সুদূর অতীতকাল থেকে তাজিকিস্তান যেসব উত্সব উদযাপন করে থাকে, তার তালিকায় হ্যালোইন ছিল না। তবে সাম্প্রতিক সময়ে এটি উত্সবের তালিকায় স্থান করে নিয়েছে। যদিও দেশের বেশিরভাগ মানুষের এই উত্সব সম্পর্কে তেমন একটা ধারণা নেই। গত বছরে গ্লোবাল ভয়েসে প্রতিবেদন বেরিয়েছিল, হ্যালোইনের ঠাট্টা-তামাশা দেখে তাজিক সম্প্রদায়ের ভ্রু কুচকে গিয়েছিল।
এ বছরও এই ‘ভিনদেশি’ উৎসব দেশের মানুষকে দু'ভাগে বিভক্ত করে দিয়েছে। গত ২৬ অক্টোবরে তাজিকিস্তানের রাজধানী দুশানবে'র একটি নৈশ ক্লাব থেকে পুলিশ একদল যুবককে গ্রেফতার করে। যুবকরা সেখানে হ্যালোইন পার্টি করছিল। তবে এটা পরিষ্কার নয় যে, পুলিশ কর্মকর্তা হ্যালোইন মাস্ক পরার কারণেই তাদের আটক করেছেন কি না! আটককৃত একজন পরে ফেসবুকে লিখেছে, মুসলিম সমাজে এরকম 'ভিনদেশি উৎসব’ পালন করায় পুলিশ কর্মকর্তা তাদের তিরস্কার করেছেন।
এই ঘটনা নিয়ে তাজিকিস্তানের টুইটার কমিউনিটিতে পরস্পরবিরোধী প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। তোমিরিজ ঘটনার সংবাদ প্রতিবেদনের লিংক পোস্ট করে জানতে চেয়েছেন:
Мы что живем в исламской республике, а милиция преобразована в полицию нравов? http://t.co/dtDCsV2pka
— Томирис (@tomiristj) October 28, 2013
আমরা কি ইসলামিক প্রজাতন্ত্রে বাস করি অথবা অন্য কোথাও? আমাদের পুলিশ কি নীতি ধর্মের পুলিশ হয়ে গেছে? http://t.co/dtDCsV2pka
এর প্রতিক্রিয়ায় বাচাই সাকো লিখেছেন:
@tomiristj Нет, не в исламской республике, но нужно ясно видеть границу между своей культурой и чужой. Так мы свою культуру потеряем.
— Бачаи Сако (@BachaiSako) October 28, 2013
@tomiristj না, আমরা ইসলামিক প্রজাতন্ত্রে বাস করি না। তবে আমরা পরিষ্কারভাবে আমাদের সংস্কৃতি থেকে অদ্ভুত সংস্কৃতিকে আলাদা করে দেখতে চাচ্ছি। তা না হলে, আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যেতে পারে।
মারদিকর অন্য একটি যুক্তি উপস্থাপন করে জানতে চেয়েছেন:
@BachaiSako @tomiristj Истиқлол шудем, бале, лекин то хол идҳои бегонаро ҷашн мегирем, ва аз ҷашнҳои миллӣ рӯ мегардонем. Чи сабаб?
— Мардикор (@mardikor) October 28, 2013
@BachaiSako @tomiristj আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমরা এখনো ভিনদেশি অনুষ্ঠান উদযাপন করে জাতীয় উত্সবে ফিরতে পারি। তো, সমস্যা কোথায়?
তিনি আরো যোগ করেন:
@BachaiSako @tomiristj Ин ҷашн ҷашни шайтонпараст. Кӯдаконро бояд фаҳмонем ки оқибати ин ҷашнгирӣ чист.
— Мардикор (@mardikor) October 28, 2013
@BachaiSako @tomiristj এটা শয়তানের পুজারিদের অনুষ্ঠান। আমরা ছোটদের কাছে এই অনুষ্ঠান উদযাপনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারি।
পরে তোমিরিজ তার প্রতিক্রিয়ায় লিখেছেন:
@mardikor @BachaiSako Какой “шайтанпараст”? О чем вы? Молодежь отдыхает. Нормальная молодежь, не сатанисты какие-то. Зачем это запрещать?
— Томирис (@tomiristj) October 29, 2013
@mardikor @BachaiSako “শয়তানের পুজা” কি? তুমি কোন বিষয়ে কথা বলছো? তরুণ'রা মজা করেই এটা করে। তারা খুব সাধারণ মানুষ, শয়তান পন্থী নয়। তাহলে এটা নিষিদ্ধ করা হবে কেন?
@mardikor @BachaiSako Для этих молодых людей Хэллоуин ведь не праздник, а просто какой-то повод собраться и весело провести время.
— Томирис (@tomiristj) October 29, 2013
@mardikor @BachaiSako এই তরুণদের কাছে হ্যালোইন শুধুমাত্র ছুটির দিন নয়। এই উপলক্ষে তারা একত্রিত হয়, মজা করে সময়টা কাটায়।
যদিও সে সবাইকে বোঝাতে ব্যর্থ হয়েছে:
@tomiristj @mardikor И все же есть другие поводы собраться и веселиться. Нужно использовать другие поводы.
— Бачаи Сако (@BachaiSako) October 30, 2013
@tomiristj @mardikor আরো অনেক অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে একত্রিত করতে এবং হাসি-ঠাট্টা-আনন্দে মাতিয়ে রাখার সুযোগ রয়েছে। সেই সুযোগগুলো নিন।
এই ঘটনা নিয়ে তাজিকিস্তানের পত্রিকায় যে সংবাদ বের হয়েছে সেখানকার মন্তব্যের ঘরেও একই ধরনের আলোচনা হয়েছে।
রুস্তম লিখেছেন [ru]:
А на самом деле зачем они празднуют этот праздник? У нас свои хорошие и интересные праздники есть без всяких привидений и монстров. Меньше надо западные кино смотреть.
সত্যি, এই তরুণ'রা কেন এই দিনটি উদযাপন করছে? ভূত-পেত্নী বাদে আমাদের নিজেদেরই কতো চমৎকার দিবস রয়েছে। তাদের পশ্চিমা সিনেমা দেখা কমাতে হবে।
সিমকা যোগ করেছেন [ru]:
…бестолковая молодежь…
… এই তরুণ'রা নির্বোধ …
তবে এসবের সাথে একমত নন আপরেল:
пусть молодежь отдыхает ,они же просто веселиться и при чем тут вера…почему у нас принята всегда напоминать о вере , что на новый год ,что на другие мало мальские праздники .у каждого есть родня пускай они и беспокоятся о религиозном составляющий свох чадов..
তরুণদের মজা করতে দিন। তারা নিছক মজা করছে। এটা নিয়ে তাদের কী বিশ্বাস, তাতে কি এসে যায়? ইংরেজি নববর্ষ কিংবা অন্যান্য উত্সব উদযাপনের সময় বারে বারে কেন বিশ্বাসের কথা স্মরণ করিয়ে দিতে হবে? তাদের সবারই পরিবার আছে। তাই পরিবারগুলোকেই সুযোগ দিন না এই ছেলেমেয়েদের ধর্মীয় ব্যাপারগুলো অবগত করার।
কিছু পাঠক অবশ্য পুলিশের অপেশাদারী কাজকে প্রকৃত সমস্যা হিসেবে দেখেছেন। আলী লিখেছেন:
уважаемые товарищи, наша милиция является выходцы из сельской местности. Поэтому для это чужда, вот они и ловять тех уто справляет западный праздник. Пршу не обижаться на них…
বন্ধুরা, আমাদের পুলিশ কর্মকর্তারা গ্রাম থেকে এসেছেন। তাই হ্যালোইন উৎসব করা তরুণদের তাদের কাছে অ্যালিয়েন মনে হয়েছে। এজন্য তারা পশ্চিমা উত্সব উদযাপনের সময় তরুণদের আটক করেছে। দয়া করে কিছু মনে করো না…
আজ থেকে ২২ বছর আগে তাজিকিস্তান সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে। তারপর থেকেই তাজিক সমাজে ইসলাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাছাড়া সেখানে “জাতীয়” সাংস্কৃতিক ঐতিহ্যও বেশি গুরুত্ব পেয়ে আসছে। যদিও দেশটির জাতীয় উৎসব, মিনার এবং জাতীয় প্রতীক নিয়ে বিতর্কের পাশাপাশি “তাজিক” বলতে কী বোঝায়, ধর্ম দেশটিতে কীভাবে ভূমিকা পালন করবে সে বিষয়ে দেশটির মানুষজন খুব একটা ঐক্যমতে পৌছাতে পারেননি।