মিশর: ওমর সুলেইমানের জন্যে সামরিক শেষকৃত্য নয়

হোসনি মুবারকের উপরাষ্ট্রপতি এবং মিশরের সাবেক গোয়েন্দা প্রধান ওমর সুলেইমান মারা গিয়েছেন। তার মৃত্যুর সংবাদ সামাজিক মিডিয়া নেটওয়ার্কে প্রতিক্রিয়ার ঝড় সৃষ্টি হয়েছে।

এই ব্যক্তি মিশরের প্রেসিডেন্ট নির্বাচনের জন্যে প্রতিযোগিতা করতে গিয়ে তার প্রার্থীপদের জন্যে যথেষ্ট স্বাক্ষর সংগ্রহে ব্যর্থ হয়ে অযোগ্য বিবেচিত হন। তিনি মার্কিন যুক্তরাস্ট্রের ক্লিভল্যাণ্ডে ডাক্তারি পরীক্ষা চলাকালীন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে।

তার মৃত্যুতে টুইটারে আরব বিশ্বের নেটনাগরিকদের দুঃখ করে বলার মতো ভাল কিছু একটা খুঁজে পেতে অসুবিধা হয়েছে।

সামার ধামাস জাররাহ টুইট [আরবী]:

لو يدري الناس كم ساهم عمر سليمان في بيع مصر لاسرائيل وقتل وتجويع اهل غزة وتشويه صورة الاسلام والمسلمين في الغرب
@আরবকণ্ঠস্বরবলছে: (হায়) জনগণ যদি জানতো ওমর সুলেইমান মিশরকে ইজরায়েলের কাছে বিক্রি করার ক্ষেত্রে এবং গাজার জনগণের হত্যাকাণ্ডে এবং তাদের ক্ষুধার্ত রাখতে এবং পশ্চিমাদের কাছে ইসলাম ও মুসলমানদের চেহারাকে বিকৃত দেখানোতে কতটা জড়িত।

দিনা আদেল উল্লেখ করেছেন:

@দিনা _আদেল: ওমর সুলেইমান ছিল অগণিত নির্যাতনের ঘটনা এবং মানবাধিকার লংঘনের জন্যে দায়ী। তার মৃত্যুতে আমার কোন সহানুভূতি নেই, আবার আমি উল্লসিতও হব না।

সারা সালেম সুলেইমানকে অতি সাধারণ মিশরীয়দের সঙ্গে তুলনা করেছেন:

@সারাএমসালেম: ওমর সুলেইমান ক্লিভল্যান্ডে ডাক্তারী পরীক্ষার সময় মারা গিয়েছেন।  যখন মধ্যে চিকিত্সাগত জমিদারি. বেশিরভাগ মিশরীয়র নিকৃষ্ট মিশরীয় সরকারী হাসপাতালে যাওয়াটাও তাদের সাধ্যের বাইরে।

এদিকে মেধাত রালি বিস্ময় প্রকাশ করেছেন [আরবী]:

تخيل لو كان عمر سليمان كسب فى انتخابات الرئاسه و بقى رئيس كان هايموت بعدها بشهر

‎‫

@মেধাতরালি: ভেবে দেখুন যদি ওমর সুলেইমান প্রেসিডেন্ট নির্বাচন জিতে গিয়ে রাষ্ট্রপতি হতেন এবং একটি মাস পরেই মারা যেতেন

বর্ষিয়ান মিশরীয় ব্লগার ওয়ায়েল আব্বাস আরবি টুইটারে হ্যাশ ট্যাগ # لا _ لجنازة _ عسكرية _ لعمر _ سليمان  শুরু করেছেন যার অর্থ হলো ওমর সুলেইমানের জন্যে কোন সামরিক শেষকৃত্য নয়।

ফিদো আহমেদ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন:

#لا_لجنازة_عسكرية_لعمر_سليمان‬‏ لو عملوها نجيب رقصات من شارع الهرم وشوية طبل علي كام واحد من فرقة حسب الله ونزيط بقي في الجنازة


@ফিদোআহমেদ: তারা যদি এটা করে এবং সামরিক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়, তাহলে আমরা উদর-নর্তকী (বেলি ড্যান্সার) এনে ঢোল বাজিয়ে তাদের সেই অন্ত্যেষ্টিক্রিয়া নষ্ট করে দিবো

র‌্যামি বাকাজাবোকা যোগ করেছেন:

ملهاش لازمة سيبوهم يعملوها هيحضر السفاحين صحابه و يتحسرو على قائد الفترة الانتقامية ‎‫#لا_لجنازة_عسكرية_لعمر_سليمان‬‏

@র‌্যামি _বাকাজাবোকা: এর কোন মানে নেই। তারা তাদের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত করুক, সেখানে তার বন্ধু কসাইদের উপস্থিত প্রতিহিংসার যুগের নেতার বিয়োগে দুঃখ করুক।

এবং আহমেদ সাবরি শেষ করছেন এই বলে:

انا رايي يدفن كتيمي من غير جنازه اساسا ويا ريت ف مكان مجهول
@এ_এম_সাবরি: আমার মতামত হচ্ছে যে কোন অন্ত্যেষ্টিক্রিয়া ছাড়াই চুপচাপ তাকে কবর দেয়া হোক এবং ভাল হয় সেটা অপ্রকাশিত কোন একটি জায়গায় হলে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .