শিপিবো চারিবোয়ান জোই সংস্কৃতি উৎসবে প্রবীণ কথকদের বলা গল্প ধারণ করা

রাইজিং ভয়েসেস আমাজোনিয়া অনুদান প্রকল্পের তাজা সংবাদ

Banner - Bienvenidos al Festival Chariboan Joi

চারিবোয়ান জোই উৎসবে স্বাগতম!

২ ডিসেম্বর, ২০১৪ –এ, শিপিবো সংস্কৃতিক উৎসব “চারিবোয়ান জোই “( মারাকানা তোতার মত কণ্ঠ ভেসে বেড়ায়), একই নামের এক প্রকল্পের অংশ হিসেবে, আমাজানের পেরু অঞ্চলের বেটানিয়া সম্প্রদায়ে মাঝে অনুষ্ঠিত হয়। এর উদ্দেশ্য হচ্ছে শিপিবোর ঐতিহ্যবাহী কাহিনীগুলোকে নথিবদ্ধ করা এবং কি ভাবে মোবাইল ফোনকে নাগরিক সাংবাদিকতার এক টুলস হিসেবে ব্যবহার করা যায়, তার প্রশিক্ষণের জন্য ইয়ারিনাকোচাও শহরের একদল তরুণকে নির্বাচিত করা, যেখানে তারা সাংবাদিকতার ভিত্তি, এবং কি ভাবে ডিজিটাল টুলস এবং ইন্টারনেট ব্যবহার করতে হয় সে সম্বন্ধে শিক্ষা গ্রহণ করবে। পরবর্তীতে এই সমস্ত কাহিনী স্প্যানিশ এবং ইংরেজি ভাষায় অনুবাদ হবে এবং ওয়েবে আপলোড করা হবে, একই সাথে কিছু স্থানীয় রেডিও স্টেশনে প্রচারিত হবে।

সকাল বেলায়, অনেকটা নাগরিক সাংবাদিকতার মত কর্মশালা অনুষ্ঠিত হল, যেখানে বেটানিয়া, আলভা কাস্ত্রো, বেথেল এবং প্যালেস্টিনা এলাকার শিপিবো সম্প্রদায় থেকে ৪০ জনের বেশী উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র অংশ গ্রহণ করে। তত্ত্বীয় পর্যায়ের সময়, আমরা গুরুত্ব প্রদান করলাম যে তথ্যকে অবশ্যই সংবাদে পরিণত করতে হবে, বিভিন্ন উপাদান, যেমন স্থান, তারিখ, সাক্ষাৎকার প্রদানকারী এবং তা গ্রহণকারী, এবং একই সাথে আত্মবিশ্বাস প্রতিষ্ঠার কৌশল-এর জন্য। ব্যবহারিক পর্যায় অনুষ্ঠিত হয় সম্প্রদায়ের মাঝে সংবাদ তৈরীর এক যাত্রার মধ্যে দিয়ে।

যখন প্রথমবার আমরা অংশগ্রহণকারীদের মাঠে পাঠালাম তখন আমরা খুব বেশী আশাবাদী হতে পারিনি, কারণ এটা ছিল তাদের প্রথম নাগরিক সাংবাদিকতা, কিন্তু বিস্ময়ের চেয়ে বেশী কিছু ঘটল, তারা বেশ গ্রহণযোগ্য সংবাদ নিয়ে ফিরে আসতে সক্ষম হয়। তারা স্পষ্টভাবে সবকিছু উপলব্ধি করেছে। সম্ভবত এই কর্মশালার গতি চারিবোয়ান জোই দল এবং একই সাথে বিভিন্ন সম্প্রদায়ের তরুণদের মাঝে প্রাথমিক সম্পর্কের আড়ষ্টতা দূর করা কাজটিকে কঠিন করে ফেলে

যখন আমরা এই সকল সংবাদ এবং ফিডব্যাক নিয়ে পর্যালোচনা করছিলাম, ইতোমধ্যে আমরা এই দল এবং তরুণদের মাঝে আরো বেশী নিরুদ্বেগ এক পরিবেশ সৃষ্টি করতে সমর্থ হলাম। বিকেলে খেলাধুলার কিছু কার্যক্রমের মাধ্যমে বন্ধুত্বকে আরো সুদৃঢ় করা হল।

Taller de periodismo con los jóvenes de 04 comunidades indígenas

চারটি আদিবাসী সম্প্রদায়ের মাঝ থেকে আসা তরুণদের নিয়ে করা এক সাংবাদিকতা কর্মশালা।

আমরা বর্ষা ঋতুর মুখোমুখি হয়েছি, যে কারণে হঠাৎ এবং দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু সৌভাগ্যক্রমে উৎসবের সময় আমরা কিছুটা সূর্য়ের কিরণ পেয়েছি। সন্ধ্যা এবং রাতের বেলায় মশারা বিরামহীন ভাবে ভনভন করছিল, যার ফলে কিছু সুগন্ধি ধূপ বাতাসে ছড়িয়ে দিলাম যাতে মশারা ঘর থেকে বেরুনোর পথ খুঁজে পায়। এটা ততক্ষণ পর্যন্ত ভালোই কাজ করেছে, যতক্ষণ না বাতাস তার গতি পাল্টে ফেলে।

ঐ রাতে এবং কর্মসূচি অনুসারে, আমাদের কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠান করার কথা ছিল, যেমন ঐতিহ্যবাহী গান এবং নাচ। আমরা একই সাথে সকালের প্রাপ্ত কিছু সংবাদ প্রচার করলাম, সবার নীরবতা এবং সবাই যে পরিমাণ মনোযোগ প্রদান করছিল তা আমাদের প্রর্দশন করে সকলে এই সকল বিষয়ের প্রতি আগ্রহী ছিল। যেহেতু সবগুলো ছিল শিপিবো ভাষার আর আমি ৩০টির বেশী শব্দ বুঝতে পারিনি, একজন শিক্ষক আমাকে বলল যে তারা এই সম্প্রদায়ের জীবনযাত্রা বর্ণনা করছে । মাঝে মাঝে হাসির শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু বিষয়বস্তু আমার জন্য অনুবাদ করার বদলে তারা হাসিকে বেছে নিয়েছিল।

চূড়ান্ত এবং প্রধান কর্মসূচির সময়, প্রবীণদের গল্পগুলো বর্ণনা করার কথা ছিল, আমরা তিনটি রেকর্ডার যন্ত্রকে প্রস্তুত করে রেখেছিলাম, যদি এর কোন একটি কাজ না করে। যখন প্রথম বক্তা বের হয়ে এলো; দীর্ঘ সময় ধরে নিজের পরিচয় প্রদানের পর সে গল্প বলার বদলে সবার সামনে “মাশহা” নামের এক ঐতিহ্যবাহী গান গাইল। তারপর বলল,“বেশ” আমি মনে করি, “পরের জন গল্পটি বলবে”। কিন্তু ব্যাপারটি সে রকম ঘটলা না। মাইক্রোফোন হাতে নেওয়ার পর দ্বিতীয় বক্তা, আরেকটি মাশহা সঙ্গীত গাইলেন। পরের জনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটল। তার পরের জনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটল। এবার উদ্বিগ্ন হয়ে উকাইলি আদিবাসী তরুণ সংগঠন (ওজিরু)-এর সদস্যদের জিজ্ঞেস করলাম যাদের দেখে খুব শান্ত মনে হচ্ছিল এবং যারা হাসছিল, তারা আমাকে উত্তর করল, আমাদের কোন গল্প নেই, “না নেই”, “তবে আজ সকালে যে সংবাদ তুলে আনা হয়েছে সেখানে আমরা কিছু গল্প পাব”। কি দারুণ এক পরিত্রাণ।

এখন শিপিবো-এর চারিবোয়ান জোই দল, ওজিরু-এর তরুণরা এর এক লক্ষ্য নির্ধারণ করেছে, উৎসবের থেকে ১০ কিংবা ১২ টি সংবাদ নির্বাচিত করবে জানুয়ারি থেকে ফ্রেব্রুয়ারির মাঝে অনুষ্ঠিত ইয়ারিনাকোচা প্রশিক্ষণের জন্য।

২৬ এবং ২৭ নভেম্বর তারিখে তার পরিদর্শনের জন্য আমরা এডুয়ার্ডো আভিলাকে ধন্যবাদ জানাতে চাই, যিনি রাইজিং ভয়েসেস-এর পরিচালক। তিনি ওজিরু-এর প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদেরকে নিজস্ব ব্লগ তৈরীতে সাহায্য করেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .