয়ে যেতে সাহায্য করে। এ ধরণের টুলগুলোর মধ্যে ল্যানটার্ন অনন্য। কেননা টুলটি সারা বিশ্বের সেন্সরের আওতাধীন অঞ্চলগুলোতে ব্যবহারকারীকে ব্লক হওয়ার হাত থেকে রক্ষা করতে বিভিন্ন কৌশল ব্যবহার করে থাকে। যদি এর ব্যবহৃত কিছু কিছু কৌশল ব্লক করা হয় তবে এটি অন্যান্য পন্থাগুলো অবলম্বনে ফিরে যায়। কেন্দ্রীভূত এবং অত্যাধুনিক পিয়ার টু পিয়ার নির্মাণ কৌশল এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে সরকারের পক্ষে এ ধরণের সফটওয়্যার ব্লক করে দেয়া সহজ হয়, তবে বিশেষ করে ল্যান্টার্ন এর এই অনন্য পিয়ার টু পিয়ার গঠন কৌশল ব্লক করার কাজটিকে কঠিন করে তোলে।
টুলটি সম্পর্কে ভালোভাবে জানতে জিভি এ্যাডভক্স দলের সদস্য মাহসা আলিমারদানি এবং এলেরি বিডল ল্যানটার্নের প্রতিষ্ঠাতা ও সফটওয়্যার নির্মাতা এডাম ফিস্ক এবং ল্যানটার্নের প্রধান অপারেটিং অফিসার মরিয়াম আবলফজলির সাথে কথা বলেছেন। নিরাপত্তাজনিত বিভিন্ন বিষয়, কাঙ্ক্ষিত ব্যবহারকারী সম্প্রদায় এবং ল্যান্টার্নের পিছনে কাজ করা সফটওয়্যারগুলো নিয়ে আমরা একসাথে আলোচনা করেছি।