তিউনিশীয় পুলিশ বাহিনীর একজন সদস্য সিদি বুজিদ এলাকায় একজন যুবককে চড় মারলে দুই বছর আগে পরিচিত হয়ে উঠা “আরব বসন্ত” সৃষ্টি হয়। জনগণ ভেবেছিল যে পুলিশের অত্যাচারের দিন শীঘ্রই শেষ হবে, কিন্তু পুলিশী রাষ্ট্র এখনো বহাল তবিয়তে টিকে রয়েছে সেটা আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্যে বাহরাইনে এখনো আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
একটিভিস্ট @আল’আশেহাবি টুইট করেছেন:
@আল’আশেহাবি: #বাহরাইনে পুলিশের চড় মারার ভিডিওটি ছড়িয়ে পড়েছে – ২৪ঘণ্টায় ২লক্ষ বার দেখা হয়েছে। কতগুলি সংবাদ চ্যানেল এটি সম্প্রচার করেছে?
ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটি শিশুকে কোলে নেওয়া একজন মানুষের সঙ্গে একজন পুলিশ কর্মকর্তা চেঁচামেচি করছে এবং তারপরে (পুলিশ কর্মকর্তা) তাকে দুইবার চড় মারে, লোকটি তখনো শিশুটিকে কোলে ধরে রেখেছিল:
ভিডিওটির প্রতিক্রিয়া বাহরাইন অতিক্রম গিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আরব বিষয়াবলীর উপর বিখ্যাত মন্তব্যকারী সুলতান আলকাসেমী ভিডিওটি ভাগাভাগি করেছেন এই বলে:
@সুলতানআলকাসেমী: বাহরাইনে পুলিশ কর্মকর্তা ক্ষমতা অপব্যবহার করে নাগরিককে চড় মেরেছে http://goo.gl/RMsCB Video via@muradalhaiki
কাতারের সাংবাদিক মোহাম্মদ ফাহাদ আলকাহতানি [মোহদওয়েভস] টুইট করেছেন:
مؤلم لانه يثبت بالدليل القاطع ان كرامة الانسان في الدرك الاسفل من التقدير في سلم اولويات بعض القيادات الامنية الخليجية,ياللعار
@মোহদওয়েভস: চড় মারার ভিডিওটি মর্মান্তিক কারণ এটি কিছু কিছু উপসাগরীয় পুলিশী রাষ্ট্রে মানুষের মর্যাদা যে অগ্রাধিকার তালিকার সর্বনিম্নে বিবেচ্য তা প্রমাণ করে। কী লজ্জা!
সৌদি মিডিয়া সেলিব্রিটি ওয়ালিদ আলফারাজ একথা বলে টুইট করেছেন:
.. فضيحة من الصعب ترقيعها !!
@ওয়ালিদআলফারাজ: চড় মারার ভিডিওটি .. এমন একটি কলংক যা মোচন করা কঠিন
এছাড়াও কুয়েতি কবি রানা আলআব্দু্লরাজ্জাক টুইট করেছেন:
http://youtu.be/zI_L1rAn4Bw أن ترى هذه الصفعة ولا تشعر بألمها وهي تهوي على انسانيتك .. اعذرني فانت لست إنسانا أصلا #البحرين
@রানাতি০১: এই চড় দেখার পর তার ব্যথা অনুভব না করার মানে আপনার মানবতা অধঃপতনশীল… আমাকে মাফ করবেন, আপনি মোটেই মানুষ নন
ওমানি একাডেমিক ড. হায়দার আল-লাওয়াতি একটি খুব আকর্ষণীয় পরামর্শ দিয়েছেন:
رجل امن في #البحرين يصفع مواطنا اعزلا في وجهه. منظر مؤلم ومحزن. اقترح ان يعرض على القادة المشاركون في قمة التعاون !! http://m.youtube.com/#/watch?feature=youtu.be&v=zI_L1rAn4Bw&desktop_uri=%2Fwatch%3Fv%3DzI_L1rAn4Bw%26feature%3Dyoutu.be …
@ড.আল_লাওয়াতি: বাহরাইনে একজন পুলিশ একজন নিরস্ত্র নাগরিককে চড় মারছে, (এটি) একটি মর্মান্তিক এবং দু:খজনক দৃশ্য, আমি পরামর্শ দিচ্ছি যে এটা জিসিসি (উপসাগরীয় সহযোগিতা পর্ষদ) শীর্ষসম্মেলনে অংশগ্রহণকারী নেতাদের দেখানো হোক
বাহরাইন, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে জিসিসি বা উপসাগরীয় সহযোগিতা পর্ষদ গঠিত এবং এর নেতারা বর্তমানে বাহরাইনে সভা করছে।
ভিডিওটি সম্পর্কে হাজার হাজার টুইটের পরে সরকারী প্রতিক্রিয়াটি ছিল নিম্নরূপ:
@এমওই (তথ্য মন্ত্রণালয়)_বাহরাইন: আইন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারী: একটি অনলাইন ভিডিওর সঙ্গে সম্পর্কিত একজন পুলিশের ডিটেনশন
এবং তার পরে:
تشكيل لجنة برئاسة رئيس الأمن العام لحصر هذه التجاوزات ودراستها وتحديد سبل معالجتها..يتبع
@এমওই (তথ্য মন্ত্রণালয়)_বাহরাইন: এসব লঙ্ঘন সংশোধনের পথ নির্ধারণের জন্যে হস্তক্ষেপ এবং পর্যবেক্ষণ করা যায় এজন্যে জননিরাপত্তা প্রধানের নেতৃত্বে একটি কমিটি গঠিত
এদিকে, জননিরাপত্তা এবং উল্লিখিত কমিটি ব্রিগেডের প্রধান তারিক আলহাসান তার ব্যক্তিগত টুইটার একাউন্ট থেকে টুইট করেছেন:
١- محاولات تشويه صورة وزارة الداخلية ومنسوبيها هي جزء من حرب شعواء من أشخاص وجهات معروفة ومفضوحة بعد ان فشلت في مخططاتها السابقة #البحرين
@টিআলহাসান: ইতোমধ্যে চিহ্নিত এবং উন্মোচিত ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের আগের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর তাদের প্রচণ্ড একটি যুদ্ধের অংশ হিসেবে স্বরাস্ট্র মন্ত্রণালয় এবং এর কর্মীদের মানহানি করার প্রচেষ্টা।
٢- تقوم تلك الجهات واتباعها بإطلاق مسميات تزدري بها رجال الأمن بهدف النيل من شخصيتهم وزرع البغض لهم لدى الناس كبارا وصغارا #البحرين
@টিআলহাসান: পুলিশের ব্যক্তিত্ব হেয় প্রতিপন্ন করে তাদের প্রতি আবালবৃদ্ধ জনগণের মধ্যে ঘৃণা উদ্দীপ্ত করার জন্যে সেই সব সংগঠন এবং তাদের অনুসারীরা অপমানজনক ভাষা ব্যবহার করে
٣- تقوم بتجهيز الكمائن لرجال الامن حسب سيناريوهات معدة من إعلاميين محترفين في قنوات معروفة في دول أخرى ثم تصور وتعرض عند الحاجة #البحرين
@টিআলহাসান: তারা পুলিশদের জন্যে অন্য দেশের মিডিয়া চ্যানেলে কর্মরত পেশাদারদের তৈরী দৃশ্যপট ভিত্তিক ওঁত পেতে দৃশ্য ধারণ করে রাখে এবং সময়মতো সেটা প্রকাশ করে
- يقوم الدجالون والعملاء ببث تلك اللقطات ويبالغون فيها وحسبما يردهم من تعليمات وبما يحقق لهم ولمن يدفعهم من الدول أهدافهم #البحرين
@টিআলহাসান: এই সব বিশ্বাসঘাতকতাপূর্ণ জালিয়াতরা সেসব দৃশ্য তাদের নির্দেশ মতো এবং সেসব দেশ ও তাদের লক্ষ্যের সঙ্গে যেভাবে মিলালে ঠিক হয় সেভাবে বাড়িয়ে প্রকাশ করে
কয়েক ঘন্টা পরে মানবাধিকার একটিভিস্ট নাজি ফাতিল আরেকটি ভিডিও টুইট করেছেন:
خطير جداََ؛~ اعتداء وحشي على شاب في العكر اول مرة يعرض http://youtu.be/t-UuDXOT-cA #bahrain #feb14
@নাজিআলিফাতিল: আলকের এলাকার একজন যুবকের উপর পাশবিক আক্রমণ প্রথমবার দেখানো হয়েছে