ভেনেজুয়েলান নেতা হুগো শাভেজের জন্য সরকারি ওয়েবসাইটে সান্ত্বনার বার্তায়, প্রেসিডেন্ট আহমাদিনেজাদ শাভেজকে “ভেনেজুয়েলার জনগণের সেবায় রত শহীদ বলে উল্লেখ করেন যার রহস্যজনক মৃত্যু হয়েছে।” আহমাদিনেজাদ ইসলামের ভবিষ্যৎ ত্রাতা হিসেবে পরিচিত গুপ্ত ইমামের কথা উল্লেখ করে আরো বলেন, “আমার কোন সন্দেহ নেই শাভেজ যিশু খ্রিস্ট ও অন্যান্য পুণ্যবান ব্যক্তিদের সাথে ফিরে আসবেন।”
নেট নাগরিকগণ এবং এক রক্ষণশীল নেতা আহমাদ খাতেমি কর্তৃক আহমাদিনেজাদ তার এই বার্তার জন্য সমালোচিত হয়েছেন।
দামাভানিদিয়েহ লিখেছেন [fa]:
আজারবাইজান প্রদেশে এক ভূমিকম্পে ইরানিয়ান তরুণরা মারা গেল, দেশের সেবকদের মৃত্যু হল অথচ সরকার একটা দিন শোক দিবস ঘোষণা করে নি, এমনকি যেখানে ইরানিয়ানরা শোক পালন করেছিল। এখন শাভেজ মারা গেলেন…এবং হঠাৎই সরকার একটা দিন শোক দিবস ঘোষণা করল। তার মৃত্যুর পর মুহূর্ত থেকেই ইরানিয়ানরা তাকে নিয়ে কৌতুক করে একে অন্যকে খুদেবার্তা পাঠিয়েছে
আজাদি ইরানিয়ান মিডিয়ার কথা উল্লেখ করেছেন যারা প্রচার করেছে যে আহমাদিনেজাদ এক মাস আগে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্টকে ফোন করেছিলেন এবং বলেছেন [fa]যে তিনি ঈশ্বরের কাছে শাভেজের সুস্থতা কামনা করেন। এই ব্লগার ব্যঙ্গ করে বলেন যে আশা করা যায় আহমাদিনেজাদ আলি খামেনির [ইসলামিক প্রজাতন্ত্রের প্রধান নেতা] জন্য একই প্রার্থনা করবেন।
আজারমেহের শাভেজের মৃত্যুর পর আহমাদিনেজাদের বার্তার একটি অংশ তুলে ধরেন এবং প্রয়াত ভেনেজুয়েলান প্রেসিডেন্টের সাথে ইরাকের সাবেক একনায়ক ও ইরানের প্রতিপক্ষ সাদ্দাম হোসেন এবং সাবেক সংস্কারক মোহাম্মদ খাতামির কিছু ছবি প্রকাশ করেছেন।
চ্যালেঞ্জার দুজন আবেদনময়ী নর্তকীর সাথে নৃত্যরত অবস্থায় শাভেজের একটি ছবি প্রকাশ [fa] করেন এবং জিজ্ঞাসা করেছেন যে এই দুজনও খ্রিস্ট এবং গুপ্ত ইমামের সাথে ফিরে আসবে কিনা।
টিউয়েটার শাভেজ ফিরে আসতে বেশি সময় নেবেন না।
১৩৭৬ ফাঁসি বলেছে [fa]:
যদি কোন দিন ইরান আর ইটালির সুসম্পর্ক থাকত, তাহলে ইরানিয়ান সরকার সাবেক ইটালিয়ান প্রধানমন্ত্রী, সিলভিও বের্লুসকোনি সম্পর্কে একই কথা বলত, যে এই ব্যাভিচারি খ্রিস্টের সঙ্গে ফিরে আসবেন।