সরকার গোয়েন্দাগিরির অনুমতি না দিলে যোগাযোগ সফটওয়্যার বন্ধের হুমকির পর গত ৫ জুন, ২০১৩ তারিখে সৌদি আরবে তাৎক্ষণিক বার্তা প্রেরণের এ্যাপ ভাইবার বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর থেকে ওয়েবসাইটটিতে আর প্রবেশ করার পাশাপাশি এ্যাপ্লিকেশনটির সাথে আর সংযোগ স্থাপন করা যাচ্ছে না।
সৌদি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি কমিশনের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের পরেই এই বন্ধের ঘোষণাটি এসেছে। এরপর থেকে সরকারী আইন প্রয়োগ করতে নিদেনপক্ষে একটি টেলিকমিউনিকেশন কোম্পানিকে আটক করা হয়েছে, যেটি এনক্রিপশন ভঙ্গার চেষ্টা করেছিল। বর্তমান আইনের অমান্যকারী হিসেবে আগের সতর্কবানীতে স্কাইপি এবং হোয়াটসএ্যাপ এর নামও উল্লেখ করা হয়েছিল।
সিদ্ধান্তটি ব্যাপকভাবে সৌদি টুইটার-মন্ডলে নিন্দিত হয়েছেঃ
মানবাধিকার আইনজীবী আব্দুল্লাজিজ আল-হুসেন টুইট করেছেন [আরবি]:
إذا حجب الإنسان فكل شيء بعده تبعاً …!
@এহুসেনঃ যদি মানুষকে অবরুদ্ধ করে রাখা হয়, তবে সবকিছুই তাঁর মতো অবরুদ্ধ হয়ে যাবে।
ব্লগার এসাম আল-জামিল মনে করেন এটি শুধুমাত্র একটি পরীক্ষা:
يبدو أن هيئة الاتصالات (والداخلية) اختارت البرنامج الأقل انتشارا (فايبر) لمعرفة ردة فعل الناس تجاه الحجب.
@এসামজেডঃ যোগাযোগ কমিশন (এবং স্বরাষ্ট্র [মন্ত্রণালয়]) স্থগিতাদেশটি সম্পর্কে জনগণের প্রতিক্রিয়া যাচাই করতে স্পষ্টত সবচেয়ে কম জনপ্রিয় ওয়েবসাইটটিকে বেছে নিয়েছে।
অন্যান্যরা স্থগিতাদেশটিতে ভুমিকা পালনের জন্য টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোকে দোষ দিচ্ছেঃ
بإمكان تكونوا صريحين مع المُتلقي وتقولون أن السبب هو ماتتكبده شركات الإتصالات من خسائر فادحة جراء تواجد هذه البرامج!
@মো৩টেমঃ আপনারা জনগণের সাথে আরো খোলাখুলি কথা বলতে পারেন। প্রকৃত কারণটি হচ্ছে, এসব এ্যাপ্লিকেশনের কারণে টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো বিরাট অঙ্কের আয় থেকে বঞ্চিত হচ্ছে।
টেকনোলজি ওয়ার্ল্ড নামের একটি জনপ্রিয় প্রযুক্তি ওয়েবসাইট সহজলভ্য বিকল্প সাইটগুলোর একটি তালিকা করেছে, যেগুলো (এখনও) বন্ধ করা হয়নিঃ
بعد إيقاف تطبيق فايبر، هنا مجموعة من البدائل
টেকডব্লিউডিঃ ভাইবার বন্ধের পর এখানে বিকল্প সাইটগুলোর একটি তালিকা আছে।