
ওয়াশিংটন ডিসিতে আসাদ সমর্থকদের প্রতিবাদ সমাবেশ। সমাবেশটিকে সিরিয় পতাকার পাশাপাশি একটি ইসরায়েলি পতাকাও উড়াতে দেখা গেছে। ছবিটি ইয়াদ চারবাজি তাঁর ফেসবুক পাতায় শেয়ার করেছেন।
সিরিয়ায় মার্কিন আক্রমণ প্রচেষ্টার বিরুদ্ধে যুদ্ধ বিরোধী প্রতিবাদ ধর্মঘট অগ্রগমন শীল হয়েছে। নেটিজেনদের প্রতিবাদের কিছু বর্ণনা এখানে দেওয়া হল, যেখানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষের জনতা উপস্থিত ছিল। তাদের কাছে জিজ্ঞাসা কর হয়, আসাদ সমর্থক প্রতিবাদকারীরা যুদ্ধের বিরোধী কিনা ? কারণ, গত মার্চ ২০১১ সাল থেকে দেশে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হলে আসাদ তাঁর সিরিয় জনগণের বিরুদ্ধে দমন পীড়ন চালিয়ে আসছেন।
এম স্কট মাহাস্কি যুদ্ধ বিরোধী এবং আসাদ সমর্থকদের ফটোগ্রাফ শেয়ার করেছেন, যেখানে প্রতিবাদকারীরা হোয়াইট হাউসের বাইরে বাশার আল আসাদের ছবি সম্বলিত টি শার্ট পরেছিলেন :
Syrian American Forum outside White House protesting possible US strike against #Syria. pic.twitter.com/s6DvZzY7s9
— M. Scott Mahaskey (@smahaskey) September 9, 2013
#সিরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের বাইরে সিরিয়ান-আমেরিকানদের ফোরাম।
এছাড়াও ওয়াশিংটন ডিসিতে একটি আসাদ সমর্থক প্রতিবাদ সমাবেশ থেকে সিরিয়ানাদের অন্য একটি আলোকচিত্র শেয়ার করেছেন:
Picture from Washington DC. No comment. pic.twitter.com/8UWnDyGA23
— Nader (@DarthNader) September 10, 2013
ওয়াশিংটন ডিসি থেকে ছবি। মন্তব্য নিষ্প্রয়োজন।
সিরিয়ার পতাকা ছাড়াও, ফটোগ্রাফটিতে এক প্রতিবাদকারীকে ইসরায়েলি পতাকা উড়াতেও দেখা যায়।
এছাড়াও সিরিয়ার কাছাকাছি এলাকার মধ্যে মিশরীয় বিপ্লবের প্রাণকেন্দ্র তাহিরির স্কয়ারেও আসাদ সমর্থকদের একটি বিক্ষোভ সমাবেশ করতে দেখা গেছে।
টম ডেল মন্তব্য করেছেন:
An admittedly small but nonetheless depressing demonstration in #Tahrir Chanting for “God, Bashar, Sisi, and Syria” http://t.co/V1uWGZumJv
— Tom Dale (@tom_d_) September 10, 2013
#তাহিরির সমাবেশটি নিঃসন্দেহে ছোট, তবু বিষণ্ণ বিক্ষোভের সমাবেশটি “ঈশ্বর, বাশার, সিসি, এবং সিরিয়া” বলে চিৎকার করেছে।
আহমেদ আগুর উপরের একই ভিডিও এবং মন্তব্যের লিংক শেয়ার করেছেন:
Just like I said, it was only a matter of time before pro-Assad chants find their way to #Tahrirhttp://t.co/ryKq7MUanU#Egypt
— Aحmad H. عggour (@Psypherize) September 10, 2013
আমি যেরকম বলি ঠিক সেরকম, আসাদ সমর্থকদের #তাহিরিরে যাওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার ছিল। #মিশর
সিরিয়ার সক্রিয় কর্মী ইয়াসমিন জান্দালি যুক্তি দেখিয়েছেন, আসাদ সমর্থকদের ভিড় যুদ্ধ বিরোধী হতে পারেনা। কারণ, আসাদ নিজেই তার জনগণের উপর যুদ্ধ চালিয়ে আসছেন। তিনি টুইট করেছেনঃ
Anti-war ppl, if you see a pic of this guy @ ur event,realize they are pro-assad,pro-CW,anti-freedom grp #FreeSyriapic.twitter.com/730gbG5izu
— Yasmine – ياسمين (@yasminejandali) September 9, 2013
যুদ্ধ বিরোধী জনগণ ! আপনি যদি @ইউআর এর ছবিটি দেখেন তাহলে বুঝবেন যে, তাঁরা আসাদ সমর্থক, স্বাধীনতা দলের বিরোধী। #ফ্রিসিরিয়া
সংযুক্ত আরব আমিরাত বসবাসরত সিরিয়ার নাগরিক ফারাহ আরও স্পষ্টভাবে তাঁর ধারণা বর্ণনা করেছেন:
Pro Assad and Anti-war are two things that don't mix together
— Farah (@FeFu_x) September 7, 2013
আসাদ সমর্থক এবং যুদ্ধ বিরোধী দুটি ভিন্ন জিনিস, এটাকে একসাথে মেশানো যাবে না।
এবং সিয়াম গালোন একটি বেদনাদায়ক তুলনা এঁকেছেন:
Seeing leftists/antiwar/peace activists with Pro-Assad ppl is like seeing feminists and rapists on the same side of a women's issue. #Syria
— Shiyam Galyon (@ShiyamNotes) September 5, 2013
আসাদ সমর্থক জনগণের সঙ্গে বামপন্থি / যুদ্ধ বিরোধী / শান্তি কর্মী দেখা হল অনেকটা নারী ইস্যুতে একই রকমভাবে নারীবাদী এবং ধর্ষকদের দেখার মত। #সিরিয়া