সিরিয়া : #আমারসিরিয়া – তে রাস্তাগুলো হবে স্বাধীনতায় পরিপূর্ণ

এ পোস্টটি আমাদের সিরিয়া প্রতিবাদ ২০১১/১২ সংক্রান্ত বিশেষ কাভারেজ এর অংশ

সিরীয় নেট নাগরিকরা তাঁদের দেশের জন্য এমন এক নতুন ভোরের স্বপ্ন দেখছেন যেখানে জনগণ স্বাধীনভাবে নিশ্বাস নিতে পারবে, সমতার সাথে বসবাস করতে পারবে এবং যেখানে গোষ্ঠী তন্ত্র অতীত বিষয়ে পরিণত হবে। টুইটারের #ইনমাইসিরিয়া হ্যাসট্যাগে ভবিষ্যৎ সম্পর্কে তাঁরা তাঁদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

ভবিষ্যতের মুক্তির দিকে ডানা বারাকাত তাকিয়ে:

@ডান্ডুন১৬৭: #আমারসিরিয়া – তে রাস্তাগুলো হবে স্বাধীনতায় পরিপূর্ণ, রক্তপাতে নয়।

রাফিফ জঊজাতি জবাবদিহিতার স্বপ্ন দেখে:

@রাফিফজে: #আমারসিরিয়া তে নেতারা জনগণের নিকট দায়বদ্ধ থাকবেন, অন্য কারো কাছে নয়।

হাদি মাদওয়ার বলেনঃ

@হাদি মাদওয়ার: ##আমারসিরিয়া তে  আপনি মেডিক্যাল স্কুলে পড়বেন কারন আপনি পরিশ্রমী ছাত্র, এ কারণে নয় যে আপনার বাবা-মা সম্পদশালী।

নোরা বাশা সেই ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন যেখানে বুদ্ধিজীবিরা দেশের সম্পদে পরিণত হবেঃ

@নোরা০৩১৫: #আমারসিরিয়াতে বুদ্ধিজীবিরা আসাদের কারাগারে বছরের বছরের আটক থেকে অত্যাচারের শিকার হবেন না, তাঁরা সিরিয়ার উত্তম ভবিষ্যতের জন্য বেরিয়ে আসবেন।

দামাস্কাস ট্রিবিউন আশা করেন যে জনগণ তাঁদের মত প্রকাশে ভীত হবে নাঃ

@সামাস্কাস্ট্রিবিউন: #আমারসিরিয়াতে টুইটার ব্যবহারকারী ও সক্রিয়তাবাদীরা তাঁদের আসল নাম ব্যবহার করবেন এবং #সিরিয়াতে গ্রেফতারের ভয়ে ভীত হবেন না।

জেসমিন রোমান গোষ্ঠীতন্ত্র বিহীন ভবিষ্যতের স্বপ্ন দেখেন। তিনি টুইট করেন:

@জেসমিনরোমান০১: #আমারসিরিয়াতে খ্রিস্টান-আলওয়াইত-দুজ-সুন্নি-ইসমাইলী-ইয়েজেদি-শিয়া-আরব-আসিরিয়ান, কুর্দ- আর্মেনিয়ান- সিরিয়াক- সিরকাসিয়ান- চ্যাল্ডেন- তুর্কম্যান, সবাই এক।

মুহাম্মদ আব্দুলহামিদ বলেন:

@মোহানাদসির: #আমারসিরিয়া তে… আইনের চোখে সবাই সমান।

আদম আক্কাদ সীমান্তবিহীন আরবের স্বপ্ন দেখেন। তিনি টুইট করেন:

@আবু_চার্লি: #আমারসিরিয়াতে আম্মান, বৈরুত, দামাস্কাস এবং জেরুজালেম এক দেশ হবে।

এ পোস্টটি আমাদের সিরিয়া প্রতিবাদ ২০১১/১২ সংক্রান্ত বিশেষ কাভারেজ এর অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .